Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

মাছি কবিতা | নির্মলেন্দু গুণ এর কবিতা | নির্মলেন্দু গুণ

বাংলা আধুনিক কবিতার অন্যতম শক্তিশালী কণ্ঠ নির্মলেন্দু গুণ তাঁর ব্যঙ্গাত্মক ও প্রতীকী ভঙ্গিমার জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর মাছি কবিতাটি সমাজের নানান অসঙ্গতি, রাজনৈতিক অবক্ষয় ও মানুষের নৈতিক স্খলনকে রূপক আকারে উপস্থাপন করেছে। এখানে ‘মাছি’ কেবল একটি ক্ষুদ্র প্রাণী নয়, বরং তা দুর্নীতি, নোংরামি ও অবক্ষয়ের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। কবি সহজ-সরল ভাষা, তীক্ষ্ণ ব্যঙ্গ এবং চিত্রময় বর্ণনার মাধ্যমে পাঠকের মনে গভীর প্রভাব ফেলেছেন। ফলস্বরূপ, মাছি কবিতা শুধু সাহিত্যিক সৌন্দর্যের নিদর্শন নয়, বরং সামাজিক ও রাজনৈতিক চেতনার ধারক হিসেবেও গুরুত্বপূর্ণ।

 

মাছি কবিতা –নির্মলেন্দু গুণ

একটি মাছি বুকের ‘পরে
একটি মাছি নাকে,
একটি মাছি আমাকে চেনে
একটি চেনে তাকে।

আমাকে চেনে,তাকেও চেনে
সেই মাছিটি কই?
নাকেও নেই, বুকেও নেই
চোখের জলে ঐ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
Exit mobile version