বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি

বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি: ব্যাকরণ বলতে সাধারণত ভাষার কাঠামোর, বিশেষ করে শব্দ ও বাক্যের কাঠামোর, গবেষণাকে বোঝায়। এ অর্থে ব্যাকরণ হল কোন ভাষার রূপমূলতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচনা। কখনও কখনও আধুনিক ভাষাবিজ্ঞানে ব্যাকরণ পরিভাষাটি দিয়ে কোন ভাষার কাঠামোর সমস্ত নিয়মকানুনের বর্ণনাকে বোঝানো হয়, এবং এই ব্যাপকতর সংজ্ঞার ভেতরে ঐ ভাষার ধ্বনিতত্ত্ব ও প্রয়োগতত্ত্বের আলোচনাও চলে আসে।

Table of Contents

বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি

বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি

ব্যাকরণ

ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব

  • ব্যাকরণ কী ও কেন
  • ব্যাকরণের সংজ্ঞার্থ
  • ব্যাকরণ পাঠের গুরুত্ব
  • ব্যাকরণের আলোচ্য বিষয় ও কাঠামো (বাংলা ব্যাকরণের বিষয়বস্তু ও পরিধি)
  • ব্যাকরণের শ্রেণিবিভাগ
  • বাংলা ব্যাকরণের উৎপত্তি ও বিকাশ

বাংলা ভাষা

  • ভাষা কী ও কেন
  • ভাষার বৈশিষ্ট্য
  • ভাষার সংজ্ঞার্থ ও ভাষার উৎপত্তি
  • বাংলা ভাষার জন্মকথা
  • বাংলা ভাষারীতি ও আঞ্চলিক ভাষার কথ্য রূপ
  • পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান
  • বাংলা ভাষার শব্দশ্রেণি | পদনির্মাণ ও শব্দনির্মাণ
  • প্রমিত ভাষা
  • ভাষারীতির ব্যবহারিক উপাদান ও গুরুচন্ডালী দোষে দুষ্ট হওয়ার কারণ
  • প্রমিত ভাষা ও সাধু ভাষা
  • চলিত ভাষা বা চলিত রীতি
  • সাধু ও চলিত রীতির গদ্যের বৈশিষ্ট্য
  • সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য , সাধু ও চলিত সে ভাষারীতির মিশ্রণজনিত কারণে গুরুচণ্ডালী দোষে দুষ্ট ভাষা
  • ভাষারীতি এবং রূপান্তরের নিয়ম

ধ্বনিতত্ত্ব

ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

  • ধ্বনি কী ও কেন
  • ধ্বনি ও বর্ণ,
  • অক্ষর,
  • লিপি,
  • অর্ধ- স্বরধ্বনি,
  • অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি,
  • যর ও বাঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ (কার ও ফলা),
  • ব্যঞ্জনবর্ণ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
  • ব্যঞ্জনধ্বনির উচ্চারণ
  • বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ
  • যুক্ত ব্যঞ্জনধ্বনি,
  • যুক্ত ব্যঞ্জনধ্বনির উচ্চারণ রীতি | ধ্বনির পরিবর্তন | ধ্বনি-পরিবর্তনের সম্ভাব্য বহু ধারা
  • স্বরধ্বনির উচ্চারণ,

বাংলা বানানের নিয়ম

  • বাংলা বানানের নিয়ম
  • বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম
  • কী ভুল লিখি কেন লিখি? | বানানের অশুদ্ধি

শ্বাসাঘাত বা ঝোঁক এবং যতি

  • শ্বাসাঘাত বা ঝোঁক এবং যতি
  • প্রকারভেদ, বাক্যের অভ্যন্তরীণ যতি

সন্ধি

  • সন্ধি
  • সন্ধি কী ও কেন | সন্ধি ও সন্ধি-গঠন
  • সন্ধির উদ্দেশ্য
  • সন্ধির আবশ্যকতা
  • বাংলা স্বরসন্ধি
  • সন্ধির প্রয়োজন | সংস্কৃতাগত সন্ধি ও খাঁটি বাংলা সন্ধি
  • সন্ধি গঠনের নিয়ম
  • সংস্কৃত স্বরসন্ধি গঠনের নিয়ম | সংস্কৃত ব্যঞ্জনসন্ধি | সংস্কৃত বিসর্গ সন্ধি
  • খাঁটি বাংলা সন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন
  • শ্বাসাঘাতের প্রকারভেদ | শ্বাসাঘাত বা ঝোঁক এবং যতি
  • বাংলা ব্যঞ্জনসন্ধি | নিঃ উপসর্গ | সন্ধিজাত শব্দ | সন্ধি ও সন্ধি-গঠন

ণত্ব ও ষত্ব বিধান

  • ণত্ব ও ষত্ব বিধান
  • ষত্ব বিধান | ষত্ব বিধানের নিয়মাবলি
  • ণত্ব বিধানের নিয়মাবলি
  • ণত্ব ও ষত্ব বিধান
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব

ব্যাকরণিক শব্দশ্রেণি

  • পদ ,পদের শ্রেণিবিভাগ বা পদপ্রকরণ
  • অভিধান নির্মাণকৌশল
  • শব্দের শ্রেণিবিভাগ
  • শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ

বিশেষ্য :

  • বিশেষ্য পদের শ্রেণিবিভাগ
  • বিশেষ্য ও বিশেষ্যের শ্রেণিবিভাগ

বিশেষণ:

  • বিশেষণ ও বিশেষণের শ্রেণিবিভাগ

সর্বনাম :

  • সর্বনাম ও সর্বনামের শ্রেণিবিভাগ

ক্রিয়া :

  • ক্রিয়াপদের সংজ্ঞার্থ , ক্রিয়ার প্রকারভেদ ও উদাহরণ।
  • ক্রিয়াবিশেষণ :

যোজক-শব্দ :

  • আবেগ—শব্দ :

ক্রিয়ার কাল :

  • ক্রিয়ার কাল
  • আবেগ শব্দ
  • ক্রিয়াবিশেষণ
  • ক্রিয়া ও ক্রিয়ার শ্রেণিবিভাগ
  • অসমাপিকা ক্রিয়ার বিভক্তি ও প্রয়োগ
  • পরিশিষ্ট ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি

বাংলা অনুজ্ঞা :

  • বাংলা অনুজ্ঞা | রূপতত্ত্ব

শব্দগঠন

  • শব্দদ্বিত্ব ও শব্দদ্বিত্বের সাহায্যে শব্দগঠন | প্রতিধ্বনিমূলক শব্দদ্বিত্ব | পুনরাবৃত্তিমূলক শব্দদ্বিত্ব | শব্দদ্বিত্ব

উপসর্গ

  • উপসর্গ ও উপসর্গের কাজ
  • উপসর্গের বৈশিষ্ট্য, উপসর্গের শ্রেণিবিভাগ,
  • তৎসম ও বাংলা উপসর্গের মধ্যে পার্থক্য | উপসর্গ যোগে গঠিত পরিভাষা | উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ

সমাস

  • সমাস | সমাসের রীতি
  • সমাসে সন্ধি,
  • সমাসের শ্রেণিবিভাগ, সমাসের শ্রেণিবিভাগে বিভিন্ন মতান্তর,
  • তৎপুরুষ সমাস | তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ
  • দ্বন্দ্ব সমাস | দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ | দ্বন্দ্ব সমাস নির্ণয়ের সহজ কৌশল
  • বহুব্রীহি সমাস | বহুব্রীহি সমাসের শ্রেণিবিভাগ | বহুব্রীহি সমাস নির্ণয়ের সহজ উপায়
  • দ্বিগু সমাস | অব্যয়ীভাব সমাস | সমাস নির্ণয়
  • কর্মধারয় সমাস | কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ

শব্দদ্বিত্ব

  • শব্দদ্বিত্ব
  • ধ্বন্যাত্মক শব্দ,

ব্যাকরণিক সংবর্গ

পক্ষ বা পুরুষ

  • পক্ষ বা পুরুষ
  • পক্ষ বা পুরুষের প্রকারভেদ, ভাষা-অনুশীলন ৷

বচন:

  • বচন | বচনের প্রকারভেদ
  • বচনভেদ লক্ষণীয়
  • ভাষা-অনুশীলন ।

 

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ (লিঙ্গ) :

  • লিঙ্গ ও লিঙ্গভেদে শব্দভেদ,
  • বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এবং লিঙ্গ পরিবর্তন,
  • কতকগুলো বিশেষ নিয়ম
  • লিঙ্গের প্রকারভেদ | বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এবং লিঙ্গ পরিবর্তন

গণন-বিধি

  • সংখ্যাবাচক শব্দ
  • সংখ্যাবাচক শব্দের শ্রেণিবিভাগ
  • শব্দ ও পদ এবং পদের শ্রেণিবিভাগ
  • অব্দ বা বর্ষ গণনা
  • বাংলা বর্ষপঞ্জি

পদাশ্রিত নির্দেশক

  • পদাশ্রিত নির্দেশকের প্রয়োগ ও ব্যবহার,
  • পদাশ্রিত নির্দেশক
  • পদাশ্রিত নির্দেশক

ধাতু বা ক্রিয়ামূল ; ক্রিয়া-বিভক্তি : সাধু ও চলিত

  • ধাতু বা ক্রিয়ামূল,
  • ধাতুর প্রকারভেদ, ক্রিয়া-বিভক্তি,
  • ক্রিয়া-বিভক্তির রূপভেদ,
  • বিভক্তি,
  • ধাতুর গণ,
  • ধাতু বিভক্তির রূপ | প্রযোজক ধাতুর বিভক্তি
  • প্রযোজক ধাতুর রূপ,
  • ধাতুর রূপ | ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি
  • প্রযোজক ধাতুর কয়েকটি অসম্পূর্ণ ধাতু,
  • যৌগিক ক্রিয়ার গঠন ও প্রয়োগ

কারক :

  • কারক, কারকের শ্রেণিবিভাগ, কারক-বিভক্তি নির্ণয়ের কৌশল।
  • অপাদান কারক | অধিকরণ কারক
  • করণ কারক | সম্প্রদান কারক
  • কর্মকারক ও বিভক্তি
  • কর্তৃকারক ও বিভক্তি
  • কারকের শ্রেণিবিভাগ

সম্বন্ধ ও সম্বোধন পদ :

  • সম্বন্ধ
  • সম্বোধন পদের সংজ্ঞার্থ ও আলোচনা।

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ :

  • অনুসর্গ,  অনুসর্গের প্রয়োগ

BanglaGOLN.com Logo 252x68 px White বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি

বাক্যতত্ত্ব

বাক্য-প্রকরণ :

  • বাক্য,
  • সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা বাক্যের গুণ
  • বাক্যের গঠন
  • বাক্যে পদ-সংস্থাপনরীতি বা পদ- সংস্থাপনক্রম বা পদক্রম বা পদবিন্যাস,
  • বাক্যবিন্যাস।
  • বাক্যতত্ত্বের ভূমিকা ও বাক্য নির্মাণ
  • যতি চিহ্ন বা বিরাম চিহ্ন কী
  • কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন | ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন

বাক্যের শ্রেণিবিভাগ:

  • বাক্যের অংশগত বিভাগ বা বাক্য-বিভাজন

খণ্ডবাক্য :

  • খণ্ডবাক্যের প্রকারভেদ, উদাহরণ ও ব্যবহার।
  • খণ্ডবাক্য বাক্যতত্ত্ব

গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ :

অর্থানুসারে বাক্যের শ্রেণিবিভাগ :

বাক্যের গুণগত বিভাগ :

বাক্য-সংযোজন ও বাক্য-বিয়োজন :

  • বাক্য সংযোজন ও বাক্য বিয়োজন
  • বাক্য বিয়োজন

বাক্য-রূপান্তর :

  • যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর
  • সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর
  • জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর
  • সন্দেহদ্যোতক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর
  • অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর
  • প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর
  • অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর
  • প্রশ্নবোধক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর
  • নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর
  • অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর

উক্তি ও উক্তি পরিবর্তন :

  • উক্তির সংজ্ঞার্থ ও প্রকারভেদ | উক্তি পরিবর্তন
  • উক্তি পরিবর্তনের নিয়মাবলি,
  • কতিপয় গুরুত্বপূর্ণ উক্তি-পরিবর্তনের দৃষ্টান্ত

তৃতীয় পরিচ্ছেদ : বাচ্য ও বাচ্য পরিবর্তন :

  • বাচ্য,
  • বাচ্যের প্রকারভেদ,
  • বাচ্য পরিবর্তন,

যতিচিহ্ন বা ছেদচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার :

  • যতিচিহ্ন কী,
  • বিরাম চিহ্নের কাজ,
  • বিরাম চিহ্নের পরিচয়,
  • বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম ও প্রয়োগ,

বাগর্থতত্ত্ব বা শব্দার্থতত্ত্ব

বাগর্থতত্ত্ব বা শব্দার্থতত্ত্ব :

  • শব্দের অর্থ,
  • শব্দের অর্থ পরিবর্তন, শব্দের অর্থ পরিবর্তনের কারণ,
  • বাচ্যার্থ লক্ষ্যার্থ ব্যঙ্গ্যার্থ, অর্থ পরিবর্তনের নানা ধারা,
  • শব্দার্থতত্ত্ব | শব্দের অর্থ

অভিধান :

  • অভিধান কী ও কেন,
  • অভিধান প্রণয়ন,
  • অভিধান – নির্মাণ-কৌশল, বাংলা অভিধান, বাংলা অভিধানে শব্দ-ভুক্তির বৈশিষ্ট্য,
  • অভিধান ব্যবহারের নির্দেশিকা,

বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ :

  • কী ভুল লিখি, কেন লিখি? বানানের অশুদ্ধি,
  • বাক্যে পদের ব্যবহার, শব্দের অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগের জটিলতার বিভিন্ন নিয়ম ও ব্যবহার,
  • বাক্যে পদের অপপ্রয়োগ ও বিভিন্ন নিয়ম,

 

বাংলা বানান ও বানানের নিয়ম :

  • বানান সম্পর্কিত জ্ঞানের প্রয়োজন,
  • বাংলা বানান সংস্কার,
  • কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানানের নিয়ম

 

উচ্চারণ

  • ধ্বনি, ভাষা ও উচ্চারণ, বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন,
  • স্বরবর্ণের উচ্চারণের নিয়ম বা সূত্র,
  • ব্যঞ্জনবর্ণের উচ্চারণের নিয়ম বা সূত্র,
  • ব্যঞ্জনাতত্ত্ব ভাষা ও শিক্ষা

 

ছন্দ ও অলঙ্কার

ছন্দ :

  • ছন্দের সংজ্ঞার্থ
  • ছন্দ ও অলঙ্কার
  • বাংলা ছন্দের উপাদান বা পারিভাষিক শব্দের বিস্তৃত আলোচনা,
  • বাংলা ছন্দের শ্রেণিবিভাগ,
  • ছন্দোবিশ্লেষণ;
  • অক্ষরবৃত্ত ছন্দের অপর নাম ‘তানপ্রধান ছন্দ’
  • অক্ষরবৃত্ত ছন্দ
  • অক্ষরবৃত্ত নামকরণটি কি বিজ্ঞানসম্মত নয়
  • মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য | অক্ষরবৃত্ত ছন্দ
  • মাত্রাবৃত্ত ছন্দ
  • স্বরবৃত্ত ছন্দ
  • ধামালি | প্রাচীন বাংলা ছন্দোচিন্তার বিবর্তন
  • পয়ার | লাচাড়ি ছন্দ ও অলঙ্কার
  • অক্ষরবৃত্ত ছন্দের রূপকল্প বৈচিত্র্য
  • ছন্দোবিশ্লেষণ ছন্দ ও অলঙ্কার
  • ছন্দোবিশ্লেষণের নমুনা

 

অলঙ্কার :

  • অলঙ্কার
  • অলঙ্কার | অলঙ্কারের প্রয়োজনীয়তা | অলঙ্কারের প্রকারভেদ | ছন্দ ও অলঙ্কার
  • শব্দালঙ্কার ছন্দ ও অলঙ্কার
  • অর্থালঙ্কার ছন্দ ও অলঙ্কার
  • বিরোধমূলক অলঙ্কার

BanglaGOLN.com Logo 252x68 px Dark বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি

 

নির্মিতি

বিশিষ্টার্থক শব্দ

সমার্থক শব্দ বা প্রতিশব্দ :

  • বিশিষ্টার্থক শব্দ
  • সমার্থক শব্দ বা প্রতিশব্দের প্রয়োজন,
  • সমার্থক শব্দ বা প্রতিশব্দের নমুনা
  • বাক্যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
  • সমার্থক শব্দ বা সমার্থশব্দ বা প্রতিশব্দ | সমার্থক শব্দ বা প্রতিশব্দের প্রয়োজন

বিপরীতার্থক শব্দ :

  • বিপরীতার্থক শব্দ
  • বিপরীতার্থক শব্দের প্রয়োজন,
  • বিপরীতার্থক শব্দগঠনে লক্ষণীয় বিষয়,
  • কতিপয় গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দের উদাহরণ,
  • বিপরীত শব্দের আবশ্যকতা | বিপরীত শব্দ গঠন
  • বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ | বিপরীত শব্দের আবশ্যকতা

প্রায়-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ :

  • কতিপয় গুরুত্বপূর্ণ প্রায়-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের উদাহরণ

বাক্য-সংকোচন বা সংক্ষেপণ অর্থাৎ এককথায় প্রকাশ

  • বাক্য সংকোচনের নিয়ম ও দৃষ্টান্ত,
  • বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ [ এককথায় প্রকাশ]
  • কতকগুলো পদের বিশিষ্টার্থে প্রয়োগ

বাগধারা

বাগধারা কী,

  • বাগধারা ব্যবহারের ক্ষেত্র এবং প্রয়োজন,
  • বাগ্ধারা ব্যবহারের ক্ষেত্র
  • বাগ্ধারা কী

 

প্রবাদ-প্রবচন :

  • প্রবাদ-প্রবচন কী,
  • বিভিন্ন ভাষায় প্রবাদ,
  • প্রবাদ-প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা,
  • প্রবাদ প্রবচন ও বাগ্ধারা
  • প্রবাদ প্রবচনের জনপ্রিয়তার কারণ | প্রবাদের শ্রেণিকরণ

 

পারিভাষিক ও দাপ্তরিক শব্দের প্রয়োগবিধি

  • পরিভাষা বা পারিভাষিক শব্দ,
  • পরিভাষা ও শব্দের পার্থক্য, পরিভাষা ও বিদেশি শব্দের পার্থক্য,
  • বাংলা পারিভাষিক শব্দ প্রণয়নের প্রচেষ্টা,
  • পরিভাষার সংজ্ঞার্থ
  • পারিভাষিক শব্দের প্রয়োজন,

 

অনুবাদ

  • অনুবাদ কী ও এর প্রয়োজন,
  • ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম,

অনুচ্ছেদ রচনা

  • অনুচ্ছেদ রচনা কী | অনুচ্ছেদ রচনার প্রয়োজনীয়তা
  • অনুচ্ছেদ রচনায় লক্ষণীয় বিষয়
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • বাংলাদেশের জাতীয় পতাকা
  • দেশপ্রেম অনুচ্ছেদ রচনা
  • ফেসবুক অনুচ্ছেদ রচনা
  • রূপসী বাংলা (বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য)
  • খাদ্যে ভেজাল
  • বাংলাদেশের ভেষজ উদ্ভিদ

অভিজ্ঞতা বর্ণনা

  • অভিজ্ঞতা কী ও এর প্রয়োজন,
  • অভিজ্ঞতা বর্ণনা
  • অভিজ্ঞতা রচনা ।
  • একদিনের যানজটের অভিজ্ঞতা
  • ভ্রমণের অভিজ্ঞতা | নির্মিতি | ভাষা ও শিক্ষা
  • কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা
  • রেল ভ্রমণের অভিজ্ঞতা
  • একটি বণভোজনের অভিজ্ঞতা
  • মুক্তিযুদ্ধ জাদুঘরে একদিন
  • যে ঘটনা কখনো ভোলা যায় না
  • একদিন রিক্সায় চড়ার অভিজ্ঞতা

দিনলিপি লিখন

  • দিনলিপি কী ও এর প্রয়োজন,
  • দিনলিপি লিখন ।
  • একটি দিনের দিনলিপি
  • একাত্তরের দিনলিপি
  • বিজয়ের দিনলিপি ১৯৭১
  • একজন শিক্ষার্থীর দিনলিপি (১)
  • একজন শিক্ষার্থীর দিনলিপি (২)

ভাষণ

  • ভাষণ কী,
  • ভাষণের উদ্দেশ্য, প্রয়োজন এবং উপাদান
  • ভাষণের শ্রেণিবিভাগ,
  • ভাষণের কাঠামো বা ভাষণের বিষয়বস্তুর পর্যায়,
  • আলোচনা সভায় উপস্থাপনের জন্য ভাষণ
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি ভাষণ
  • শিক্ষাদান সম্পর্কিত একটি ভাষণ
  • সভার বক্তা হিসেবে ভাষণ
  • শীর্ষক সেমিনারের জন্য ভাষণ
  • পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ
  • প্রধান বক্তা হিসেবে ভাষণ রচনা
  • আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে ভাষণ রচনা
  • বিশ্ব মিতব্যয়িতা দিবস উপলক্ষে ভাষণ
  • বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তা হিসেবে ভাষণ
  • বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে একটি খসড়া ভাষণ
  • সর্বজনীন শিক্ষা সম্পর্কে ভাষণ
  • নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থাপনের জন্যে ভাষণ
  • রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে একটি ভাষণ
  • নিরক্ষরতা দূরীকরণকল্পে একটি ভাষণ রচনা
  • শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও তার প্রতিকার শীর্ষক সেমিনারে ভাষণ
  • শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বিষয়ে ভাষণ
  • পরিবেশদূষণ ও তার প্রতিকার সম্পর্কে টেলিভিশন ভাষণ
  • মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে ভাষণ রচনা
  • সাম্প্রদায়িক সহিংসতা অমার্জনীয় শীর্ষক আলোচনা সভার ভাষণ রচনা
  • যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার সম্পর্কিত ভাষণ
  • নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজন উপস্থাপনের জন্যে ভাষণ রচনা
  • যৌতুকের অভিশাপ বিষয়ে একটি ভাষণ
  • উন্নয়নে নারী সমাজের ভূমিকা সম্পর্কে মঞ্চ ভাষণ
  • জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কিত একটি ভাষণ
  • তরুণদের সচেতন করার লক্ষে ভাষণ
  • খাদ্যে ভেজাল তার কারণ ও প্রতিকার আলোচনা সভায় মঞ্চভাষণ
  • সন্ত্রাসমুক্ত সমাজ ও বাংলাদেশ সম্পর্কে ভাষণ
  • দুর্নীতির কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভার মঞ্চ ভাষণ
  • সড়ক দুর্ঘটনা তার কারণ ও প্রতিকার আলোচনা সভায় ভাষণ
  • ডেঙ্গুজ্বরের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে ভাষণ রচনা
  • কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নবাগত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে ভাষণ
  • পড়ার অভ্যাস গঠন বিষয়ক প্রধান অতিথির ভাষণ
  • গ্রন্থাগারের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ
  • সঞ্চয়ের অভ্যাস সম্পর্কে ভাষণ রচনা
  • মায়েদের সচেতন করতে ভাষণ
  • বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আহরণ ও সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভায় ভাষণ
  • ইভটিজিং প্রতিরোধে যুবসমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে ভাষণ রচনা
  • এইডস কী ? বাঁচতে হলে জানতে হবে আলোচনা সভায় মঞ্চ ভাষণ
  • আলোকিত মানুষ চাই শীর্ষক আলোচনা সভায় মঞ্চ ভাষণ
  • ইন্টারনেট এর গুরুত্ব বর্ণনা করে মঞ্চ ভাষণ রচনা
  • ছাত্র রাজনীতির একাল ও সেকাল সেমিনারে মঞ্চ ভাষণ

 

BanglaGOLN.com Logo 252x68 px White বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি

 

প্রতিবেদন :

  • প্রতিবেদন কী,
  • প্রতিবেদনের উদ্দেশ্য,
  • প্রতিবেদনের বৈশিষ্ট্য,
  • প্রতিবেদন রচনায় লক্ষণীয় বিষয়,
  • প্রতিবেদনের শ্রেণিবিভাগ, প্রতিবেদনের প্রয়োজন,
  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন
  • এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চেয়ে প্রতিবেদন
  • নগর উন্নয়ন বিষয়ে একটি প্রতিবেদন রচনা
  • যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে একটি প্রতিবেদন রচনা
  • এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন রচনা
  • পরীক্ষাকেন্দ্রের পরিবেশ সম্পর্কে প্রতিবেদন
  • কলেজের শিক্ষার পরিবেশ সম্পর্কে প্রতিবেদন রচনা
  • সমস্যায় জর্জরিত স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে প্রতিবেদন রচনা
  • স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সংবাদপত্রে প্রকাশের জন্যে প্রতিবেদন
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংবাদপত্রের জন্যে প্রতিবেদন
  • বন্যা দুর্গত এলাকার বিপর্যস্ত জনজীবনের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন
  • ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার বিপর্যস্ত জনজীবন সম্পর্কে প্রতিবেদন রচনা
  • বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন
  • দৈনিক সংবাদপত্রে লোডশেডিং-এর প্রতিকার চেয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন 
  • সন্ত্রাসী তৎপরতার দ্রুত প্রসারে জনজীবনের বেহাল অবস্থার উপর প্রতিবেদন
  • যুবসমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার সম্পর্কিত প্রতিবেদন 
  • আর্সেনিক দূষণ ভয়াবহ সমস্যা শিরোনামে প্রতিবেদন রচনা 
  • ক্যাবল টিভির সুফল ও কুফল সম্পর্কে একটি প্রতিবেদন রচনা 
  • বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন রচনা 
  • হরতাল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা 
  • সিডর/আইলা উপদ্রুত এলাকায় বিপর্যস্ত জনজীবনের বিবরণ দিয়ে প্রতিবেদন রচনা 
  • দুর্নীতি ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা | 
  • খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন 
  • শিশুশ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে একটি প্রতিবেদন রচনা 
  • লঞ্চ দুর্ঘটনা এবং প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন 
  • সড়ক দুর্ঘটনা সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন
  • ডেঙ্গুজ্বরের প্রকোপ কারণ ও প্রতিকার সম্পর্কে সংবাদ প্রতিবেদন 
  • মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে প্রতিবেদন 
  • শীতার্ত মানুষের দুঃসহ জীবন শিরোনামে প্রতিবেদন রচনা 
  • কলেজে বাংলা নববর্ষ উদযাপন আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রতিবেদন 
  • কলেজে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন 
  • কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিবেদন 
  • বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন 
  • পড়ার অভ্যাস গঠন বিষয়ে আলোচনাচক্র সম্পর্কিত প্রতিবেদন 
  • কলেজের ছাত্রাবাস সমস্যার ওপরে প্রতিবেদন 
  • যোগাযোগ মন্ত্রণালয়ের বরাবর সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রতিবেদন 
  • সড়ক দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন রচনা 
  • কলেজ গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন 
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০০৭ এর ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে প্রতিবেদন 

 

 

 

 

সারমর্ম, সারাংশ, সারসংক্ষেপ :

  • সারাংশ, সারমর্ম বা ভাবার্থ ও সারসংক্ষেপ
  • সারাংশ সারমর্ম রথম লেখার পদ্ধতি

সারমর্ম  নমুনা :

  • অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ
  • অধম রতন পেলে কি হইবে ফল
  • আঠারো বছর বয়সে আঘাত আসে
  • আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত
  • আমরা সিঁড়ি
  • আমার একার সুখ, সুখ নহে ভাই
  • আমার একূল ভাঙ্গিয়াছে যেবা আমি তার কূল বাঁধি
  • আমি আলো এবং অন্ধকারকে চিনি ফুল
  • আমি মরু কবি গাহি সেই বেদে বেদুঈনদের গান
  • আমি আলো এবং অন্ধকারকে চিনি ফুল
  • আমি মরু কবি গাহি সেই বেদে বেদুঈনদের গান
  • দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ
  • ইচ্ছা করে মনে মনে স্বজাতি হইয়া থাকি সর্বলোক সনে
  • এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়
  • এই সব মূঢ় ম্লান মূক মুখে
  • একদা ছিল না জুতা চরণ যুগলে
  • এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান
  • কতবার এল কত না দস্যু
  • কহিল গভীর রাত্রে সংসার বিরাগী
  • কহিল মনের খেদে মাঠ সমতল
  • ক্রন্দিছে নিখিল বন্দী
  • কিসের তরে অশ্রু ঝরে
  • কী গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ
  • কে তুমি খুঁজিছ জগদীশে ভাই
  • কে বলে তোমারে বন্ধু
  • কোথায় স্বর্গ ? কোথায় নরক?
  • খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে
  • গাহি তাহাদের গান
  • চাব না পশ্চাতে মোরা
  • জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
  • জলহারা মেঘখানি বরষার শেষে
  • জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা
  • জীবনে যত পূজা হলো না সারা
  • ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি
  • তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে
  • তোমারি ক্রোড়েতে মোর পিতামহগণ
  • থাকো স্বর্গ হাস্যমুখে
  • দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে
  • দাও ফিরে সে অরণ্য
  • দ্যাখ মানুষের কষ্ট থাকে না
  • বিধি নাই নাহিক বিধাতা
  • দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে
  • ধন্য আশা কুহকিনী
  • রুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে গন্ধ
  • নর কহে ধূলিকণা তোর জন্ম মিছে
  • নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল
  • নদী আর কালগতি একই সমান
  • নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
  • পরের কারণে স্বার্থ দিয়া বলি
  • পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে
  • পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস
  • বসুমতী কেন তুমি এতই কৃপণা
  • বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
  • বাড়ছে দাম অবিরাম
  • বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা
  • বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
  • বিশ্বজোড়া পাঠশালা মোর
  • বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়
  • মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন
  • মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
  • মোছ আঁখি মনে কর এ বিশ্বসংসারে
  • যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে
  • যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
  • রংহীন মিলহীন ভাষা এবং রাষ্ট্রে বিভক্ত
  • লক্ষ লক্ষ হা ঘরে দুর্গত
  • শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে
  • শৈশবে সদুপদেশ যাহার না রোচে
  • সন্ধ্যা যদি নামে পথে
  • সব ঠাঁই মোর ঘর আছে
  • সবারে বাসিব ভাল করিব না আত্মপর ভেদ
  • সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
  • স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালবাসে
  • হউক সে মহাজ্ঞানী মহা ধনবান
  • হাস্য শুধু আমার সখা
  • হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়
  • হে চিরদীপ্ত সুপ্তি ভাঙাও
  • হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান
  • হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন
  • হে মহাজীবন আর এ কাব্য নয়
  • হোক তবু বসন্তের প্রতি
  • হে রুদ্র নিষ্ঠুর যেন হতে
  • ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল
  • যেখানে এসেছি আমি আমি সেথাকার
  • অতীতকে ভুলে যাও

সারাংশ নমুনা :

  • স্ত্রীলোকদের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই
  • মহৎব্যক্তি শুধু উচ্চবংশেই জন্মগ্রহণ করিয়া থাকেন
  • অপরের জন্য তুমি প্রাণ দাও
  • অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময়
  • অমঙ্গলকে জগৎ থেকে হেসে উড়িয়ে দেবার চেষ্টা
  • অভ্যাস ভয়ানক জিনিস
  • দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের উপর নির্ভরশীল
  • আমরা যে কত শিক্ষালোভী
  • আমরা স্কুল কলেজে ছেলে পাঠাইয়া ভাবি
  • আকাঙ্ক্ষাকে শিশুকাল থেকেই কোমর বেঁধে আমরা খর্ব করি
  • স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার
  • লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই
  • এই সৌরজগৎ কিরূপে বিধি
  • বরফের পিণ্ড ও ঝরনার মধ্যে তফাত কোনখানে?
  • এটা স্মরণ রাখা কর্তব্য
  • রাজদণ্ড প্রয়োগ করতে সদাই প্রস্তুত
  • কথায় কথায় মিথ্যাচরণ
  • সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা
  • কিসে হয় মর্যাদা?
  • ক্রোধ মানুষের পরম শত্রু
  • ব্যক্তির চরিত্রের পরিচয়
  • ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায়
  • গান রাজনা শুনিতে ভাল লাগে না
  • বুলি মুখস্থ করাবার জন্য নয়
  • জীবনের বীজ বপনের সময়
  • জাতি শুধু বাইরের ঐশ্বর্যসম্ভার
  • জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে
  • জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ
  • জ্ঞান যে বাহুতে বল দেয়
  • তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও?
  • অতুল ঐশ্বর্যের অধিপতি
  • আমি কি সাধ করিয়া চোর হইয়াছি?
  • পৃথিবীতে জীবনের গৌরব
  • নিষ্ঠুর ও কঠিন মুখ শয়তানের
  • বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়
  • অট্টালিকা আজ পড় পড় হইয়াছে
  • আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি
  • প্রকৃত জ্ঞানের স্পৃহা
  • প্রাচীন যুগে জ্ঞানার্জন
  • বার্ধক্য তাহাই যাহা পুরাতন
  • জীবনের তাৎপর্য উপলব্ধি
  • শিক্ষার সহিত আনন্দ
  • বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ
  • ভবিষ্যতের ভাবনা ভাবাই হল জ্ঞানীর কাজ
  • মহাসমুদ্রের শত বৎসরের কাল্লোল
  • অর্থ অনর্থের মূল
  • মৃত্যুর হাত হইতে বাঁচিবার উপায়
  • মাতৃস্নেহের তুলনা নাই
  • মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী
  • জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা
  • মানুষের মূল্য কোথায়?
  • মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না
  • মানুষের জীবনে ভাষার স্থান
  • মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে
  • মানবজীবনের ধর্ম
  • সুখের অধিকার
  • জাতির জীবন অন্ধকার
  • প্রতিভাশালী হৃদয়ের কাছে সুর
  • রুপার চামচ মুখে নিয়ে জন্মায়
  • খেলায় যোগ দেবার অধিকার
  • শিক্ষা একমুখী হওয়া কিছু নহে
  • শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ কর
  • সকল প্রকার কায়িক শ্রম
  • গজের মাপে বিক্রয় করা হয় না
  • সমস্ত পৃথিবীর সঙ্গে ব্যবহার
  • সমাজের কাজ
  • সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া
  • স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা
  • সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকে না

 

 

ভাব-সম্প্রসারণ

  • ভাব-সম্প্রসারণ লেখার পদ্ধতি

 

কতিপয় গুরুত্বপূর্ণ ভাব-সম্প্রসারণের নমুনা।

  • অর্থই অনর্থের মূল
  • অর্থসম্পত্তির বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনো বিনষ্ট হয় না
  • সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি
  • অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে চেনা যায়
  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে
  • অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে
  • অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান
  • সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে
  • পুষ্প আপনার জন্য ফোটে না
  • আমার একার আলো সে যে অন্ধকার
  • আলো বলে অন্ধকার তুই বড় কালো
  • উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
  • রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
  • কত বড়ো আমি কহে নকল হীরাটি
  • কীর্তিমানের মৃত্যু নাই
  • কে লইবে মোর কার্য?’ কহে সন্ধ্যারবি
  • গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
  • চরিত্র মানুষের অমূল্য সম্পদ
  • চন্দ্ৰ কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে
  • চোর দোষী বটে, কিন্তু কৃপণ-ধনী তদপেক্ষা শতগুণে দোষী
  • সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
  • জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল
  • জাতীয় জীবনে সন্তোষ
  • জাল কহে পঙ্ক আমি উঠাব না আর
  • জীবে প্রেম করে যেই জন
  • জ্ঞানহীন মানুষ পশুর সমান
  • তাই আজ প্রকৃতির ওপর আধিপত্য নয়
  • তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
  • তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য-জাতির রোগ
  • দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
  • দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ
  • দশের লাঠি একের বোঝা
  • দাও ফিরে সে অরণ্য, লও এ নগর
  • দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে
  • দুঃখের মত এত বড় পরশপাথর আর নাই
  • দুঃখ যে পাপের ফল তাহা কে বলিল
  • দুধ-কলায় সমৃদ্ধ সোনার খাঁচা
  • দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য
  • দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ
  • ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়
  • ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে
  • নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
  • নাম মানুষকে বড় করে না
  • নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
  • নহে আশরাফ আছে যার শুধু বংশপরিচয়
  • নিরক্ষরতা দুর্ভাগ্যের প্রসূতি
  • পথ পথিকের সৃষ্টি করে না
  • পথের প্রান্তে আমার তীর্থ নয়
  • পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
  • প্রাণ থাকলেই প্রাণী হয়
  • প্রয়োজনে যে মরিতে প্রস্তুত
  • প্রয়োজনই উদ্ভাবনের জনক
  • প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন
  • প্রকৃত বীর একবারই মরে
  • প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম দুই-ই অসার্
  • পুণ্যে পাপে দুঃখে সুখে
  • ফুল ফোটাতে সবাই নাহি পারে
  • বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন
  • বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন
  • বিশ্রাম কাজেরই অঙ্গ একসাথে গাঁথা
  • বিশ্বের যা কিছু মহান সৃষ্টি
  • ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ
  • মনেরে আজ কহ যে
  • মঙ্গল করিবার শক্তিই ধন
  • মানুষকে ভুল করিতে না দিলে
  • মানুষ বাঁচে তার কর্মের মধ্যে
  • মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
  • মুকুট পরা শক্ত
  • মিথ্যা শুনিনি ভাই
  • মিত্রত্ব সর্বত্রই সুলভ
  • মেঘ দেখে কেউ করিসনে ভয়
  • যত বড় হোক ইন্দ্ৰধনু সে সুদূর আকাশে
  • যারে তুমি নিচে ফেল
  • যাহা চাই তাহা ভুল করে চাই
  • যাহারা তোমার বিষাইছে বায়ু
  • সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে
  • যে জাতি জীবনহারা অচল অসাড়
  • যে ব্যক্তি কাজ করে তাহারই ভ্রান্তি ঘটে
  • ধৈর্য ধর ধৈর্য ধর বাঁধ বাঁধ বুক
  • যে একা সেই সামান্য
  • রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম
  • রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
  • শুধাল পথিক সাগর হইতে কী অধিক ধনবান?
  • সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
  • সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
  • সবলের পরিচয় আত্মপ্রসারে
  • সমস্ত পাথর হলে মহামূল্য মণি
  • সাহিত্য জাতির দর্পণস্বরূপ
  • সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া
  • সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
  • স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভাল
  • স্বদেশের উপকারে নাই যার মন
  • সম্পদে যাঁদের ঠেকে না চরণ
  • স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
  • স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে
  • স্বার্থপরতা মানব জীবনের উন্নতির পথে
  • সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে
  • সে কহে বিস্তর মিছা
  • সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই
  • হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস
  • হে অতীত তুমি ভুবনে ভুবনে
  • ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
  • ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা
  • মনেরে আজ কহ যে
  • ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে
  • যাহারা তোমার বিষাইছে বায়ু
  • অনেক কিছু ভাবার চেয়ে অল্প কিছু করাও শ্রেয়
  • কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নেই
  • কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
  • কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ
  • কোথায় স্বর্গ কোথায় নরক
  • কার্পণ্য ও মিতব্যয়িতা এক কথা নয়
  • কৃপণ তদপেক্ষা শতগুণে দোষী
  • ছোট ছোট বালুকণা
  • জীবনের কাছ থেকে পালানো সহজ
  • জ্ঞান মানুষের মধ্যে সকলের চেয়ে বড় ঐক্য
  • তরুলতা সহজেই তরুলতা
  • বন থেকে জানোয়ার তুলে আনা যায়
  • বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
  • মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
  • যে জন দিবসে মনের হরষে
  • যেখানে দেখিবে ছাই
  • লোভে পাপ পাপে মৃত্যু
  • শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির
  • শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান
  • সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে
  • স্নেহের স্বভাব এই অকারণে অনিষ্ট
  • পরের অনিষ্ট চিন্তা করে যেই জন

 

BanglaGOLN.com Logo 252x68 px Dark বাংলা ভাষা ও ভাষার ব্যাকরণ শিক্ষা সূচি

 

পত্রলিখন

  • পত্র কী ও এর আবশ্যকতা

কতিপয় গুরুত্বপূর্ণ পত্র বা চিঠি নমুনা

  • জীবনের লক্ষ্য জানিয়ে পিতার কাছে চিঠি
  • একজন আদর্শ শিক্ষক হতে চাও জানিয়ে বন্ধুর কাছে চিঠি
  • পরীক্ষার প্রস্তুতির বেপারে জানিয়ে পিতাকে চিঠি
  • টাকা পাঠানোর জন্যে পিতার কাছে চিঠি
  • স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে পত্র
  • বন্ধুর পিতৃবিয়োগে সমবেদনা জানিয়ে পত্র
  • কলেজে তোমার শেষ দিনে মনের অবস্থা বর্ণনা করে চিঠি
  • কলেজের সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের বর্ণনা পত্র
  • কলেজের পুরস্কার বিতরণী উৎসবের বর্ণনা দিয়ে পত্র
  • কলেজে তোমার প্রথম দিনের বর্ণনা দিয়ে পত্র
  • নবীনবরণ উদযাপনের বিবরণ দিয়ে বন্ধুর নিকট পত্র
  • একুশে ফেব্রুয়ারি উদ্যাপনের কথা জানিয়ে বন্ধুকে পত্র
  • একুশের বইমেলা সম্পর্কে প্রবাসী বন্ধুকে চিঠি
  • পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি
  • নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে পত্র
  • শ্রমের মর্যাদা সম্পর্কে উপদেশ দিয়ে ছোট ভাইকে চিঠি
  • নিয়মিত লেখাপড়া করার উপদেশ দিয়ে ছোট বোনের কাছে পত্র
  • ছোট ভাইকে বিজ্ঞান পড়ার উৎসাহ দিয়ে চিঠি
  • দেশে বিজ্ঞানচর্চার আবশ্যকতা বুঝিয়ে বন্ধুকে চিঠি
  • নোবেল শান্তি পুরস্কার ২০০৬ প্রসঙ্গে প্রবাসী বন্ধুর কাছে পত্র
  • ছাত্রজীবনে শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইয়ের কাছে চিঠি
  • মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে উপদেশমূলক পত্র
  • হোস্টেল জীবনের অভিজ্ঞতা জানিয়ে বড় ভাইয়ের কাছে পত্র
  • স্বাধীনতা উৎসবের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র
  • কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি
  • গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র
  • ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় পরামর্শ জানিয়ে ছোট ভাইকে পত্র
  • বন্যায় ত্রাণ কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বিদেশি বন্ধুর কাছে পত্র
  • পরীক্ষার ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে কী করতে চাও জানিয়ে বন্ধুর কাছে চিঠি
  • আদর্শ দেশকর্মী হতে চাও এ-মর্মে পিতার কাছে পত্র
  • মহানগরীর পরিবেশ দূষণ সম্পর্কে বন্ধুকে চিঠি
  • বাংলাদেশের পুরাকীর্তির বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর পত্র
  • ঐতিহাসিক স্থানের বিবরণ দিয়ে বন্ধুকে পত্র
  • মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি
  • বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি
  • বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর কাছে চিঠি

নিমন্ত্রণ পত্র

  • নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা
  • কলেজে বার্ষিক মিলাদ অনুষ্ঠানের দাওয়াত পত্র রচনা
  • কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আমন্ত্রণপত্র
  • বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র
  • কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে নিমন্ত্রণ পত্র
  • বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র
  • শিক্ষা সপ্তাহে একজন খ্যাতিমান সাহিত্যিককে আমন্ত্রণ জানিয়ে পত্র
  • নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র
  • রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র
  • কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র
  • বড় বোনের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পত্র
  • বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষ থেকে সাধারণ নিমন্ত্রণপত্র
  • মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি রচনা
  • স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে স্মারকলিপি
  • সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের উদ্দেশে স্মারকলিপি

মানপত্র ,অভিনন্দন পত্র, বিদায়সংবর্ধনা, শ্রদ্ধাঞ্জলি

  • মানপত্র ,অভিনন্দন পত্র, বিদায়সংবর্ধনা, শ্রদ্ধাঞ্জলি
  • নবীনবরণ উপলক্ষে অভিনন্দনপত্র
  • শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মানপত্র রচনা
  • বিশিষ্ট ব্যক্তির আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র
  • কলেজের অধ্যক্ষের বিদায় উপলক্ষে মানপত্র রচনা
  • অধ্যাপকের যোগদান উপলক্ষে মানপত্ৰ রচনা
  • মন্ত্রীর আগমন উপলক্ষে অভিনন্দন পত্র
  • বরেণ্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে অভিনন্দন পত্র

আবেদন পত্র

  • বৈষয়িক বা ব্যবহারিক পত্র
  • ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের আবেদন জানিয়ে আবেদনপত্র
  • তিন দিনের নৈমিত্তিক ছুটি প্রার্থনা করে আবেদনপত্র
  • ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন জানিয়ে পৌরসভার চেয়ারম্যানের কাছে দরখাস্ত
  • বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন পত্র
  • শিক্ষাসফরে প্রেরণের আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে দরখাস্ত
  • এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র
  • আর্সেনিক পরীক্ষা করে দেখার জন্যে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদনপত্র
  • মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র
  • পত্রিকায় অভিজ্ঞ সহকারী শিক্ষকের পদের প্রার্থী হিসেবে একটি দরখাস্ত
  • ব্যবস্থাপক পদের জন্যে যোগ্যতার বিবরণ দিয়ে একটি দরখাস্ত
  • সড়ক দুর্ঘটনা রোধের ব্যাপারে পরামর্শ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র
  • লোডশেডিং এর প্রতিকার চেয়ে দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
  • বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্যে আবেদনপত্র
  • শহরের যানজট নিরসনের জন্যে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
  • রাস্তা সংস্কারের আবশ্যকতা ব্যাখ্যা করে পত্রিকায় প্রকাশের জন্য পত্র
  • শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির অবসানকল্পে যুক্তি প্রদর্শন করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
  • এলাকায় সন্ত্রাসীর উপদ্রব সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
  • যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি
  • ইভটিজিং এর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র
  • এলাকায় ছিনতাইয়ে উদ্বেগ প্রকাশ করে পদক্ষেপ গ্রহণের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র
  • মশার উপদ্রব নিবারণের সহায়তা কামনা করে সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র রচনা
  • বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র রচনা
  • ত্রাণ বিতরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের লক্ষে সম্পাদকের কাছে চিঠি
  • এলাকার ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের কাছে চিঠি
  • কৃষি শিক্ষার গুরুত্ব ব্যক্ত করে পত্রিকায় প্রকাশের জন্যে পত্র রচনা
  • বিশুদ্ধ পানীয় জলের অভাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যে সংবাদপত্রে পত্র
  • নিরক্ষরতা এক অভিশাপ সম্পর্কে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র রচনা
  • মাদকাসক্তির কুফল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র
  • আত্মঘাতী বোমাবাজি এবং তার প্রতিকার সম্পর্কে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র
  • মেলামাইন মিশ্রণের বিপদ সম্পর্কে দৈনিক সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র রচনা
  • প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধের জন্য পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র
  • ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত পত্র
  • রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হারানো মালের ক্ষতিপূরণ দাবি করে পত্র
  • ক্রীড়া সামগ্রীর মূল্য তালিকা চেয়ে প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে পত্র
  • ভি. পি. ডাকযোগে বই সরবরাহের অনুরোধ জানিয়ে পুস্তক প্রকাশকের উদ্দেশ্যে চিঠি 

বৈদ্যুতিক চিঠি ও ক্ষুধে বার্তা লিখন

  • বৈদ্যুতিক চিঠি ও খুদে বার্তা লিখন
  • বৈদ্যুতিক চিঠি বা ই-মেইল ব্যবহারের জন্য কতিপয় প্রয়োজনীয় সফট্ওয়্যার
  • বাংলায় বৈদ্যুতিক চিঠি বা ই-মেইল করা
  • বৈদ্যুতিক চিঠি বা ই-মেইল গ্রহণ এবং উত্তর করা
  • বৈদ্যুতিক চিঠির আঙ্গিক গঠন
  • ই-মেইলের সুবিধা
  • খুদে বার্তা বা এসএমএস
  • খুদে বার্তা লিখন ও প্রেরণ
  • খুদে বার্তার সুবিধা

সংলাপ রচনা

  • সংলাপ কী?
  • সংলাপ রচনায় লক্ষণীয় বিষয়
  • দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর সংলাপ
  • ভবিষ্যৎ জীবন নিয়ে দুই পরীক্ষার্থী বন্ধুর সংলাপ
  • গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়া নিয়ে দু বন্ধুর সংলাপ
  • বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ
  • সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর সংলাপ
  • কাল্পনিক সংলাপ অচেনা আগন্তুক
  • রসাত্মক সংলাপ
  • নারীশিক্ষা নিয়ে দু বান্ধবীর সংলাপ

খুদ গল্প রচনা

  • খুদে গল্প লিখন
  • গল্প লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়
  • সওগাত লিপিকা
  • সুলেখার বাবা
  • বন্ধুত্বের পরিচয়
  • ষোল আনাই বৃথা
  • দরিদ্র চরিত্রবান যুবকের স্বনির্ভরতার প্রয়াস সাফল্য লাভ
  • অন্ধ ফেরিওয়ালা
  • দেশপ্রেমিক খুদে গল্প

 

আরও দেখুনঃ

  • গণমাধ্যম রচনা । Essay on Mass media । প্রতিবেদন রচনা
  • দীপাবলি রচনা । Essay on Diwali । প্রতিবেদন রচনা
  • সৈয়দ শামসুল হক | বাঙালি সাহিত্যিক, কবি, উপন্যাসিক, নাট্যকার, চিত্রনাট্যকার, অনুবাদক
  • তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ রচনা । Essay on Information and Bangladesh । প্রতিবেদন রচনা
  • স্বাধীনতা দিবস রচনা [ shadhinota dibosh rocona ]

Leave a Comment