ব্যাকরণ পাঠের গুরুত্ব

ব্যাকরণ পাঠের গুরুত্ব নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি ভাষা ও শিক্ষা সিরিজের ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব বিভাগের একটি পাঠ।

ব্যাকরণ পাঠের গুরুত্ব

ব্যাকরণ পাঠের গুরুত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ড. মুহম্মদ এনামুল হক বলেছেন, ‘আলো, জল, বিদ্যুৎ, বাতাস প্রভৃতি সম্বন্ধীয় বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্য না জানিয়াও মানুষ বাচিয়াছে, বাঁচিতেছে ও বাঁচিবে। কিন্তু, তাই বলিয়া ঐ সমস্ত বস্তুর বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যকে মানুষ অস্বীকার করিয়া বর্তমান সভ্যতার গগন-বিচুম্বী। সৌধ নির্মাণ করিতে পারে নাই। ব্যাকরণ না জানিয়াও ভাষা চলিতে পারে; কিন্তু ভাষাগত সভ্যতা না হউক, অন্তত ভব্যতার পত্তন বা সমৃদ্ধি হইতে পারে না। এই জন্যই শিক্ষিত ব্যক্তির পক্ষে ব্যাকরণ-সম্বন্ধীয় সাধারণ জ্ঞানের সঙ্গে বিশেষ জ্ঞানও আবশ্যক।’

একটি ভাষা সকলের পরিপূর্ণ আন লাভ করতে হলে সেই ভাষার ব্যাকরণ পাঠের গুরুত্ব অপরিসীম, কারণ-

১। ব্যাকরণ কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্য নিরূপণ করে। যে কোনো ভাষার বিধি-বিধানের নিয়ামক হল ব্যাকরণ। তাই ব্যাকরণকে ‘ভাষা সংবিধান’ বলা হয়।

২। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন-প্রকৃতি ও সেসবের সুষ্ঠ ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময়- অশুদ্ধি অনুদ্ধি নির্ধারণ সহজ হয়। তাই বলা হয়েছে, “ভাষা ব্যাকরণের গঠিত হয় না, গঠিত ভাষার নিয়মাদি নির্ধারণ ব্যাকরণের কর্তব্য।’

৩। ভাষার সৌন্দর্য অনুধাবনের জন্যেও সেই ভাষার ব্যাকরণ পাঠ অবশ্য কর্তব্য।

৪। সাহিত্যরসিকদের মতে সাহিত্যের রস আস্বাদন করতে হলে পুরোপুরি সে রস গ্রহণ করতে হয়, ব্যাকরণ সে রস গ্রহণের সহায়ক। ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ-অলঙ্কার বিষয়েও জ্ঞান লাভ করা যায়।

৫। ব্যাকরণের তত্ত্ব ও তথ্য সম্পর্কে উপযুক্ত জ্ঞান না থাকলে ভাষাগত আদর্শ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। তখন উন্নত ভাবের বাহনরূপে ভাষাকে ব্যবহার করে উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করা যায় না।

৬। ব্যাকরণ পাঠে ভাষা ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য  সেচ্ছাচারিতা রোধ হয়, ফলে ভাষার বিশুদ্ধতাও রক্ষা পায়।

৭। ভাষার সামগ্রিক রূপকে বোধের উপযোগী করে তোলা ব্যাকরণ শিক্ষার লক্ষ্য। বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও একই

কথা প্রযোজ্য।

 

অতএব ভাষাপ্রয়োগের জন্য এবং ভাষার সৌন্দর্য সম্পাদনের রীতি-নীতি (যেমন— ধ্বনি, শব্দ, ছন্দ, বাক্য, অসরকার, বাগধারা প্রভৃতি) জানা ও প্রয়োগের জন্য ব্যাকরণ-জ্ঞান অপরিহার্য। তবে একটি কথা স্মরণ রাখতে হবে— ভাষা আগে, পরে ব্যাকরণ। অতএব ব্যাকরণ পাঠের প্রয়োজন আমাদের আছে বটে, কিন্তু এর দ্বারা আচ্ছন্ন হলে চলবে না।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Leave a Comment