ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ – বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায়নের গুরুত্বপুর্ন অংশ। আজকে আমরা ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ – বাংলা ব্যাকরণ জানবো।
ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ
ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ বিষয়টি জানা বাংলা ভাষার ব্যাকরণ অধ্যয়নের গুরুত্বপূর্ণ অংশ। এই পোষ্টটি এসএসসি স্তরের শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (SSC Bangla 2nd Paper), অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (Class 9 Bangla 2nd Paper) এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতিতে (Class 10 Bangla 2nd Paper) সহায়তা করবে। পাশাপাশি এইচএসসি শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (HSC Bangla 2nd Paper), অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (Class 9 Bangla 2nd Paper) এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতিতে (Class 10 Bangla 2nd Paper) সহায়তা করবে। পাশাপাশি এই পোষ্টটি পলিটেকনিক (Polytechnic Bangla) এর বাংলা (৬৫৭১১) বিষয় এ শিক্ষার্থীদের সহায়তা করবে।
ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ বা প্রকারভেদ :-
ব্যঞ্জনধ্বনির -প্রকারভেদ প্রধানত তিন ভাগে বিভক্ত। যথা :-
- স্পর্শধ্বনি,
- অন্তঃস্থ ধ্বনি এবং
- উষ্মধ্বনি।
আবার অন্যদিকে উচ্চারণস্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেনীবিভাগকে পাঁচটি বিভাগে বিভক্ত করা যায়। যেমন –
- কণ্ঠ্য বা জিহ্বামূলীয় ধ্বনি
- তালব্যধ্বনি
- মূর্ধন্যধ্বনি
- দন্ত্যধ্বনি
- ওষ্ঠ্যধ্বনি
এখন প্রশ্ন হলো এই সব ব্যঞ্জনধ্বনি বলতে কি বুঝায়? তা আলোচনা করা। এছাড়া রয়েছে আরও অনেক তথ্য, যা নিম্নে উল্লেখিত ভিডিওতে তুলে ধরা হয়েছে।
ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ:
আরও দেখুন:
- সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা বাক্যের গুণ | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা
- বাক্য বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা