বিশিষ্ট ব্যক্তির আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র | অভিনন্দন পত্র | ভাষা ও শিক্ষা

বিশিষ্ট ব্যক্তির আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র | অভিনন্দন পত্র | ভাষা ও শিক্ষা , ঐতিহাসিকভাবে, চিঠির প্রচলন ছিল প্রাচীন ভারত, প্রাচীন মিশর, সুমের, প্রাচীন রোম, মিশর এবং চীনে, এবং এই ইন্টারনেটের যুগেও এর চল বর্তমান। সতের ও আঠারো শতকে চিঠি লেখা হতো স্ব-শিক্ষার জন্য। চিঠি ছিল পাঠচর্চা, অভিজ্ঞতা বর্ণনা করা, বিতর্কমূলক লেখা বা সমমনা অন্যদের সাথে আইডিয়া বিনিময়ের পদ্ধতি।

 

বিশিষ্ট ব্যক্তির আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র | অভিনন্দন পত্র | ভাষা ও শিক্ষা

বিশিষ্ট ব্যক্তির আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র

বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব ‘ক’ এর …… ..কলেজে আগমন উপলক্ষে

প্রাণঢালা অভিনন্দন

হে প্ৰিয় কবি,

আজ আপনার শুভাগমনে আমাদের তরুচ্ছায়া স্নেহসিক্ত কলেজে সাহিত্যানুরাগী জীবনযাত্রায় অকৃত্রিম কলতান উঠেছে। বাতাসের মনোহর সুরভি আলতো আবেশে ঘোষণা করছে আপনার আগমনধ্বনি। স্বাগত আপনাকে, আপনি গ্রহণ করুন আমাদের আন্তরিক অভিবাদন।

হে মহান অতিথি,

আপনার সাহচর্যে আজ আমরা আনন্দে আত্মহারা। আপনাকে পেয়ে আমরা এ মুহূর্তে সব কিছু ভুলে গেছি, এমনকি আপনার কাব্যকেও। সত্যিই মনে হচ্ছে—

“তোমার কীর্তির চেয়ে তুমি মহৎ।

_তুমি প্রকৃত ক্ষণজন্মা পুরুষ।

আপনার মতো মহান কবির শুভ পদার্পণে অনেকদিন পর আর একবার ধন্য হল এর মাটি ও মানুষ।

হে প্রজ্ঞাবান,

আপনার ভাষা ও বাণীবদ্ধতায় রয়েছে সুগভীর জীবনদর্শনের সংমিশ্রণ। আপনি জীবনকে দেখেছেন অতি কাছাকাছি। থেকে। তাই তো আপনি মানুষের আত্মার আত্মীয়, জনপদের অতি ঘনিষ্ঠ। সত্য আর সুন্দরের আরাধনায় আপনার সাফল্য আমাদের ভাষা ও দেশের জন্য পরম গৌরবের। আপনার কবিতার মধ্য দিয়ে এদেশের প্রকৃতি ও মানুষ যেভাবে প্রতিফলিত হয়ে ওঠে তাতে আমরা আমাদের নিজেদের আরও নিবিড়ভাবে চিনে নিতে পারি। আপনার কবিতার সঙ্গে যেটুকু পরিচয় তাকে আরো ঘনিষ্ঠ করার সুযোগ এসেছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। তাই বলতে হয়— ‘অপমান তব করিব না আজ করিয়া নান্দী পাঠ। ‘

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

হে প্ৰগতিশীল সংগ্রামী কণ্ঠ,

স্বাধীনতার তিন দশক পরেও আমাদের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক শান্তি ও স্থিতি অর্জিত হল না। দুর্নীতি, অন্যায়, অবিচার ও স্বার্থপরতার কারণে গোটা জাতির অস্তিত্ব আজ বিপন্নপ্রায়। জাতির এ দুর্দিনে আপনার বলিষ্ঠ লেখনী প্রগতিশীল চিন্তাধারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করবে, সত্যানুসন্ধানের পথ দেখাবে। তাই শ্রদ্ধা জানাই আপনার এ স সুন্দর ও সংগ্রামী সাধনাকে। আপনার লেখনী সুস্থ ও সবল থেকে সবরকমের কলুষকালিমাকে দূর করে মানুষের অন্তরে এনে দিক কাব্যের অমিয়ধারা— এ আমাদের একান্ত কামনা।

 

বিশিষ্ট ব্যক্তির আগমন উপলক্ষে একটি অভিনন্দন পত্র | অভিনন্দন পত্র | ভাষা ও শিক্ষা

 

হে কবি,

সবকিছুর ঊর্ধ্বে আপনার যে পরিচয় সেটি হল আপনি যথার্থই কবি। যে কবিহৃদয় অসীমের আনন্দ খুঁজে বেড়ায়, কবির হৃদয়ে অপার আনন্দ-বেদনায় নিত্য ভাবের কুসুম ফোটে, আপনি ধারণ করেছেন সেই কবি-চিত্ত। আপনি আকাশে মেঘের ভেলা ভাসান, মরুতে প্রস্ফুটিত পদ্মের কল্পনা করেন, আপনার স্বপ্নের পাখিরা পৃথিবীর আকাশ থেকে জন্ম নেয়। আপনার কবিচিত্তে সে প্রেরণার সুরধ্বনি নিত্য বেজে যায়, তার উৎস কখনও খুব সাধারণ মেয়ে এবং কখনও আবার মেঘরাজ্যের রংধনু-কন্যা। তাই তো আপনি কবি। আপনার ভাবের এ ললিত সম্মোহনী বার বার বলে যায়- “বাংলা তোমার, তুমি বাংলার’। আপনার এ কবিহৃদয়ে ও কাব্য-রাজ্যের কাছে আমাদের অনেক প্রত্যাশা।

হে সুজন,

আপনার শুভাগমনে আমরা একটি ছোট্ট সাহিত্যসভার আয়োজন করেছি। এ আয়োজনে নানা ত্রুটি-বিচ্যুতি থাকা অস্বাভাবিক কিছু নয়। আপনি এ বাইরের আয়োজন বাদ দিয়ে আমাদের অন্তরের প্রীতি ও শ্রদ্ধা গ্রহণ করেন। পরিশেষে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কাছে আপনার স্বাস্থ্য, শতায়ু ও সুখকর জীবন কামনা করি। আপনার কাব্য চর্চায় দেশ ও জাতি গৌরবান্বিত হোক— এ আমাদের প্রত্যাশা।

শ্রদ্ধাবনত

কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, ঢাকা।

ঢাকা

০৫ আগস্ট, ২০০০

 

 

 

 

আরও দেখুনঃ

২৬শে মার্চ, স্বাধীনতা দিবস রচনা [ 26 March, Shadhinota Dibosh Rocona ]

Leave a Comment