পৃথিবীর বিলুপ্ত ভাষা পর্ব ১ – যখন কোন ভাষার শেষ বক্তা মৃত্যুবরণ করেন তখন সে ভাষাটিকে মৃত বা বিলুপ্ত ভাষা হিসেবে গণ্য করা হয়। অনেক ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যাওয়া ভাষার পুনরুজ্জীবন ঘটেছে। ৭০ খৃষ্টাব্দে হিব্রু ভাষার মৌখিক ব্যবহার বন্ধ হয়ে যায়। ১৯ শতকে এসে এলিজার বেন ইয়েহুদা (১৮৫৮-১৯২২)’র প্রচেষ্টায় দৈনন্দিন কাজে হিব্রু ভাষার ব্যবহার নতুন করে শুরু হয়।
বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় ৭০ লাখ মানুষ হিব্রু ভাষায় কথা বলেন। পৃথিবী থেকে কতগুলো ভাষা এখন পর্যন্ত বিলুপ্ত হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই কারো কাছে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্যে ভিন্নতা রয়েছে। এখানে ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির স্বায়ত্তশাষিত গবেষণা সংস্থা ইনষ্টিটিউট ফর ল্যাংগুয়েজ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি’ (আইএলআইটি) এর তথ্য ব্যবহার করা হয়েছে। আইএলআইটি এ পর্যন্ত ৫৭৩টি বিলুপ্ত ভাষাকে সনাক্ত করেছে।
পৃথিবীর বিলুপ্ত ভাষা পর্ব ১
ভাষার নাম: আবিপন (Abipon)
ভাষা পরিবার: মাতাকো-গুয়ায়কুরু
এলাকা: আর্জেন্টিনা
বিলুপ্তির সময়কাল: ১৭৭০
—————————-
ভাষা পরিবার অ্যালজিক
(অ্যালগনকুইয়ান-রিটবান) এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র
বিলুপ্তির সময়কাল: ২০০০
—————————-
ভাষার নাম: আবিশিরা (Abishira)
ভাষার পরিবার: নির্ণয় করা যায়নি
এলাকা: পেরু
বিলুপ্তির সময়কাল: এথনোলগ এবং লিংগুয়িস্ট লিস্টের হিসাবে এ ভাষা বিলুপ্ত। ২০১০ সালে ইউনেস্কোর মতে, এ ভাষার ২ জন বক্তা জীবিত আছেন।
—————————-
ভাষার নাম: ইস্টার্ন অ্যাবেনাকি
(Eastern Abenaki)
(রেড ইন্ডিয়ানদের ভাষা)
ভাষা পরিবার অ্যালজিক (অ্যালগনকুইয়ান-রিটবান) এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র বিলুপ্তির সময়কাল: ২০০০
—————————-
আকরোয়া (Akroa) ভাষা পরিবার: ম্যাকরো জি এলাকা: ব্রাজিল এবং প্যারাগুয়ের আদিবাসী ইন্ডিয়ান বিলুপ্তির সময়কাল: জানা যায়নি আদাই (Adai) ভা. প: নির্ণয় করা যায়নি এলাকা: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা এবং টেক্সাসে বসবাসকারী আদিবাসী ইন্ডিয়ানদের ভাষা বিলুপ্তির সময়কাল: উনিশ শতকের আগ পর্যন্ত জীবিত ছিল
আয়েকুইয়ান (Aequian)
ভা. প: ইন্দো-ইউরোপীয়
এলাকা: পূর্ব-মধ্য ইতালির আলবান পাহাড়ের এলাকার ভাষা
বিলুপ্তির সময়কাল: খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে ৩০৪ খ্রিস্টপূর্বাব্দ সময়কালে এ ভাষা জীবিত ছিল
—————————-
আমু থারনয়ালু (Aghu Tharnggalu)
ভা. প: পামা-নিয়ুনগান
এলাকা: অস্ট্রেলিয়া
বি. স.: জানা যায়নি।
—————————-
আঘবান (Aghwan)
ভা. প. নাখ-দাগেস্তানিয়ান
এলাকা ককেশিয়ান আলবেনিয়া (বর্তমানের দক্ষিণ দাগেস্তান থেকে আজারবাইজান)
বি. সময়কাল: ৬ষ্ঠ-৮ম শতকে এ ভাষা জীবিত ছিল। আধুনিক উডি (Udi) ভাষার জননী বলা হয় আঘবানকে
—————————-
আগতা দিকামায় (Agta Dicamay)
ভা. প. অস্ট্রোনেশীয়
এলাকা: ফিলিপাইন
বি. স. জানা যায়নি
—————————-
আগুয়ানো (Aguano)
ভা. প. নির্ধারিত হয়নি
এলাকা: পেরু
বি. স: জানা যায়নি
—————————-
আহোম (Ahom)
ভা. প. তাই-কাদাই
এলাকা: ভারত
বি. স: আনুমানিক ২০০০ খ্রিস্টাব্দ আজাবা (Ajawa)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: নাইজিরিয়া
বি. স: জানা যায়নি
—————————-
আকা-বিয়া (Aka-Bea)
ভা. প. আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আকা- বো (Aka-Bo)
ভা. প. আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আকা-কারি (Aka-cari)
ভা. প. আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আকা-জেরু (Aka-Jeru)
ভা. প: আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আকা-কেদে (Aka-kede)
ডা. প: আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আকা-কোল (Aka-kol)
ভা. প: আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আকা-কোরা (Aka kora)
ভা. প: আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আকা-বালে
ভা. প: আন্দামানীয়
এলাকা: ভারত
—————————-
আক্কাদিয়ান (Akkadian)
ভা. প: আফ্রো-এশীয়
এলাকা: মধ্যপ্রাচ্যের প্রাচীন জনপদে প্রাচীন মেসোপটেমিয়া
বি. স. খ্রিস্টপূর্ব তিন হাজার বছর থেকে ১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষা ব্যবহার হতো।
—————————-
আলানিক (Alanic)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: এ ভাষাটি ছিল এশিয়া থেকে আগত আলান নামের পশুপালন ও যাযাবর জাতির। এরা ৪০৯ খ্রিস্টাব্দে এশিয়া থেকে বর্তমান ইবেরিয়া উপদ্বীপের কাছে এসে হাজির হয়। ৫ম খ্রিস্টীয় শতকে এরা বহিঃশত্রুর আক্রমণে জাতিচ্যুত হয়।
—————————-
ক্যারোলিনা অ্যালগনকুইয়ান (Carolina Algonquian)
ভা. প. অ্যালানকুইয়ান রিটবান (রেড ইন্ডিয়ানদের ভাষা)
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (নর্থ ক্যারোলিনা)
বি. স. অষ্টাদশ শতক
—————————-
ইয়াকুইনা (Yaquina) (আলসিয়া)
ভা. প. সঠিকভাবে নির্ণয় করা হয়নি
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (রেড ইন্ডিয়ান ভাষা)
বি. স. ১৯৪০-এর পর।
—————————-
অ্যামোনাইট (Ammonite)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: মধ্যপ্রাচ্য (বর্তমানে জর্ডান)
বি. স: খ্রিস্টপূর্ব ৫ম শতক
—————————-
আনদাকুই (Andaqui)
ভা. প. সঠিকভাবে নির্ণয় করা হয়নি
এলাকা: কলম্বিয়া
বি. স: জানা যায়নি
—————————-
আনদোয়া (Andoa)
এলাকা: পেরু
অ্যাংলো নরম্যান (Anglo-Norman)
এলাকা: ইংল্যান্ড
বি.স. ১২ থেকে ১৫ শতকে জীবিত ছিল
—————————-
আনসেরমা (Ancerma)
ভা. প: জানা যায়নি
এলাকা: কলম্বিয়া
—————————-
অ্যাপালাচি (Apalache)
ভা. প: মাসকোজিন
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (১৭ শতকে উত্তর ফ্লোরিডায়)
—————————-
অ্যাকুইতানিয়ান (Aquitanian)
ভা. প. বাসকিউ
এলাকা: স্পেন, ফ্রান্স
—————————-
আন্দালুসীয় আরবি (Andalusian Arabic)
ভা. প: আফ্রো-এশীয়
এলাকা: আল-আন্দালুস; ইবেরিয়ান উপদ্বীপ (বর্তমানে স্পেন, পতুর্গাল)
—————————-
আরামায়িক, জিউশ ব্যাবিলনিয়ান (Jewish Babylonian Aramaic)
ভা. প.: আফ্রো-এশীয়
এলাকা: ইরাক
—————————-
আরামায়িক, জিউশ প্যালেস্টানিয়ান (Jewish Palestinian Aramaic)
ভা. প: ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: প্রাচীন প্যালেস্টাইন
বি. স. খ্রিস্টপূর্ব ৭ম শতক
—————————-
রাজকীয় আরামায়িক (Impenial Aramaic)
ভা. প. ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: আমিরীয় সভ্যতার অন্যতম
ভাষা এবং পারস্য সাম্রাজ্যের রাজকীয় ভাষা
বি. স: খ্রিস্টীয় ৭ম থেকে ৩য় শতক
—————————-
প্রাচীন আরামায়িক (Old Aramaic)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: সিরিয়া
বি. স: ৮৫০ থেকে ৭০০ খ্রিস্টপূর্বাব্দ সময়কালে জীবিত ছিল
—————————-
সামারিটান আরামায়িক (Samaritan Aramaic)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: ইসরায়েল, প্যালেস্টাইনের পশ্চিমতীর ও গাজা
—————————-
আরানামা-তামিক (Aranama-Tamique)
ভা. প. নির্ণয় করা হয়নি।
এলাকা: টেক্সাসে ব্যবহৃত আদিবাসী রেড ইন্ডিয়ানদের ভাষা বি. স. উনিশ শতকের শেষদিকে
—————————-
আরারা, মাতো গ্রোসো (Arara, mato Grosso)
ভা. প. নির্ণয় করা হয়নি
এলাকা: ব্রাজিল
—————————-
আরিবাতসা (Aribwatsa)
ভা. প. অস্ট্রেনেশীয়
এলাকা: পাপুয়া নিউগিনি
—————————-
আরিকেম (Arikem)
ভা. প. তুপিয়ানা
এলাকা: ব্রাজিল
—————————-
আরিন (Arin)
ভা. প. ইয়েনিসেইয়ান
এলাকা: রাশিয়া
বি. স. ১৮ শতকের পরবর্তীকাল
—————————-
আরমা (Arma)
ভা. প. চোকোয়ান
এলাকা: কলম্বিয়া
—————————-
আরমাজিক (Armazic)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: ককেশাস অঞ্চল
বি. স. ১ম এবং ২য় খ্রিস্টীয় শতকে ব্যবহৃত হতো
—————————-
ক্লাসিক্যাল আর্মেনীয় (Classical Armenian)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: আর্মেনিয়ার উচ্চভূমি
বি. স. খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে শুরু হয় এ ভাষার ব্যবহার। এর আধুনিক রূপটি এখনও জীবিত আছে
—————————-
মধ্য আর্মেনীয় (Middle Armenian)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: আর্মেনিয়ার পূর্বাঞ্চল
বি. স. ১১০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দে জীবিত ছিল
—————————-
আরুয়ান (Aruan)
ভা. প: মাইপুরিয়ান
এলাকা: ব্রাজিল
বি. স: ১৮৭৭ সালে এ ভাষার শেষ বক্তা মারা যান
—————————-
আসান (Assan)
ভা. প: ইয়েনিসেইয়ান
এলাকা: রাশিয়া
বি. স. ১৮ শতক পর্যন্ত জীবিত ছিল
—————————-
আতাকাপা (Atakapa)
ভা. প: গালফ
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র
বি. স. বিশ শতকের শুরুতে
—————————-
আতসাহুয়াকা-ইয়ামিয়াকা (Atsahuaca-Yamiaca)
ভা. প. তাকানান
এলাকা: পেরু
বি. স: ১৯০৪ সালের পরবর্তীকালে
—————————-
আউশিরি (Aushiri)
ভা. প. নির্ণয় করা হয়নি
এলাকা: পেরু
—————————-
আয়োকায়া (Auyokawa)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: নাইজিরিয়া
—————————-
প্রাচীন অ্যাভার (Old Avar)
ভা. প: নাখ দাগস্তানীয়
—————————-
আবেস্তা (Avestan)
ভা. প: ইন্দো-ইউরোপীয়
এলাকা: উত্তর ইরান (প্রাচ্যের পবিত্র
গ্রন্থ আবেস্তা এ ভাষাতেই লেখা)
বি. স: ভাষাটি বিলুপ্ত হলেও জরথুস্ত্রের অনুসারীরা ধর্মীয় কাজে এর ব্যবহার করেন এখনও
—————————-
আওয়াবাকাল (Awabakal)
ভা. প: পামা নিয়ুনগান
এলাকা: অস্ট্রেলিয়া
—————————-
আয়তা তায়াবাস (Ayta, Tayabas)
ভা. প. অস্ট্রোনেশীয়
এলাকা: ফিলিপাইন
—————————-
ব্যাকট্রিয়ান (Bactrian)
ভা. প: ইন্দো-ইউরোপীয়
এলাকা: মধ্য এশিয়া
বি. স: খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১০০০ খ্রিস্টাব্দ সময়কালে এ ভাষা জীবিত ছিল
—————————-
বাগা কালোম (Baga kaloum)
ভা. প: নাইজার কঙ্গো
এলাকা: গায়ানা
—————————-
বাগা সোবানে (Baga sobane)
ভা. প: নাইজার কঙ্গো
এলাকা: গায়ানা
—————————-
বার্নগালা (Barngarla)
ভা. প: পামা নিয়ুনগান
এলাকা: অস্ট্রেলিয়া
—————————-
বানিভা (Baniva)
ভা. প. মাইপুরিয়াস
এলাকা: ভেনিজুয়েলা
—————————-
বারবাকোয়াস (Barbacoas)
ভা. প. বারবাকোয়ান
এলাকা: কলম্বিয়া
—————————-
বারবারেনো (Barbareno)
ভা. প. চুমাশান
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (সান্তা বারবারা)
—————————-
বারে (Bare)
ভ. প. মাইপুরিয়ান
এরাকা: ব্রাজিল, ভেনিজুয়েলা
বাসা-গুমনা (Basa-Gumna)
ভা. প. নাইজার কঙ্গো
এলাকা: নাইজিরিয়া
—————————-
বাসায় (Basay)
ভা. প: অস্ট্রোনেশীয়
এলাকা: তাইওয়ান, চীন
—————————-
বায়ালি (Bayali)
ভা. প. নিলো সাহারান
এলাকা: সুদান
—————————-
বেয়োথাক (Beothuk)
ভা. প: নির্ণয় করা হয়নি
এলাকা: কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের
রেড ইন্ডিয়ানদের ভাষা
বি. স: ১৮২৯
—————————-
বেরতি (Berti)
ভা. প: নিলো সাহারান
এলাকা: সুদান
—————————-
বিলোক্সি (Biloxi)
ভা. প: সিয়োউয়ান কাতাবান
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিসিসিপির রেড ইন্ডিয়ানদের ভাষা
বি. স: ১৯৩৪ সালের পরবর্তীকাল
—————————-
বিনা (Bina)
ভা. প: অস্ট্রোনেশীয়
এলাকা: পাপুয়া নিউগিনি
—————————-
বিরি (Biri)
ভা. প: পামা-নিয়ুনগান
এলাকা: অস্ট্রেলিয়া
বিরকেড (Birked)
ভা. প: নিলো-সাহারান
এলাকা: সুদান
—————————-
ভলগা বোলগারিয়ান (Volga Bolgarian)
ভা. প: তুর্কি
এলাকা: মধ্য রাশিয়া
—————————-
মধ্য ব্রিটন (Midle Breton)
ভা. প: ইন্দো-ইউরোপীয়
এলাকা: ফ্রান্সের ব্রিটানি
বি. স: ১১০০ থেকে ১৬০০ খ্রিস্টাব্দে এ ভাষা জীবিত ছিল।
—————————-
প্রাচীন ব্রিটন (old Breton)
ভা. প: ইন্দো-ইউরোপীয়
এলাকা: ফ্রান্সের ব্রিটানি
বি. স: ৯ম শতাব্দীর মধ্যভাগ থেকে দশম শতকের শেষার্ধ পর্যন্ত এ ভাষা জীবিত ছিল
—————————-
প্রাচীন বার্মিজ (Old Burmese)
ভা. প: সিনো-তিবেতান
এলাকা: বর্মা (বর্তমান মিয়ানমার)
বি. স: ১১ থেকে ১৩ শতক। ভাষাটি আধুনিক বার্মিজ বা ধর্মীয় ভাষার আদিপুরুষ
—————————-
কাকাওপেরা (Kakaopera)
ভা. প: মিসুমালপান
এলাকা: এল সালভাদর, নিকারাগুয়া
—————————-
কাগুয়া (Cagua)
ভা. প. নির্দিষ্ট করা হয়নি
এলাকা: কলম্বিয়া
—————————-
কামুনিক (Camunic)
ভা. প. নির্ণয় করা হয়নি
এলাকা: উত্তর পশ্চিম ইতালি
বি. স. খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ পর্যন্ত জীবিত ছিল
—————————-
কানিচানা (Canichana)
ভা. প: বিচ্ছিন্ন ভাষা
এলাকা: বলিভিয়া
বি. স: আনুমানিক ২০০০ সালে
—————————-
কারামানতা (Caramanta)
ভা. প: চোকোয়ান
এলাকা: কলম্বিয়া, পানামা
—————————-
কারিয়ান (Carian)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা : প্রাচীন দক্ষিণ-পশ্চিম আনাতোলিয়া
বি. স: আনাতোলিয়ায় পাওয়া গেছে এ ভাষার কিছু লিপি যেগুলো খ্রিস্টপূর্ব ৪র্থ ও ৩য় শতকের মধ্যকার। এছাড়া মিসরে পাওয়া গেছে অনেক লেখা
—————————-
কারিব/কালহিফোনা (Carib/kalhiphona)
ভা. প: মাইপুরিয়ান
এলাকা: ডমিনিকা সেইন্ট ভিনসেন্ট
বি. স: ১৯২০
—————————-
কাতাওবা (Catawba)
ভা. প: থিওউয়ান-কাতাওবান
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার বসবাসরত আদিবাসী রেড ইন্ডিয়ান)
বি. স: ১৭৪৩ সালের পর
—————————-
কাউকা (Cauca)
ভা. প: বারবাকোয়ান
এলাকা: কলম্বিয়া
—————————-
কায়ুভাবা (Cayuvava)
ভা. প: বিচ্ছিন্ন ভাষা
এলাকা: বলিভিয়া
—————————-
কায়উজ (Cayuse)
ভা. প: নির্ণয় করা হয়নি
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (অরিগন ও ওয়াশিংটনের আদিবাসী রেড ইন্ডিয়ানদের ভাষা)
বি. স: ১৯৩০ সাল
—————————-
সেলটিবেরিয়ান (Celtiberian)
ভা. প: ইন্দো-ইউরোপীয়
এলাকা: উত্তর ইবেরিয়ান উপসাগর অঞ্চল।
বি.স: খ্রিস্টপূর্ব ১ম শতকে জীবিত ছিল
—————————-
চাগাতাই (Chagatai)
ভা. প: তুর্কী
এলাকা : তুর্কমেনিস্তান
—————————-
চানে (Chane)
ভা. প: মাইপুরিয়ান
এলাকা আর্জেন্টিনা
বি. স: ১৭০০ সাল
—————————-
চিবচা (Chibcha)
ভা. প: চিবচান
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার বসবাসরত আদিবাসী রেড ইন্ডিয়ান)
বি. স: ১৭৪৩ সালের পর
—————————-
কাউকা (Cauca)
ভা. প: বারবাকোয়ান
এলাকা: কলম্বিয়া
—————————-
কায়ুভাবা (Cayuvava)
ভা. প: বিচ্ছিন্ন ভাষা
এলাকা: বলিভিয়া
—————————-
কায়উজ (Cayuse)
ভা. প: নির্ণয় করা হয়নি
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (অরিগন ও ওয়াশিংটনের আদিবাসী ইন্ডিয়ানদের ভাষা) রেড
বি. স: ১৯৩০ সাল
—————————-
সেলটিবেরিয়ান (Celtiberian)
ভা. প: ইন্দো-ইউরোপীয়
এলাকা উত্তর ইবেরিয়ান উপসাগর অঞ্চল।
বি.স: খ্রিস্টপূর্ব ১ম শতকে জীবিত ছিল চাগাতাই (Chagatai)
ভা. প: তুর্কী
এলাকা : তুর্কমেনিস্তান
—————————-
চানে (Chane)
ভা. প: মাইপুরিয়ান
এলাকা আর্জেন্টিনা
বি. স: ১৭০০ সাল
—————————-
চিবচা (Chibcha)
ভা. প: চিবচান
এলাকা: কলম্বিয়া
বি. স: ১৮০০ সাল
—————————-
চিকোমিউসেলটেক (Chicomuceltec)
ভা. প: মায়া
এলাকা: গুয়েতেমালা, মেক্সিকো
—————————-
চিমাকাম (Chimakum)
ভা. প: জানা যায়নি
এলাকা : মার্কিন যুক্তরাষ্ট্র
( ওয়াশিংটনের অলিম্পিক উপদ্বীপের এক পাশে)
বি. স: ১৮৭০ সাল
—————————-
চিমারিকো (Chimariko)
ভা. প: জানা যায়নি
এলাকা: উত্তর-পশ্চিম ক্যালিফোর্নিয়া
বি. স: ১৯৫০
—————————-
মধ্য চায়নিজ (Middle chinese)
ভা. প. সিনো তিবেতান
এলাকা: চীন
বি.স: এটি চীনা ভাষার মধ্যবর্তী সময়কালের রূপ। সুই, ট্যাং এবং সং সাম্রাজ্যের সময়কালে (৬-১০ম শতক) এ ভাষা প্রচলিত ছিল।
—————————-
প্রাচীন চায়নিজ (Old chinese)
ভা. প: সিনো তিবেতান
এলাকা: চীন
বি. স: আধুনিক চায়নিজ ভাষার পূর্বপুরুষ এ ভাষা। খ্রিস্টপূর্ব ১০ম শতক থেকে খ্রিস্টীয় ৩য় শতক পর্যন্ত এ ভাষা জীবিত ছিল
—————————-
চিপিয়াজেস (Chipiajes)
ভা. প: নির্ণয় করা হয়নি
এলাকা: কলম্বিয়া
—————————-
চিটিমাচা (Chitimacha)
ভা. প.: গালফ
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (মিসিসিপি নদীর ব-দ্বীপে বসবাসরত রেড ইন্ডিয়ানদের ভাষা)
বি. স: ১৯৪০ সাল চোলোন (Cholon)
ভা. প: চোলোনান
এলাকা: পেরু
—————————-
কোরাসমিয়ান (Chorasmian)
ভা. প.: ইন্দো-ইউরোপীয়এলাকা: মধ্য এশিয়া
বি. স: খ্রিস্টপূর্ব ৩য় শত
থেকে ১০০০ খ্রিস্টাব্দ
—————————-
কোরোটেজা (Chorotega)
ভা. প: নির্ণয় করা হয়নি
এলাকা : কোস্টারিকা, হন্ডুরাস,
নিকারাগুয়ায় ১৯ শতকে
—————————-
চুমাস (Chumash)
ভা. প: চুমাস (ছয়টি ভাষা এ সাধারণ ভাষা পরিবারের নামে পরিচিত)
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র
বি. স: উনিশ শতক
—————————-
চুভানটসি (Chuvantsy)
ভা. প: ইউকাঘির
এলাকা: রাশিয়া
বি. স: আনুমানিক ১৮ শতকের পর
—————————-
চোয়াহুইলটেকো (Coahuilteco)
ভা. প: বিচ্ছিন্ন
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (টেক্সাস)
বি.স: ১৮ শতকের পবর্তী সময়কালে
—————————-
কোচিমি (Cochimi)
ভা. প. ইউমান-কোচিমি
এলাকা: মেক্সিকো
বি. স: ১৯২৫ সাল
—————————-
কোমেকরুদো (comecrudo)
ভা. প. কোমেকরুদান
এলাকা: মেক্সিকোর উত্তরে বসবাসকারী
আদিবাসী ইন্ডিয়ানদের ভাষা
বি. স: ১৯ শতক
—————————-
কোপটিক (Coptic)
ভা. প : আফ্রো-এশীয়
এলাকা: মিসর
—————————-
কোকুইলে (Coquille)
ভা. প: ইয়াক আথাবাসকান
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র
—————————-
মধ্য কোর্নিশ (Middle cornish)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড
বি. স: ১৪ থেকে ১৬ শতকে এ ভাষা জীবিত ছিল
—————————-
প্রাচীন কোর্নিশ (Old cornish)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড
বি. স: নবম শতকের শেষভাগ থেকে ১৪ শতক পর্যন্ত এ ভাষা জীবিত ছিল
—————————-
কোটোনেম (Cotoname)
ভা. প. বিচ্ছিন্ন ভাষা হিসেবে বিবেচিত
এলাকা: মেক্সিকোর উত্তর-পূর্বদিকে
বসবাসরত আদিবাসী ইন্ডিয়ানদের ভাষা
বি. স: ১৮ শতকের পরবর্তী সময়ে
—————————-
কোজিমা (Coxima)
ভাষা, প. নির্ণয় করা হয়নি
এলাকা: কলম্বিয়া
—————————-
কোয়াইমা (Koyaima)
ভা. প. কারিবান
এলাকা : কলম্বিয়ায় বসবাসকারী
আদিবাসী রেড ইন্ডিয়ান
—————————-
স্কেপি ক্রেয়ল ডাচ (Skepi Creole Dutch)
ভা. প. পিজিন অ্যান্ড ক্রেয়ল
এলাকা: গায়ানা
বি. স. ১৯৯৮ সাল
—————————-
ক্রুজেনো (Cruzeno)
ভা. প. চুমাশান
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র
—————————-
কুমানাগোটা (Cmanagota)
ভা. প. কারিবান
এলাকা: ভেনিজুয়েলার উপকূলীয় এলাকা।
—————————-
কামব্রিক (Cambric)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: ইংল্যান্ড
বি. স. ১০০০ খ্রিস্টাব্দে এ ভাষার অস্তি ত্ব পাওয়া যায়।
—————————-
কুমেরাল (Cumeral)
ভা. প. মাইবুরিয়ান
এলাকা: কলম্বিয়া
—————————-
কুরোনিয়ান (Curonian)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: লিথুয়ানিয়া ও লাটভিয়ার উপকূলীয় অঞ্চলে বসবাসরত কুরোনিয়ান গোষ্ঠীর ভাষা
—————————-
দাসিয়ান (Dacian)
ভা. প. ইন্দো ইউরোপীয়
এলাকা: বলকান অঞ্চলের প্রাচীন ভাষা
বি. স. খ্রিস্টপূর্ব ১ হাজার বছর আগে থেকে ৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষা জীবিত ছিল
—————————-
দাগোমান (Dagoman)
ভা. প. গুনউইনিগুয়ান (Gunwinyguan)
এলাকা: অস্ট্রেলিয়া
—————————-
দালমাশিয়ান (Dalmatian)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: ক্রোয়েশিয়া
বি. স. ১৮৯৮ সাল
—————————-
ডায়ার আল্লা (Deir Alla)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: জর্ডান
বি. স. খ্রিস্টের জন্মের আগের ভাষা
—————————-
দেলবার (Delware)
ভা. প. পিজিন অ্যান্ড ক্রেয়ল
বি. স. ২০০৮ সালের পর
—————————-
ধুরগা (Dhurga)
ভা. প. পামা নিয়ুনগান
এলাকা: অস্ট্রেলিয়া
—————————-
দিয়েরি (Dieri)
ভা. প. পামা নিয়ুনগান
এলাকা: অস্ট্রেলিয়া
—————————-
দোরোরো (Dororo)
ভা, প. পূর্ব পাপুয়ান
এলাকা: সলোমন দ্বীপপুঞ্জ
—————————-
দুলি (Duli)
ভা. প. নাইজার কঙ্গো
এলাকা: ক্যামেরুন
—————————-
দুরা (Dura)
ভা. প. সিনো তিবেতান
এলাকা: নেপালি
বি. স. আনুমানিক ২০০১
—————————-
মধ্যডাচ (Middle Dutch)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: নেদারল্যান্ডস ও বেলজিয়াম
বি.স.১১৫০-১৫০০ খ্রিস্টাব্দ সময়কালে জীবিত ছিল। আধুনিক ডাচ ভাষার পূর্ব পুরুষ
—————————-
প্রাচীন ডাচ (Old Dutch)
ভা. প. ইন্দো-ইউরোপীয়
এলাকা: নেদারল্যান্ডস, উত্তর বেলজিয়াম, উত্তর ফ্রান্স।
বি. স. ৭০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ সময়কালে জীবিত ছিল। মধ্যডাচ এই প্রাচীন ডাচেরই পরিচিত রূপ।
—————————-
এবলান (Eblan)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: প্রাচীন উত্তর মেসোপটেমিয়া বি.স. খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দে জীবিত ছিল।
—————————-
এডোমাইট (Edomite)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: জর্ডান নদীর পূর্বদিকের অংশের প্রাচীন ভাষা
বি. স. খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৫০০ সাল সময়কালে জীবিত ছিল
—————————-
প্রাচীন মিসরীয় (Egyptian)
ভা. প. আফ্রো-এশীয়
এলাকা: মিসর
বি. স: খ্রিস্টপূর্ব ৩ হাজার অব্দ থেকে ৩০০ অব্দ
—————————-
এলামাইট (Elamite)
ভাষা প. নির্ণয় করা সম্ভব হয়নি
এলাকা: দক্ষিণ-পশ্চিম ইরান
বি. স: খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দ থেকে খ্রিপূব ৮ম শতক পর্যন্ত জীবিত ছিল
—————————-
এলমাইন (Elymian)
ভা. প.: ইন্দো-ইউরোপীয়
এলাকা: সিসিলি
বি. খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ থেকে খ্রিস্টের জন্মকাল পর্যন্ত জীবিত ছিল
—————————-
এমক (Emok)
ভা. প: মাসকোইয়ান
এলাকা: প্যারাগুয়ে
—————————-
এসেলেন (Esselen)
ভা. প: বিচ্ছিন্ন ভাষা হিসেবে বিবেচিত
এলাকা: মার্কিন যুক্তরাষ্ট্র (ক্যালিফোর্নিয়া)
বি. স: ১৯৩০ সালের পরবর্তীকালে
—————————-
এসুমা (Esuma)
ভা. প. নাইজার কঙ্গো
এলাকা: কোট ডি আইভর
বি. স: ১৮০০ সালের পর
—————————-
এচেমিন (Etchemin)
ভা. প. অ্যালজিক (Algonquian-wiyot-Yurok)
এলাকা: যুক্তরাষ্ট্রের Coast of maine
বি. স. সপ্তদশ শতক
—————————-
আরও পড়ুনঃ