বিরাম চিহ্ন ব্যবহারের নমুনা | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

বিরাম চিহ্ন ব্যবহারের নমুনা – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “বাক্যতত্ত্ব” বিষয়ের একটি পাঠ। ১. রাজা তাঁহাদের রূপের মাধুরীদর্শনে চমৎকৃত হইয়া কহিতে লাগিলেন ইহারা আশ্রমবাসিনী ইহারা যেরূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই বুঝিলাম আজ উদ্যানলতা সৌন্দর্যগুণে বনলতার নিকট পরাজিত হইল বিরাম-চিহ্নের ব্যবহার : রাজা, তাঁহাদের রূপের মাধুরীদর্শনে চমৎকৃত হইয়া, কহিতে লাগিলেন, ইহারা আশ্রমবাসিনী; ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। বুঝিলাম, আজ উদ্যানলতা, সৌন্দর্যগুণে, বনলতার নিকট পরাজিত হইল।

বিরাম চিহ্ন ব্যবহারের নমুনা | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

২. তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়োবাড়ি আর ছিল এক জ্ঞাতি খুড়া বিরাম-চিহ্নের ব্যবহার : তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ-মা, ভাই-বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম-কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়োবাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া।

 

বিরাম চিহ্ন ব্যবহারের নমুনা | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

৩. আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাঁহাদেরই দলে যাঁহারা কর্মী নন ধ্যানী যাঁহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া তাঁহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন ইঁহারা থাকেন শক্তির পেছনে রুধিরধারার মতো গোপন ফুলের মাঝে মাটির মমতারসের মতো অলক্ষ্যে বিরাম-চিহ্নের ব্যবহার : আমার বলিতে দ্বিধা নাই যে, আমি আজ তাঁহাদেরই দলে, যাঁহারা কর্মী নন ধ্যানী। যাঁহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া, তাঁহারা মহৎ যদি না-ই হন, অন্তত ক্ষুদ্র নন। ইঁহারা থাকেন শক্তির পেছনে রুধিরধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতারসের মতো অলক্ষ্যে ।

 

বিরাম চিহ্ন ব্যবহারের নমুনা | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

৪. সৌদামিনীর স্বামী স্থির করলো আরেকটা বিয়ে করাই যুক্তিযুক্ত অন্তত চেষ্টা করে দেখা যাক বংশতো গুম করে দেওয়া চলে না কিন্তু বেচারা বর সাজার অবসর পায়নি হঠাৎ মরে গেল অথচ বিয়ের ঠিক তার মৃত্যুটা আজও রহস্যে রয়ে গেছে বিরাম-চিহ্নের ব্যবহার : সৌদামিনীর স্বামী স্থির করলো, আরেকটা বিয়ে করাই যুক্তিযুক্ত ;অন্তত চেষ্টা করে দেখা যাক। বংশতো গুম করে দেওয়া চলে না? কিন্তু বেচারা বর সাজার অবসর পায়নি। হঠাৎ মরে গেল। অথচ বিয়ের ঠিক। তার মৃত্যুটা আজও রহস্যে রয়ে গেছে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

৫. এবার হৈম ইশারার মানে বুঝিল স্বর আরো দৃঢ় করিয়া বলিল বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না মা গলা চড়াইয়া বলিলেন তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস হৈম বলিল ‘আমার বাবাতো কখনোই মিথ্যা বলেন না এবার হৈম ইশারার মানে বুঝিল। স্বর আরো দৃঢ় করিয়া বলিল, “বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না। মা গলা চড়াইয়া বলিলেন, “তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস?” বিরাম-চিহ্নের ব্যবহার : হৈম বলিল, “আমার বাবাতো কখনোই মিথ্যা বলেন না। ”

 

বিরাম চিহ্ন বিশ্লেষণ ঃ

 

আরও দেখুন:

Leave a Comment