বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা , কিছু লোক চিঠিকে মনে করতো কেবল লেখালেখি। আবার অন্যরা মনে করে যোগাযোগের মাধ্যম। বাইবেলের বেশ কয়েকটি পরিচ্ছেদ চিঠিতে লেখা।

বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি

তেজগাঁ; ঢাকা ১১ মে,২০০০

প্রিয় ‘ক’,

আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। গতকাল তোমার একটি চিঠি পেয়েছি। চিঠিতে তুমি জানতে চেয়েছ, আমি কম্পিউটার-মেলা দেখতে গিয়েছি কিনা। বুঝতে পেরেছি মেলা সম্পর্কে খবরটা তুমি পত্রিকার মাধ্যমেই পেয়েছ। সে যাক, তুমি তো জান যে ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি আমার প্রবল ঝোঁক। তাই কম্পিউটার মেলায় না গিয়ে কি পারি? তোমার অভিজ্ঞতার জন্যে নিচে তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি।

কম্পিউটার মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে অপূর্ব সাজে সাজানো একটি বৃহৎ (প্রায় ৩৬” কম্পিউটার) মনিটর ডিসপ্লে, যেখানে এই মেলার সমস্ত তথ্য একের পর এক ডিসপ্লে হচ্ছিল। আমি মিনিট দুই দাঁড়িয়ে থেকে মেলার সমস্ত তথ্য সংগ্রহ করে মেলার ভেতর প্রবেশ করি। মেলাতে রয়েছে হরেক রকম স্টল। স্টলগুলো সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রকাশনা, এডুকেশন এভাবে পৃথক পৃথকভাবে সাজানো। মেলায় যাত্রীদের আনা-নেয়ার জন্যে মেলা-কর্তৃপক্ষ দুটো গাড়ি নামিয়েছিল। যাত্রীদের সেবায় নিয়োজিত করা হয় হলুদ-পোশাকধারী স্বেচ্ছাসেবী দল। মেলায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্যে বসানো হয় ‘প্রাথমিক চিকিৎসা কর্নার’।

সেখানে সার্বক্ষণিক সেবায় নিয়োজিত ছিল স্বেচ্ছাসেবক দল। মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্যে মেলা কর্তৃপক্ষ আলাদা পরিবহনের ব্যবস্থা করে। মজার ব্যাপার হল, স্কুল-কলেজের ইউনিফর্ম পরা থাকলেই টিকিট ফ্রি। এ-মেলায় বিক্রীত সফটওয়্যারগুলোর মধ্যে অধিকাংশই পাইরয়েড সফটওয়্যার। দেশি বেশ কিছু সফটওয়্যার বাংলাদেশকে নিয়ে তৈরি করেছে ‘বাংলাদেশ- ৭১’। বাচ্চাদের বুদ্ধিমত্তা বিকাশের জন্যে বিভিন্ন প্রকার পাল, ছড়া প্রভৃতির সমন্বয়ে তৈরি করা হয়েছে ‘সোনামণি’। তাছাড়া ব্যাকরণের বিভিন্ন দিক শেখার জন্যে রয়েছে ‘টেন্‌স্ টিউটর’, ‘কম্পিউটার সরল অভিধান’। মেলায় মাইক্রোটেক করপোরেশন বাংলা ভাষার শিক্ষণে এনেছে ‘ভাষা সৈনিক’।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ইউনাইটেড কম্পিউটার্স লি. মেলায় এনেছে একাউন্টিং সফটওয়্যার, পে-রোল সিস্টেম ইত্যাদি এবং সি. এস. এল ও সফটওয়্যার এনেছে ওয়াটার এ্যান্ড সুয়েজার বিলিং সফটওয়্যার। সত্যি বলতে কি, এ মেলা আমার জীবনে এনে দিয়েছে এক বিচিত্র অভিজ্ঞতা। আমি ভালো আছি, তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও ।

ইতি

প্রীতিমুগ্ধ

Leave a Comment