Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

বাদশাহ নামদার | হুমায়ূন আহমেদ

book review e0a6b9e0a781e বাদশাহ নামদার | হুমায়ূন আহমেদ

বাদশাহ নামদার আমাদের “বুকরিভিউ [ Book Review ]” সিরিজের ১ম পর্ব। আমাদের “বুকরিভিউ [ Book Review ]” সিরিজটিতে মূলত বিভিন্ন বই পাঠ ও এর রিভিউ করা হয়েছে। আজকের ভিডিওতে “হুমায়ূন আহমেদ : বাদশাহ নামদার [ Humayun Ahmed : Badshah Namdar ]” বইটি পাঠ ও এর রিভিউ করা হয়েছে।

 

বাদশাহ নামদার

 

বাদশাহ নামদার হুমায়ূন আহমেদ রচিত বাংলা ভাষার ইতিহাসভিত্তিক উপন্যাস। এটি ২০১১ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়। বইটিকে হুমায়ূন আহমেদের অন্যতম সেরা সৃষ্টি বলে গণ্য করা হয়। হুমায়ূন আহমেদ বাদশাহ নামদার বইটি লেখার সময় গুলবদন বেগম রচিত হুমায়ুন-নামা এবং জওহর আফতাবচির তাজকিরাতুল ওয়াকিয়াত গ্রন্থ থেকে ইতিহাসের ঘটনাবলি নিয়েছেন। আফতাবচি সম্রাট হুমায়ুনকে পানি পান করাতেন

 

 

ইতিহাসের কথা শুনলে যারা মুখ ফিরিয়ে নেয় তারাও এই বইয়ের লিখনীতে হয়েছেন মন্ত্রমুগ্ধ। এই উপন্যাসে লেখক হুমায়ূন আহমদ মোঘল সাম্রাজ্যের ব্যতিক্রমী সম্রাট “সম্রাট হূমায়ূন” এর বৈচিত্র্যময় জীবনের অদ্ভুত সব বর্ণনা দিয়েছেন। ‘বাদশাহ- নামদার’ মূলত মোঘল সম্রাট বাবরের প্রথম পুত্র নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ূন মির্জাকে নিয়ে রচিত। তবে এই বইয়ে যুদ্ধের কথা থাকলেও নেই যুদ্ধের দামামার ভয়াবহতা। তার বিপরীতে রয়েছে সম্রাট হুমায়ুনের জীবনের উত্থানপতন, প্রেম, ভ্রাতৃত্ববোধ, চিত্রকলা, সাহিত্যপ্রেম আর কবিত্বের কথা।

বিশ্বাসঘাতকতা যেখানে অত্যন্ত স্বাভাবিক চিত্র সেখানে পাঠক বিস্মিত হবেন সেনাপতি বৈরাম খাঁ-এর আনুগত্যে আর কর্তৃত্ববোধে। যোগ্য বাদশাহ না হলেও মানুষ হিসেবে হুমায়ুন ছিলেন দারুণ। আর সেই মানুষ হুমায়ুনকেই পাঠক এই উপন্যাসে দেখবেন ভিন্ন এক কোণ থেকে। বাদশাহ -নামদার হুমায়ূন আহমেদের অসামান্য সৃষ্টিগুলোর অন্যতম। লেখক অত্যন্ত যত্ন নিয়ে উপন্যাসটির চরিত্রগুলোকে নিখুঁতভাবে তুলে ধরেছেন।

হুমায়ূন আহমেদ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ঐতিহাসিক উপন্যাস বাদশাহ -নামদার। মোগল সাম্রাজ্যের রংদার চরিত্র সম্রাট হুমায়ুনকে নিয়ে লিখেছেন লেখক হুমায়ূন। একেবারে ভিন্ন ধরনের এই বই নিয়ে লেখকের কৌতূহলোদ্দীপক সাক্ষাৎ কার নিয়েছেন আলীম আজিজ ও তৈমুর রেজা।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাদশাহ নামদার | হুমায়ূন আহমেদ :

 

 

 

আরও দেখুন:

Exit mobile version