বাংলা স্বরসন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

বাংলা স্বরসন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা , বাংলা স্বরধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে, পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময়ে কোনো কোনো ক্ষেত্রে দুটি স্বরধ্বনির একটি লোপ পায় অথবা দুটির কিছুটা বিকৃতি ঘটে কিংবা স্বরধ্বনি দুটির মিলন হয়।

বাংলা স্বরসন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

স্বরধ্বনির লোপ

১. পাশাপাশি দুই স্বরের মিলনে পরের স্বরধ্বনি অর্থাৎ এক স্বর লোপ পায় ৷ যেমন : যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই ছেলে + আমি = । মি = ছেলেমি (আ-লোপ) (ই-লোপ) গুটি + এক = গুটিক (এ-লোপ) মেয়ে + আলি মেয়েলি (আ-লোপ) ইত্যাদি।

বাংলা স্বরসন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

২. পূর্বপদের শেষে অ, আ কিংবা ই এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে পূর্বস্বর (অ/আ/ই) লোপ পায়। যেমন : অর্ধ + এক = অর্ধেক (অ-লোপ) শত + এক = শতেক (অ-লোপ) (অ-লোপ) এত + এক = এতেক (অ-লোপ) ইত্যাদি। নিন্দা + উক নিন্দুক = (আ-লোপ) গোঁড়া + আমি = গোঁড়ামি (আ-লোপ) মিতা + আলি = মিতালি (আ-লোপ) গোলা + অন্দাজ = গোলন্দাজ (আ-লোপ) ইত্যাদি। কত + এক = কতেক ঘড়ি + ইয়াল = ঘড়িয়াল খাসি + ইয়া = খাসিয়া (ই-লোপ) (ই-লোপ) ভাই + ইয়া = ভাইয়া (ই-লোপ) ইত্যাদি।

স্বরধ্বনির বিকৃতি

৪. পূর্বপদের শেষে স্বরধ্বনি এবং পরপদের প্রথমে এ-ধ্বনি থাকলে সন্ধিতে এ-ধ্বনি বিকৃত হয়ে য় অথবা য়ে হয় এবং আ থাকলে তা বিকৃত হয়ে য়া হয়। যেমন : আলো + এ = আলোয় (য়-তে রূপান্তর) ছায়া + এ = ছায়ায় (য়-তে রূপান্তর) আমা + এ = আমায় (য়-তে রূপান্তর) ভাল + এ = ভালয় (য়-তে রূপান্তর) (য়ে-তে রূপান্তর) মা + এ = মায়ে (য়ে-তে রূপান্তর) ঝি + এ = ঝিয়ে চা + এ = চায়ে (য়ে-তে রূপান্তর) দই + এ = দইয়ে বাবুয়ানা (য়া-তে রূপান্তর) হিন্দু + আনি হিন্দুয়ানি (য়া-তে রূপান্তর) (য়ে-তে রূপান্তর) বাবু + আনা

বাংলা স্বরসন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

স্বরধ্বনির মিলন

৫. স্বরসন্ধিতে দুটি স্বরধ্বনির মিলন হয়। সংস্কৃত সন্ধিতেও দুটি স্বরধ্বনির মিলন হয়, তবে বাংলা স্বরসন্ধিতে অতৎসম শব্দের সঙ্গে তৎসম শব্দের মিলন হয়। ফলে বাংলা স্বরসন্ধি সংস্কৃত সন্ধি থেকে আলাদা। যেমন : ঈদ + উৎসব = ঈদোৎসব ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী পোস্ট + অফিস = পোস্টাফিস ★ সংস্কৃতে বক্ষঃ, মনঃ, যশঃ ইত্যাদি শব্দের বিসর্গ বাংলায় বর্জিত হয়েছে। ফলে বাংলায় অ-কারান্ত বা অ-ধ্বনি- অন্ত শব্দ রূপে গণ্য হয়। এসব শব্দের অ-এর সঙ্গে পরপদের স্বরধ্বনির যে সন্ধি হয় তাও বাংলা স্বরসন্ধির পর্যায়ে পড়ে। যেমন : মন উপযোগী = মনোপযোগী; মন + অন্তর = মনান্তর ; যশ + আকাঙ্ক্ষা = যশাকাঙ্ক্ষা; মন + অধীন মনাধীন ইত্যাদি।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আরও দেখুন:

Leave a Comment