বাংলা ব্যঞ্জনসন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা , ১. বাংলা ব্যঞ্জনসন্ধি অধিকাংশ সমীকরণ ও বর্ণলোপের পর্যায়ভুক্ত। খাঁটি বাংলার নিজস্ব উচ্চারণভঙ্গি অনুসারে যে সব ব্যঞ্জনসন্ধি ঘটে তা অধিকাংশই উচ্চারণে সীমাবদ্ধ থাকে, লেখায় ব্যবহৃত হয় না।
বাংলা ব্যঞ্জনসন্ধি
যেমন : এক + এক = একেক তখন + ই = তখনই কয় + এক = কয়েক মাস + এক = মাসেক শাক্ + ভাত শাগভাত পাঁচ + জন = পাঁজ্জন যত + দিন = যদ্দিন পাঁচ + শ = পাশশোঁ পাঁচ + সের = পাঁসের নাত + জামাই = নাজ্জামাই বদ্ + জাত = বজ্জাত ইত্যাদি।
২. পূর্বপদের শেষে স্বরধ্বনি এবং পরপদের প্রথমে ব্যঞ্জনধ্বনি থাকলে অনেক সময় পূর্বপদের শেষ স্বরধ্বনি লোপ পায়। যেমন : বড় + দাদা = বড়দাদা (অ-লোপ) কাঁচা + কলা = কাঁচকলা (আ-লোপ) ছোট + কাকা ছোট্কাকা টাকা + শাল টাকশাল (আ-লোপ) (অ-লোপ) ‘মিশি + কালো = মিকালো (ই-লোপ) বেশি + কম বেশকম . (ই-লোপ)উঁচু + কপালি = উঁচ্কপালি (উ-লোপ) পেটে + ব্যথা = পেটব্যথা
নিঃ উপসর্গ
সন্ধিতে নিঃ উপসর্গের পর ক খ প ফ এর যে কোনোটি থাকলে বিসর্গের জায়গায় ষ হয়। যেমন : নিঃ + পাপ = নিষ্পাপ, নিঃ + ফল = নিষ্ফল, নিঃ + প্ৰভ = নিষ্প্রভ, নিঃ + কলঙ্ক নিষ্কলঙ্ক । কিন্তু নিঃ ধ্বনির পর শ, ষ, স থাকলে বিসর্গ বহাল থাকে। যেমন : নিঃশঙ্ক, নিঃশব্দ, নিঃশর্ত, নিঃশেষ, নিঃসংকোচ, নিঃসঙ্গ, নিঃসন্তান, নিঃসন্দেহ, নিঃস্ব ।
” দন্ত্য-স বনাম মূর্ধন্য-ষ : বিসর্গযুক্ত অ-ধ্বনি সন্ধির ফলে দন্ত্য-স হয়। যেমন : তিরঃ + কার = তিরস্কার, পুরঃ + কার = পুরস্কার, নমঃ + কার = নমস্কার। কিন্তু বিসর্গযুক্ত ই-ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য-ষ হয়। যেমন : জ্যোতিঃ + ক = জ্যোতিষ্ক, নিঃ + কর = নিষ্কর, নিঃ + পন্ন = নিষ্পন্ন। = দুঃ, চতুঃ, নিঃ : বিসর্গযুক্ত ই বা উ ধ্বনির পর গ বা দ থাকলে বিসর্গ রেফ হয়ে যায়। যেমন : দুঃ + গত দুর্গত, দুঃ + ঘটনা = দুর্ঘটনা, চতুঃ + গুণ চতুর্গুণ, চতুঃ + দিক = চতুর্দিক, নিঃ + গত নির্গত, নিঃ + দেশ = নির্দেশ, নিঃ + দোষ = = নির্দোষ। দুঃ-উপসর্গ (বিসর্গ স্থলে রেফ) : দুঃ-উপসর্গের পর শ বা স থাকলে সন্ধিবদ্ধ শব্দে বিসর্গ বজায় থাকে। কিন্তু ব, ম, য বা ল থাকলে বিসর্গের বদলে রেফ হবে।
সন্ধিজাত শব্দ
নিচে কতিপয় গুরুত্বপূর্ণ সন্ধিজাত শব্দের উদাহরণ দেওয়া হল
আরও দেখুন:
- খাঁটি বাংলা সন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা
- সংস্কৃত স্বরসন্ধি গঠনের নিয়ম | সংস্কৃত ব্যঞ্জনসন্ধি | সংস্কৃত বিসর্গ সন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা
- সন্ধির প্রয়োজন | সংস্কৃতাগত সন্ধি ও খাঁটি বাংলা সন্ধি | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা
- সন্ধি কেন বা সন্ধির উদ্দেশ্য | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা