বাংলাদেশের ভেষজ উদ্ভিদ | অনুচ্ছেদ রচনা | ভাষা ও শিক্ষা

বাংলাদেশের ভেষজ উদ্ভিদ | অনুচ্ছেদ রচনা | ভাষা ও শিক্ষা ,

বাংলাদেশের ভেষজ উদ্ভিদ

বাংলাদেশের জীববৈচিত্র্য প্রাচুর্যে ভরপুর এবং বিশাল ঐতিহ্যে সমৃদ্ধ। এখানে রয়েছে নানা ধরনের উদ্ভিদ। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। ভেষজ উদ্ভিদ বাংলাদেশের প্রাকৃতিক এক অমূল্য সম্পদ। প্রাচীন কাল থেকে লোকায়ত বাংলায় রোগবালাই নিরাময়ে ভেষজ উদ্ভিদ ব্যবহৃত হয়ে আসছে; প্রবাদ-প্রবচনে এর বিস্ময়কর বর্ণনা আছে।

 

বাংলাদেশের ভেষজ উদ্ভিদ

 

এমনকি আধুনিক মেডিসিনের এক বৃহৎ অংশও উদ্ভিদজাত। সভ্যতার আধুনিকায়নের সাথে সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় অনেক মূল্যবান উদ্ভিদ হারিয়েছে তাদের আবাসস্থল এবং আরও বহু প্রজাতি বিলুপ্তির পথে। স্বাস্থ্য রক্ষায় এ সকল উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। প্রায় প্রতিটি উদ্ভিদেরই রয়েছে কিছু-নাকিছু ঔষধি গুণাগুণ। এসব উদ্ভিদের গুণাগুণের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়, যেমন- প্রাথমিক স্বস্থ্য পরিচর্যায় ব্যবহারকারী উদ্ভিদ; রোগ নিরাময় বা উপশমকারী হিসাবে ব্যবহৃত উদ্ভিদ এবং জীবন রক্ষাকারী ঔষধি উদ্ভিদ ইত্যাদি।

 

বাংলাদেশের ভেষজ উদ্ভিদ

 

কতকগুলো গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদের মধ্যে রয়েছে : নয়নতারা, সর্পগন্ধা, ঘৃতকুমারী, পাথরকুচি, বড় কালকেসুন্দে, শতমূলী, লজ্জবতী, হাড়জোড়া, দাদমর্দন, কেশ্রুতি, যজ্ঞডুমুর, উলটকম্বল, উলটচণ্ডাল, অন্তমূল, মেহেদী, অর্জুন, কালমেঘ, ভেরেণ্ডা, গন্ধভাদাল, সর্বজয়া, বহেড়া, হরিতকি, আকন্দ, এলাচি, মুক্তাঝুরি, অপরাজিতা, থানকুনি, নিম, নুনে শাক, তুলসী, পুদিনা, গিমা, তরুলতা, পুনর্নবা, জবা, ময়ূর শিখা, বক ফুল, তিসি, তেলাকুচা, তিল, কুমারী লতা, মূর্তা, কুরেটা, হাতিশুঁড়, বন ওকরা, কুকসিম, দুধি, চিনিশাম, শটি, ভুঁই আমলা, স্থলপসাম লতা, মোরগ ফুল, ছিটকী, তোকমা, অড়হড়, দণ্ডকলস, চা, নীল, বচ, বিষকাঁটাল, বন আদা, হুরহরিয়া, অনন্তমূল, লেবুঘাস, আমলকী, কণ্টকিনী, গনিয়ারী, বৈঁচি, শালপানি, হেলেঞ্চা, বনধনিয়া, ক্ষেত পাপড়া, মঘানিয়া, ফুটকি, মারহাটিটিগা, কেউ, ত্রিধারা, দুধিলতা, মেথি, আয়াপান, অশ্বগন্ধা, মহাভৃঙ্গরাজ, মরিচ, গাঁদা, কাঁটানটে, ঘেটু কচু, সন্ধ্যামালতী, করমচা, লটকন, লুচিপাতা, কালজিরা, ঘাঘড়া, ভুঁইচাপা, কেয়া, শূল, মটকিলা, যোয়ান ইত্যাদি।

এসব ভেষজ উদ্ভিদের অধিকাংশই আমাদের পরিচতি। পেটে অসুখের জন্যে থানকুনি পাতা; সর্দির জন্যে তুলসী পাতা; মাথা ঠাণ্ডা রাখতে ও চুল পড়া বন্ধে মেহেদী পাতার রস; পেটের পীড়ায় ঘৃতকুমারী, পাথরকুচি, শতমূলী, খাবারে রুচি বর্ধক ও হজমে সহায়তার জন্যে আমালকি, বহেড়া, হরিতকি এরকম প্রায় সব রোগের জন্যেই ভেষজ উদ্ভিদের ব্যবহার আমাদের সবারই কম-বেশি জানা।

আবার অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে যেমন- নিম জাতীয় গাছ নির্মল পরিবেশ ও বিশুদ্ধ বায়ুপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একবিংশ শতকে এই সব ভেষজ উদ্ভিদের বিকল্প ঔষধ হিসাবে শুধু নয়, মূলধারার ঔষধ হিসাবে বিজ্ঞানভিত্তিক ঔষদ ব্যবস্থাপনার আওতায় আসবে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে চীনদেশের অনন্য সাফল্য পশ্চিমা বিশ্বকেও প্রভাবিত করেছে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আমাদের উচিত ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জানা। সুস্থ জীবনের জন্যে আমাদের প্রতিটি বাড়ির আঙিনায় বা বাসা-বাড়ির ছাদে কিংবা বারান্দায় টবে ন্যূনতম একটি করে ভেষজ উদ্ভিদ লাগানো। ভেষজ উদ্ভিদের গুণাগুণ ও পরিচর্যার মধ্য দিয়ে আমরা নিজেরাই নিজেদের ডাক্তার হয়ে রোগমুক্ত সুস্থ-সবল জীবন ধারণ করতে পারি।

আরও দেখুন:

Leave a Comment