Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা , সংলাপ হলাে একটি আকর্ষণীয় বাকৌশল। সংলাপ রচনায় কাল্পনিক ভঙ্গি প্রয়ােগ করতে হয়। ফলে কল্পনার জাল বিস্তারের নিপুণতা অর্জন করা যায়।

 

বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

অজয় : এবার বইমেলা থেকে কী বই কিনলে, বিজয়?

বিজয় : অবইমেলায় গিয়েছিলাম, কিন্তু বই কিনিনি। কেবল ক্যাটালগ সংগ্রহ করেছি।

অজয় : কেন? কেনার মতো কোনো বই পাওনি? বইমেলার প্রধান উদ্দেশ্য তো পাঠকদের সঙ্গে বইয়ের সংযোগ ঘটিয়ে দেওয়া।

বিজয় : শুধু বইয়ের সঙ্গে পাঠকের যোগাযোগের কথা বলছ কেন? এছাড়া আছে পাঠকের সঙ্গে পাঠকের যোগ, পাঠকের সঙ্গে লেখকের ও প্রকাশকের যোগ। এই চতুর্বর্গ যোগাযোগেই না বইমেলার সার্থকতা । বইমেলাতে আমি নিছক ক্রেতা নই। আমি একজন গ্রন্থপ্রেমী হিসেবেই সেখানে গিয়েছিলাম।

 

 

অজয় : আমি কিন্তু ‘বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ’ বইটি কিনেছি। খুব মূল্যবান বই, বই কেনার তালিকা থেকে এটি যেন বাদ না যায়।

বিজয় : ঠিকই বলেছিস। বাংলা একাডেমী বইমেলা উপলক্ষে ৪০% কমিশনে দিচ্ছে। একাডেমী প্রকাশিত অভিধানসহ বেশ কয়েকটি বইয়ের নাম আমি লিখে রেখেছি।

অজয় : বাহ, তুমি দেখছি মেলা থেকে অনেক বই কিনছো। তোমার কাছ থেকে বই নিয়ে পড়া যাবে। চাইলে দিও

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিজয় : অবশ্যই দেব।

অজয় : জানো বিজয়, মেলার অধিকাংশ স্টলে মাত্র ২০% কমিশন দিচ্ছে।

বিজয় : না, এরকম তো হওয়ার কথা নয়। মেলায় ৩০% কমিশনে বই বিক্রির নিয়ম রয়েছে। তুমি কি এটা জান না?

অজয় : বিজয় তাহলে আমি কি বই কিনে ঠকেছি ? বিজয় : বিষয়টা হার-জিতের প্রশ্ন নয়। মেলায় এরকম অসাধু ব্যবসায়ী থাকবেন এটা আশা করা যায় না। আবার

হিসেবেও ভুল হতে পারে। ফের একটু হিসেব করে দেখো তো।

অজয় : হিসেবের আর প্রয়োজন নেই। তুমি যে আমাকে সচেতন করে দিলে এটাই আমার জন্যে অনেক বড় পাওয়া হলো। এ নিয়ে প্রকাশকের সঙ্গে কিংবা নিজের সঙ্গে গোলমালে জড়াতে চাই না, বাবা।

বিজয় : আমি কী মনে করি জানিস? ছাত্রদের জন্যে একটা বিশেষ কমিশনের ব্যবস্থা থাকা প্রয়োজন। তাহলে শিক্ষার্থীদের বই কেনা ও বই পড়ায় প্রতি আগ্রহ বাড়বে।

অজয় : কিন্তু বন্ধু, ‘বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি।’ বিজয় শুনেছি, মেলায় এবার বিদেশি বইয়ের প্রাচুর্য খুব বেশি। :

অজয় : তেমন না। তবে অনেক দামি দামি বই আছেনেসাইক্লোপিডিয়া জাতীয় বইগুলোকে তো ছোঁয়াই যায় না। প্রাচীন চিত্রকলার ওপর একটি বই খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম শুনে পিছিয়ে আসতে হল।

বিজয় : আমি কালই মেলায় যাব। আরও একবার যাবে নাকি আমার সঙ্গে? অজয় : অবশ্যই যাব। তোর সঙ্গে মেলায় ঘুরে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। পছন্দ হলে দু-একটি বইও যে কিনবো না, এমন নয়।

আরও দেখুন:

Exit mobile version