Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

প্রথম অতিথি কবিতা | নির্মলেন্দু গুণ এর কবিতা | নির্মলেন্দু গুণ

প্রথম অতিথি কবিতাটি কবি নির্মলেন্দু গুণ এর লেখা একটি কবিতা।নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী (জন্ম ২১ জুন ১৯৪৫, ৭ আষাঢ় ১৩৫২ বঙ্গাব্দ), যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, একজন বাংলাদেশী কবি। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনী লিখেছেন ও ছবি এঁকেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে।

 

কবি নির্মলেন্দু গুণ [ Poet Nirmalendu Goon ]

প্রথম অতিথি কবিতা – নির্মলেন্দু গুণ

এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি,
মুহুর্তে সবুজ ঘাস পুড়ে যায়,
ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে উঠে চাঁদ,
নরম নদীর চর হা করা কবর হয়ে
গ্রাস করে পরম শত্রুকে,
মিত্রকে জয়ের চিহ্ন, পদতলে প্রেম,
ললাটে ধুলোর টিপ এঁকে দেয় মায়ের মতন,
এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি।

নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে,
হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সী
রূপসী নারীর চুল ফূল নয়,
গুচ্ছ গুচ্ছ শোকের প্রতীক,
এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি,
কখনো দেখেনি কেউ ।
বাতাস – বাতাস শুধু নয়
ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময়
আকাশ – আকাশ শুধু নয়
এরকম বাংলাদেশ, বাংলাদেশ নয়।

এখানে প্রানের মুল্যে নদীর জলের মধ্যে
আসে বান, টর্পেডো, টাইফুন, ঝড়
কালবৈশাখীর দুরন্ত তুফান
কোকিল – কোকিল শুধু নয়
পাখি শুধু পাখি নয় গাছে
বাউলের একতারা, উরুর অস্থির মতো
যেন আগ্নেয়াস্ত্রে বারুদের মজ্জা মিশে আছে ।

আজকাল গান শুধু গান নয়
সব গান অভিমান
প্রানের চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয়
এরকম বাংলাদেশ কখনো দেখেনি কেউ
তুমিই তার প্রথম অতিথি।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আরও পড়ুন:

 

Exit mobile version