পৃথিবীর ভাষা পরিবার | ভাষাকোষ | শানজিদ অর্ণব

পৃথিবীর ভাষা পরিবার – ছয়টি ভাষা পরিবার পৃথিবীর প্রধান ভাষা পরিবার হিসেবে স্বীকৃত। এ ৬টি ভাষা পরিবারের প্রত্যেকটির অধীনে আছে পৃথিবীর জীবিত ভাষাগুলোর কমপক্ষে ৫ শতাংশ ভাষা। এ ৬টি ভাষা পরিবারের অধীন আছে পৃথিবীর জীবিত ভাষাগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ ভাষা।

পৃথিবীর মোট জনসংখ্যার ৬ ভাগের ৫ ভাগ এ ছয়টি ভাষা পরিবারের অধীন ভাষাগুলো ব্যবহার করেন। এখানে পৃথিবীর প্রধান ছয়টি ভাষা-পরিবারের নাম এবং তাদের প্রত্যেকের অধীন জীবিত ভাষাগুলোর সংখ্যা উল্লেখ করা হয়েছে।

পৃথিবীর ভাষা পরিবার

১। আফ্রো-এশিয়াটিক (Afro-Asiatic): ৩৫৩

২। অস্ট্রোনেশিয়ান (Austronesian): ১২৩১

৩। ইন্দো-ইউরোপীয়ান (Indo-European): ৪২৬

৪। নাইজার-কঙ্গো (Niger-Congo): ১৫১০

৫। সিনো-তিবেতান (Sino-Tibetan): ৪৪৫

৬। ট্রান্স-নিউ গিনি (Trans-New Guinea): ৪৭৫

সর্বমোট -৪৪৪০

 

পৃথিবীর ভাষা পরিবার | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

পৃথিবীর অন্যান্য ভাষা পরিবারসমূহ:

মূল ৬টি ভাষা-পরিবারের বাইরে আরও ১১০টি ভাষা-পরিবার রয়েছে। এই ১১০টি ভাষা-পরিবারে সাথে ক্রেয়ল, পিজিন, বিচ্ছিন্ন ভাষা, মিশ্র ভাষা, বধিরদের সাইন ল্যায়গুয়েজ এবং কৃত্রিম ভাষা যুক্ত হয়ে মোট ১১৬টি ভাষা-পরিবার তৈরি হয়েছে।

১। অ্যালকালুফান (Alacalufan)-০১

২। অ্যালজিক (Algic)-৩১

৩। অলটাইক (Altaic)-৬৪

৪। আমতো-মুসান (Amto-Musan)-২

৫। আন্দামানিজ (Andamanese)-8

৬। আরাফান্ডি (Arafundi)-৩

৭। আরাই-কোওমটারি (Arai-Kwomtari)-১০

৮। আরাউয়ান (Arauan)-৫

৯। আরাউকানিয়ান (Araucanian)-২

১০। আরাওয়াকান (Arawakan)-৪৬

১১। আরুতানি-সেপ (Arutani-sape)-২

১২। অস্ট্রেলিয়ান (Australian)-১৫৩

১৩। অস্ট্রো-এশিয়াটিক (Austro-Asiatic)-১৬৯

১৪। অ্যায়মারা (Aymaran)-৩

১৫। বার্বাকোয়ানা (Barbacoan)-৫

১৬। বাস্কে (Basque)-১

১৭। বেয়োনো-আওবোনো (Bayono-Awbono)-২

১৮। বরডার (Border)-১৫

১৯। কাড়োয়ান (Caddoan)-8

২০। কাহুয়াপানান (Cahuapanan)-২

২১। কারিব (Carib)-২৬

২২। সেন্ট্রাল সলোমনস (Central Solomons)-8

২৩। চাপাকুরা-ওয়ানহাম (Chapacura-wanham)-৩

২৪। চিবচান (Chibchan)-২১

২৫। চিমাকুয়ান (Chimakuan)-১

২৬। চোকো (Choco)-৭

২৭। চোন (Chon)-২

২৮। চুকোটকো-কামচাটকান (Chukotko-kamchatkan)-8

২৯। নির্মিত বা কৃত্রিম ভাষা (Constructed Language)-১

৩০। ক্রেয়ল (Creole)-৭৭

৩১। বধিরদের সাইন ল্যাংগুয়েজ (Deaf sign Language)-১২৬

৩২। দ্রাবিড় (Dravidian)-৮৪

৩৩। ইস্ট বার্ড’স হেড-সেনটানি (East Bird’s Head-Sentani)-৮

৩৪। ইস্ট জিলভিংক বে (East Geelvink Bay)-১১

৩৫। ইস্ট নিউ ব্রিটেন (East New Britain)-৬

৩৬। ইস্টার্ন ট্রান্স-ফ্লাই (Eastern Trans-Fly)-8

৩৭। এসকিমো-আলেউট (Eskimo-Aleut)-১০

৩৮। গুয়াহিবান (Guahiban)-৫

৩৯। হারাকম্বেট (Harakmbet)-২

৪০। হোমং-মিয়েন (Hmong-Mien)-৩৮

৪১। হোকান (Hokan)-১৬

৪২। হুয়াভিন (Huavean)-8

৪৩। ইরোকুয়োইয়ান (Iroquoian)-৮

৪৪। জ্যাপোনিক (Japonic)-১২

৪৫। জিভারোয়ান (Jivaroan)-8

৪৬। কার্টভেলিয়ান (Kartvelian)-৫

৪৭। কাটুকিনান (Katukinan)-৩

৪৮। কাউরে (Kaure)-8

৪৯। কেরেজ (Keres)-২

৫০। খোইসান (Khoisan)-২২

৫১। কিওবা তানোয়ান (Kiowa Tanoan)-৫

৫২। লেকস প্লেইন (Lakes Plain)-২০

৫৩। বিচ্ছিন্ন ভাষা (Language Isolate)-৪৫

৫৪। লেফট মে (Left May)-২

৫৫। লোয়ার ম্যামবেরামো (Lower Mamberamo)-২

৫৬। লুল-ভিলেলা (Lule-Vilela)-১

৫৭। ম্যাক্রো-জি (Macro-Ge)-২৪

৫৮। মাইরাসি (Mairasi)-৩

৫৯। মাকু (Maku)-৬

৬০। মাসকোইয়ান (Mascoian)-8

৬১। মাতাকো-গুয়াইকুরু (Mataco-Guaicuru)-১১

৬২। মায়া (Mayan)-৬৮

৬৩। মেব্রাট (Maybrat)-২

৬৪। মিসুমালপান (Misumalpan)-২

৬৫। মিক্সে-জোকু (Mixe-Zoque)-১৭

৬৬। মিশ্র ভাষা (Mixed Language)-১৯

৬৭। মোঙ্গল-ল্যাংগাম (Mongol-Langam)-৩

৬৮। মুরা (Mura)-১

৬৯। মাসকোজিন (Muskogean)-৬

৭০। না-দেন (Na-Dene)- 80

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

৭১। নামবিকুয়ারান (Nambiquaran)-৬

৭২। নিলো-সাহারান (Nilo-Saharan)-১৯৮

৭৩। নিমবোরান (Nimboran)-৫

৭৪। নর্থ বোগেইনভিল (North Bougainville)-8

৭৫। নর্থ ব্রাজিল (North Brazil)-১

৭৬। নর্থ ককেশিয়ান (North Caucasian)-৩৩

৭৭। ওতো-মাংগুয়েয়ান (Oto-Manguean)-১৭৫

৭৮। পানোন (Panoan)-২১

৭৯। পাউবাসি (Pauwasi)-৫

৮০। পেবা-ইয়াগুয়ান (Peba-Yaguan)-১

৮১। পেনুটিয়ান (penutian)-২৩

৮২। পিয়াউই (Piawi)-২

৮৩। পিজিন (Pidgin)-৫

৮৪। কুয়েচুয়ান (Quechuan)-৪৫

৮৫। রামু-লোয়ার সেপিক (Ramu-Lower Sepik)-৩২

৮৬। স্যালিশান (Salishan)-১৯

৮৭। স্যালিভান (Salivan)-৩

৮৮। সেনাগি (Senagi)-২

৮৯। সেপিক (Sepik)-৫৬

৯০। সিউয়ান (Siouan)-১২

৯১। এসকো (Sko)-৭

৯২। সোমাহাই (Somahai)-২

৯৩। সাউথ বোগেইনভিল (South Bougainville)-৯

৯৪। সাউথ-সেন্ট্রাল পাপুয়ান (South-Central Papuan)-২১

৯৫। তাকানান (Tacanan)-৬

৯৬। তাই-কাদাই (Tai-Kadai)-৯০

৯৭। তারাসকান (Tarascan)-২

৯৮। তেকুইস্তলাতেকান (Tequistlatecan)-২

৯৯। টর-কোয়েরবা (Tor-Kwerba)-২৪

১০০। টরিসেলি (Torricelli)-৫৬

 

পৃথিবীর ভাষা পরিবার | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

১০১। তোতোনাকান (Totonacan)-১২

১০২। তুপি (Tupi)-১৯

১০৩। ভাষা পরিবার নির্ণীত হয়নি এমন ভাষা (Unclassified)-৫৯

১০৪। উরালিক (Uralic)-৩৮

১০৫। উরু-চিপায়া (Uru-Chipaya)-৩৫

১০৬। উতো-আজটেকান (Uto-Aztecan)-৫৬

১০৭। ওয়াকাশান (Wakashan)-৪

১০৮। ওয়েস্ট পাপুয়ান (West Papuan)-২৩

১০৯। উইতোটোয়াম (Witotoam)-৬

১১০। ইয়ানোমান (Yanoman)-8

১১১। ইয়েলে-ওয়েস্ট নিউ ব্রিটেন (Yele-West New Britain)-৩

১১২। ইয়েনিসিয়ান (Yeniseian)-২

১১৩। ইউয়াট (Yuat)-৬

১১৪। ইউকাঘির (Yukaghir)-২

১১৫। জামুকোয়ান (Zamucoan)-২

১১৬। জাপরোয়ান (Zaparoan)-8

সর্বমোট -২৪৬৯

আরও পড়ুনঃ

Leave a Comment