Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

পৃথিবীর বিভিন্ন বর্ণমালা | ভাষাকোষ | শানজিদ অর্ণব

পৃথিবীর বিভিন্ন বর্ণমালা – বস্তুত বর্ণমালা আছে মাত্র একটিই, পৃথিবীর প্রায় সর্বত্র তা-ই ছড়িয়েছে এবং বিভিন্ন ছদ্মরূপ ধারণ করলেও মূলে যে তা এক-ই, তা-ও চাক্ষুষ দেখানো যায়। হিন্দুদের পবিত্র শাস্ত্রগ্রন্থ সবই লেখা ভারতীয় দেবনাগরী লিপিতে, মুসলিমদের কোরাণ লেখা আরবী লিপিতে, ওল্ড টেস্টামেন্ট হিব্রুতে এবং নিউটেস্টামেন্ট লেখা গ্রীকে। এই সমস্ত লিপি বস্তুত এক-ই মূল উৎস থেকে উদ্ভূত, এবং তারই নানান রূপভেদমাত্র।

খ্রী.পূ. দ্বিতীয় সহস্রাব্দের শেষদিকে নিকট প্রাচ্যে, বিশেষত সিরিয়া ও পালেস্তাইনে ব্যবহৃত ঈষৎ-ভিন্ন একগুচ্ছ সেমিটিক বর্ণমালা তাদের উৎসভূমি হিসেবে চিহ্নিত করা যায়।

আমাদের কাছে এই সমস্ত সেমিটিক বর্ণমালা-র মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিনিশীয় বর্ণলিপি, কারণ সেখান থেকেই গ্রীক বর্ণপ্রকরণের উৎপত্তি এবং তার থেকে আবার অন্যান্য ইউরোপীয় বর্ণরূপের সৃষ্টি হয়েছে। [লিখন ও বর্ণমালা, এ.সি. মুরহাউস] এ.সি. মুরহাউস-এর মতে, এখন পর্যন্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্তে আসা যায় যে, মিশরীয় হায়ারোগ্লিফিকস হলো ফিনিশীয় বর্ণলিপির উৎস।

পৃথিবীর বিভিন্ন বর্ণমালা

দক্ষিণ এশিয়ার বর্ণমালাসমূহ
দেবনাগরি বর্ণমালা
গুরুমুখী বর্ণমালা
গুজরাটি বর্ণমালা ওড়িয়া বর্ণমালা
বাংলা বর্ণমালা তামিল বর্ণমালা
তেলেগু বর্ণমালা কান্নাড়া বর্ণমালা
মালায়ালম বর্ণমালা
সিংহলি বর্ণমালা
সিন্ধু সভ্যতার বর্ণমালা
ব্রাহ্মী বর্ণমালা
চোল বর্ণমালা কাইথি বর্ণমালা
চৌকোশির বর্ণমালা
সাতবাহন বর্ণমালা
মোদি বর্ণমালা মণিপুরী বর্ণমালা
তাংক্রি বর্ণমালা অহোম বর্ণমালা
বালটি বর্ণমালা লেপচা বর্ণমালা
চাকমা বর্ণমালা উর্দু বর্ণমালা
মালদ্বীপি বর্ণমালা গুপ্ত বর্ণমালা
লান্দা বর্ণমালা শারাগ বর্ণমালা
সিদ্দাম বর্ণমালা
মিলটি নাগরি বর্ণমালা
সিন্দু লিপি বর্ণমালা
কলিঙ্গ বর্ণমালা
কাশ্মিরী বর্ণমালা

 

পশ্চিম এশিয়ার বর্ণমালাসমূহ
হিব্রু বর্ণমালা আরবি বর্ণমালা
সুমেরীয় বর্ণমালা
প্রোটো এলামিক বর্ণমালা
সামারিটান বর্ণমালা
আরামাইক বর্ণমালা
খারোষ্টি বর্ণমালা
দক্ষিণ-আরবি বর্ণমালা
প্রোটো ফিলিস্তিনি বর্ণমালা
হিট্টাইট হায়ারোগ্লিফিকস
ফিনিশীয় বর্ণমালা
উগারিটিক কীলকাকার বর্ণমালা
ব্যাবিলনীয় কীলকাকার বর্ণমালা
সিপ্রিয়ট সিল্যাব্যারি
আদি হিব্রু বর্ণমালা
পার্থিয়ান বর্ণমালা
পালমিরীয় বর্ণমালা
নাবাতীয় বর্ণমালা
এস্ট্রাংগেলো বর্ণমালা
জ্যাকোবীয় বর্ণমালা
নেস্টোরীয় বর্ণমালা
টানা-পাহলভি বর্ণমালা
সগদিয়ান বর্ণমালা
ম্যানিচিয়ান বর্ণমালা
ম্যানদ্যাইয়ান বর্ণমালা
আবেস্তা বর্ণমালা
লাহান্দা বর্ণমালা বার্বার বর্ণমালা
প্রোটো-ক্যানানাইট বর্ণমালা
উত্তর পূর্ব ইবেরিয়ান বর্ণমালা
দক্ষিণ ইবেরিয়ান বর্ণমালা
এডেসান বর্ণমালা
হাটরান বর্ণমালা এলমাইক বর্ণমালা
থানা বর্ণমালা
ব্যাবলস-এর সিউডো-হায়ারোগ্লিফিকস সিল্যাব্যারি
আচিমিনীয় পার্সিয়ান কীলকাকার বর্ণমালা

 

 

এশিয়া মাইনরের বর্ণমালাসমূহ

লাইডিয়ান বর্ণমালা
কারিয়ান বর্ণমালা
লাইসিয়ান বর্ণমালা
ফ্রাইজিয়ান বর্ণমালা
টোকারিয়ান বর্ণমালা

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্ণমালাসমূহ

চাম বর্ণমালা লান্না বর্ণমালা
মন বর্ণমালা তাই বর্ণমালা
বর্মি বর্ণমালা খেমার বর্ণমালা
থাই বর্ণমালা লাও বর্ণমালা
পিউ বর্ণমালা চু নম লিপি
ছম বর্ণমালা
চিয়েং মাই বর্ণমালা
জাভানিজ বর্ণমালা
বালিনিজ বর্ণমালা
বুগিনিজ বর্ণমালা বটক বর্ণমালা
রেজং বর্ণমালা তাগালগ বর্ণমালা
বুহিদ বর্ণমালা মাংগিয়ান বর্ণমালা

 

পূর্ব এশিয়ার বর্ণমালাসমূহ

চিনা বর্ণমালা হানগুল বর্ণমালা
হিরাগানা বর্ণমালা চুয়ান বর্ণমালা
নুশু বর্ণমালা জি জিয়া বর্ণমালা
জুরচিন বর্ণমালা নাক্সি বর্ণমালা
ইয়ি বর্ণমালা জুরচেন বর্ণমালা
তিব্বতি বর্ণমালা মঙ্গোলীয় বর্ণমালা
কোরীয় বর্ণমালা
জাপানি (কানা) বর্ণমালা
বোন অ্যান্ড শেল বর্ণমালা
অরখন বর্ণমালা
খোটানি বর্ণমালা
খিতন ধ্বনিগত যৌগ
মোসু চিত্রলিপি লোলো বর্ণমালা
পাসসেপা বর্ণমালা
মোসু ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা
পোলার্ড ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা
তাই লু বর্ণমালা
মাঞ্চু বর্ণমালা সিথান বর্ণমালা
তাই নুআ বর্ণমালা
নুচেন ধ্বনিগত যৌগ
সিসিয় ধ্বনিগত যৌগ
উইগুর বর্ণমালা
কোওইউ বর্ণমালা জিনদাই বর্ণমালা
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আফ্রিকার বর্ণমালাসমূহ

আমহারিক বর্ণমালা
মিসরীয় হায়ারোগ্লিফিকস
হাইয়ারেটিকস বর্ণমালা
হিমায়ারাইট বর্ণমালা
ডেমোটিক বর্ণমালা
মেরইটিক বর্ণমালা
ইথিওপিক বর্ণমালা পিউনিক বর্ণমালা
গি’জ বর্ণমালা কপটিক বর্ণমালা
টিফিনাগ বর্ণমালা বামুম বর্ণমালা
ভাই বর্ণমালা মাগরের বর্ণমালা
সোমালীয় বর্ণমালা

 

ইউরোপীয় বর্ণমালাসমূহ

ল্যাটিন বর্ণমালা গ্রিক বর্ণমালা
মার্গলোভানি রুশ বর্ণমালা
জর্জীয় বর্ণমালা সিডেটিক
আর্মেনীয় বর্ণমালা ক্রেটান চিত্রলিপি
ক্রেটান লিনিয়ার এ বর্ণমালা
তাতারীয় বর্ণমালা
ফিস্টাস চাকতির বর্ণমালা
ক্রেটান লিনিয়র বি বর্ণমালা
আদি গ্রিক বর্ণমালা
রুনিক বর্ণমালা
গ্লেগলিটিক বর্ণমালা
এট্রুস্কান বর্ণমালা
ওগহাম বর্ণমালা সিরিলিক বর্ণমালা
আদি হাঙ্গেরীয় বর্ণমালা
গ্যালিক বর্ণমালা
গথিক বর্ণমালা
আলবেনীয় বর্ণমালা

 

 

উত্তর ও দক্ষিণ আমেরিকার বর্ণমালাসমূহ

মায়া হায়ারোগ্লিফিকস বর্ণমালা
আজটেক চিত্রলিপি
আয়মারা বর্ণমালা
পকারট্যাম্বো বর্ণমালা
চেরোকি বর্ণমালা কাউদার বর্ণমালা
ক্রি বর্ণমালা
রঙ্গো-রঙ্গো বর্ণমালা
উলেয়াই বর্ণমালা মরমন বর্ণমালা
ইনাকটিটাট কুইপু
মিক্সটেক জ্যাপোটেক
এপি-ওলমেক টিয়োটিহুয়াকান
[তথ্যসূত্র: দেশে দেশে বর্ণমালা শামসুল হোসেইন (প্রবন্ধ), ancientscript]

 

আরও পড়ুনঃ

Exit mobile version