পক্ষ বা পুরুষের প্রকারভেদ নিয়ে আজকের আলোচনা। এটি ব্যাকরণিক সংবর্গ অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঠ। বাংলা ভাষায় ব্যবহৃত কতকগুলো সর্বনাম বিভিন্ন পক্ষ বা পুরুষ বুঝিয়ে থাকে। বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ারই পক্ষ বা পুরুষ আছে। বিশেষণ ও অব্যয়ের পক্ষ বা পুরুষ নেই।
Table of Contents
পক্ষ বা পুরুষের প্রকারভেদ | পক্ষ(পুরুষ)
পক্ষ বা পুরুষ অনুযায়ী এ সর্বনামগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়, ফলে বাংলায় পক্ষ বা পুরুষও তিন প্রকারের হয়। যেমন:
১. বক্তা পক্ষ বা উত্তম পুরুষ :
যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে কিংবা বক্তার দলের সবাইকে বোঝায় এমন সর্বনাম শব্দ বা পদ হচ্ছে বক্তা পক্ষ বা উত্তম পুরুষ। যেমন : আমি, আমাকে, আমার, আমরা, আমাদের।
২. শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ :
যে সর্বনামের দ্বারা শ্রোতা কিংবা শ্রোতার দলের সবাইকে বোঝায় তাকে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ বলে। যেমন : তুমি, তোমাকে, তোমার, তোমরা, তোমাদের। লে। যেমন : শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষের ব্যবহারের বেলায় ঘনিষ্ঠতা বা সম্মান বোঝাতে তারতম্য প্রকাশ পায়। যেমন : সাধারণভাবে ‘তুমি’, ‘তোমরা’ ব্যবহৃত হয়। অতি তুচ্ছতা বা ঘনিষ্ঠতা বা আদর বোঝাতে ‘তুই’, ‘তোরা’ এবং সম্মানার্থে ‘আপনি’, ‘আপনারা’ ব্যবহৃত হয়। সুতরাং শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ তিন ধরনের : (ক) সাধারণ : তুমি, তোমরা, তোমাকে, তোমাদের । (খ) সম্ভ্রমসূচক : আপনি, আপনারা, আপনাকে, আপনার, আপনাদের । (গ) তুচ্ছার্থক : তুই, তোরা, তোকে, তোর, তোদের।
৩. অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নামপুরুষ :
যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নাম-পুরুষ বলে। ‘আমি’ ও ‘তুমি’ এবং এদের দলভুক্ত অন্যান্য সর্বনাম ছাড়া যাবতীয় সর্বনাম পদ অন্য পক্ষ বা প্রথম পুরুষ। যেমন : সর্বনাম : সে, তাকে, তার, এ, একে, এর, তারা, তাদের। বিশেষ্য পদ : সুমন, পান্না, রহিম, করিম ইত্যাদি। অন্য পক্ষ বা প্রথম পুরুষের বেলায় সাধারণ এবং সম্ভ্রমাত্মক বোঝাতে দু ধরনের সর্বনাম ব্যবহার হয় : (ক) সাধারণ : . সে, তার, তাকে, তারা, তাদের, এ, ও, একে, ওকে ইত্যাদি । (খ) সম্ভ্রমসূচক : তিনি, তাঁর, তাঁকে, তাঁরা, তাঁদের, এঁ, ওঁ, এঁকে, ওঁকে ইত্যাদি।
সর্বনামের পক্ষ বা পুরুষ ও বচনভেদ
লক্ষ কর : পক্ষ বা পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য ঘটে । যেমন : উত্তম পুরুষ : আমি খাই ৷ মধ্যম পুরুষ প্রথম পুরুষ তুমি খাও । আপনি খান। [সম্ভ্রমসূচক] তুই খাস [তুচ্ছার্থক] সে খায় [সাধারণ] তিনি খান। [সম্ভ্রমসূচক] : মনে রাখতে হবে : পক্ষ বা পুরুষভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, কিন্তু পক্ষ বা পুরুষ অপরিবর্তিত থাকলে বচন-ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন : আমি খাই। আমরা খাই। উভয় বাক্যের কর্তা হল উত্তম পুরুষ। প্রথমটা একবচন এবং দ্বিতীয়টা বহুবচন। তা সত্ত্বেও ক্রিয়ার রূপ অপরিবর্তিত রয়েছে ।

আরও দেখুন: