নিঃসঙ্গতা কবিতা – আবুল হাসান

আবুল হাসানের “নিঃসঙ্গতা” কবিতা আধুনিক বাংলা কবিতার এক অনন্য সৃষ্টি, যেখানে কবি নিঃসঙ্গতাকে এক গভীর অস্তিত্ববাদী অভিজ্ঞতা হিসেবে তুলে ধরেছেন। এই কবিতায় ব্যক্তিগত যন্ত্রণা, একাকীত্বের বোধ, সমাজ ও মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে বিচ্ছিন্ন মনে হওয়ার অভিজ্ঞতা স্পষ্ট হয়ে ওঠে। আবুল হাসান তাঁর তীব্র আবেগপূর্ণ ভাষা ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে পাঠকের মনে এমন এক বেদনাময় পরিবেশ তৈরি করেন, যা একদিকে মানবজীবনের চিরন্তন নিঃসঙ্গতার প্রতিচ্ছবি, অন্যদিকে কবির নিজস্ব জীবনের হতাশা ও সংগ্রামের প্রতিফলন।

 

নিঃসঙ্গতা কবিতা

 

নিঃসঙ্গতা কবিতা

 

অতটুকু চায়নি বালিকা !
অত শোভা, অত স্বাধীনতা !
চেয়েছিলো আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক !
অতটুকু চায়নি বালিকা !
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম !
চেয়েছিলো আরো কিছু কম !
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী ।

নিঃসঙ্গতা কবিতা আবৃত্তি:

Leave a Comment