নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল সারাংশ সারমর্ম

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল সারাংশ সারমর্ম লিখন

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল … রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল কবিতা

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল

প্রভু, ক্রীতদাস!

সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু,

সমগ্রে প্রকাশ।

নমি কৃষি-তন্তুজীবী, স্থপতি, তক্ষক, কর্ম, চর্মকার!

অদ্রিতলে শিলাখণ্ড—দৃষ্টি অগোচরে বহু অদ্রি-ভার! কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে

হে পূজ্য, হে প্রিয়!

একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে – আত্মার আত্মীয়।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল সারমর্ম:

ছোট-বড় সকল শ্রেণীর মানুষের অবদানেই গড়ে উঠেছে বিপুলা পৃথিবীর এই সভ্যতা। সুতরাং সকলেই এখানে সম্মান পাওয়ার যোগ্য। তাই মানুষের মাঝে কোনো শ্রেণীভেদ না করে সকলের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে হবে।

 

নমি আমি প্রতিজনে আদ্বিজ চণ্ডাল | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

 

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

আরও দেখুন:

Leave a Comment