ধূসর পান্ডুলিপি কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়। জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।
ধূসর পান্ডুলিপি কাব্যগ্রন্থের ভূমিকায় জীবনানন্দ লিখেছেন:
“আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল—১৩৩৪ সালে। কিন্তু সে বইখানা অনেকদিন আমার নিজের চোখের আড়ালেও হারিয়ে গেছে। আমার মনে হয় সে তার প্রাপ্য মূল্যই পেয়েছে।
১৩৩৬ সালে আর একখানা বই বার করবার আকাঙ্ক্ষা হয়েছিল। কিন্তু নিজ মনে কবিতা লিখে এবং কয়েকটি মাসিক পত্রিকায় প্রকাশিত ক’রে সে ইচ্ছাকে আমি শিশুর মত ঘুম পাড়িয়ে রেখেছিলাম। শিশুকে অসময়ে এবং বারবার ঘুম পাড়িয়ে রাখতে জননীর যেরকম কষ্ট হয়, সেইরকম কেমন একটা উদ্বেগ—খুব স্পষ্টও নয়, খুব নিরুত্তেজও নয়—এই ক’বছর ধ’রে বোধ ক’রে এসেছি আমি।
আজ ন’বছর পরে আমার দ্বিতীয় কবিতার বই বার হ’ল। এর নাম “ধূসর পান্ডুলিপি” এর পরিচয় দিচ্ছে। এই বইয়ের সব কবিতাই ১৩৩২ থেকে ১৩৩৬ সালের মধ্যে রচিত হয়েছে। ১৩৩২ সালে লেখা কবিতা, ১৩৩৬ সালে লেখা কবিতা—প্রায় এগারো বছর আগের প্রায় সাত বছর আগের রচনা সব আজ ১৩৪৩ সালে এই বইয়ের ভিতর ধরা দিল। আজ যে-সব মাসিক পত্রিকা আর নেই—প্রগতি, ধুপছায়া, কল্লোল—এই বইয়ের প্রায় সমস্ত কবিতাই সেইসব মাসিকে প্রকাশিত হয়েছিল একদিন।
সেই সময়কার অনেক অপ্রকাশিত কবিতাও আমার কাছে রয়েছে—যদিও ধূসর পাণ্ডুলিপির অনেক কবিতার চেয়েও তাদের দাবি একটুও কম নয়—তবুও সম্প্রতি আমার কাছে তারা ধূসরতর হয়ে বেঁচে রইল।”
ধূসর পান্ডুলিপি কাব্যগ্রন্থ ( ১৯৩৬ )
লেখক | জীবনানন্দ দাশ |
মূল শিরোনাম | ধূসর পাণ্ডুলিপি |
অঙ্কনশিল্পী | অণিলকৃষ্ণ ভট্টাচার্য |
প্রচ্ছদ শিল্পী | অণিলকৃষ্ণ ভট্টাচার্য |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | আধুনিক বাংলা কবিতা |
প্রকাশনার তারিখ | ১৯৩৬ ডিসেম্বর; ৮৫ বছর আগে |
১৩৪৩, অগ্রহায়ণ বঙ্গাব্দ | |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ |
পৃষ্ঠাসংখ্যা | ১০+১০১ (প্রথম প্রকাশ) |
পূর্ববর্তী বই | ঝরা পালক (১৯২৭) |
পরবর্তী বই | বনলতা সেন (১৯৪২) |
ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ কবিতা সূচী:
এই কাব্যগ্রন্থে মোট কুড়িটি (২০) কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাগুলোর শিরোনাম হলোঃ
১. নির্জন স্বাক্ষর
২. মাঠের গল্প
২.১. মেঠোচাঁদ
২.২. পেঁচা
২.৩. পঁচিশ বছর পর
২.৪. কার্তিক মাসের চাঁদ
৩. সহজ
৪. কয়েকটি লাইন
৫. অনেক আকাশ
৬. পরস্পর
৭. বোধ
৮. অবসরের গান
৯. ক্যাম্পে
১০. জীবন
১১. ১৩৩৩
১২. প্রেম
১৩. পিপাসার গান
১৪. পাখিরা
১৫. শকুন
১৬. মৃত্যুর আগে
১৭. স্বপ্নের হাতে
আরও দেখুন: