Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

দিনলিপি | দিনলিপির গরুত্ব | নির্মিতি | ভাষা ও শিক্ষা

বিশ শতকের বাংলা সাহিত্য | ভাষা ও সাহিত্য | বাংলা রচনা সম্ভার

দিনলিপি | দিনলিপির গরুত্ব | নির্মিতি | ভাষা ও শিক্ষা- দিনলিপি বা ডাইরি হলো প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা ও অনুভূতির ধারাবাহিক বিবরণ—এক ধরনের আত্মপ্রকাশমূলক লেখনী। এটি ভাষা ও চিন্তার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনলিপির আভিধানিক অর্থ হলো ‘রোজনামচা’ বা ‘দিনপঞ্জি’; অর্থাৎ, এমন একটি বই যেখানে প্রতিদিনের ঘটনা ও অনুভব লিখে রাখা হয়। আমরা সাধারণত ডাইরি ব্যবহার করে প্রতিদিনের অভিজ্ঞতা, মনোভাব, লক্ষ্য, সাফল্য বা সংকটের বিবরণ লিপিবদ্ধ করি। দিনলিপি একদিকে যেমন ব্যক্তিগত আত্মমূল্যায়নের সুযোগ দেয়, তেমনি ভাষার ব্যবহার, বাক্য গঠন ও চিন্তাধারার বিকাশে সহায়তা করে। বাংলা গুরুকুলের “ভাষা ও শিক্ষা” বিভাগের “নির্মিতি” অংশে এই রচনার মাধ্যমে দিনলিপির তাৎপর্য ও শিক্ষামূল্য উদ্ভাসিত করা হয়েছে।

 

দিনলিপি

দিনলিপি বা দিনপঞ্জির ইংরেজি পরিভাষা হল – Diary আমরা একটি দিনে যে অভিজ্ঞতা লাভ করি কিংবা আমরা আমাদের প্রতিটি দিন যেভাবে অতিবাহিত করি এবং দিনটিতে যে সাধারণ অভিজ্ঞতা লাভ হয় তা লিখে প্রকাশ করার নামই দিনলিপি। সাধারণত প্রতিদিনের অনেক ঘটনা আমাদের হৃদয়-মন স্পর্শ করে, যেগুলোকে ডাইরিতে টুকে রাখি।

 

লিখে রাখি বন্ধু-বান্ধব কিংবা সহপাঠীদের সঙ্গে নানা আনন্দ-উল্লাস কিংবা সুখ-দুখের ঘটনা। পরের দিনটিতে কোনো প্রয়োজনীয় বিষয় বা প্রোগ্রাম বা কর্মপরিকল্পনাও আমরা লিখে রাখি। এ-সবই দিনলিপির অন্তর্ভুক্ত বা দিনলিপির খণ্ড বা ক্ষুদ্র অংশ। দিনলিপি বলতে সম্পূর্ণ একটি দিনের বিবরণকেই বোঝায়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে পুনরায় রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ে ঘটে যাওয়া কাজের বিবরণই দিনলিপি। প্রতিদিন ঘুমুতে যাওয়ার পূর্বেই দিনলিপি লিখে শেষ করতে হবে। একদিনের দিনলিপি অন্যদিন লিখলে চলবে না। মনে রাখতে হবে যে, প্রতিদিনের লেখাটি ওই দিনে লেখার নামই দিনলিপি।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

দিনলিপির গরুত্ব

দিনলিপির প্রধান কাজ হল সচেতনতা সৃষ্টি। অর্থাৎ বুদ্ধিবৃত্তিক, আবেগিক কর্মপ্রণোদনার মধ্য দিয়ে সৃজনশীলতার ক্ষেত্রকে প্রসারিত করা। দিনলিপি শৃঙ্খলা ও সময়জ্ঞান সম্পর্কে যথার্থ আত্মোপলব্ধি ঘটায়। একটি দিনে কী কী কাজ করা হলো তা দিনলিপিতে পরিষ্কারভাবে চোখের সামনে ধরা পড়ে যা থেকে ভালো-মন্দ বিচার-বিশ্লেষণ করে উন্নত জীবন—গঠনে অনুসারী হওয়া, নতুন আচরণ-অভ্যাস অনুশীলন করা, নতুন দৃষ্টিভঙ্গি গঠন করা এবং ব্যক্তিজীবনে নতুন আচরণ ও মূল্যবোধ প্রদর্শন এবং নতুন জ্ঞানগত পরিবর্তনের প্রতি আস্থাবান হতে সাহায্য করে। সর্বোপরি দিনলিপি আত্মোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বলে এর গুরুত্ব অপরিসীম।

Exit mobile version