Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

দশের লাঠি একের বোঝা | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

নিচে “দশের লাঠি একের বোঝা” প্রবাদটির ভাব-সম্প্রসারণের একটি নমুনা উপস্থাপন করা হলো। আগ্রহী শিক্ষার্থীরা এটি থেকে মূল ধারণাটি গ্রহণ করে, নিজেদের ভাষায় ও চিন্তাভাবনার আলোকে আলাদা করে নিজস্ব সংস্করণ তৈরি করতে পারেন।

ভাব-সম্প্রসারণ কী?
ভাব-সম্প্রসারণ হলো একটি প্রবাদ, কবিতার চরণ, বা উক্তির অন্তর্নিহিত গভীর ভাব ও তাৎপর্য ব্যাখ্যা করে মর্মস্পর্শী ভাষায় প্রকাশ করা। এতে লেখকের মূল বক্তব্যকে আরও ব্যাখ্যামূলকভাবে উপস্থাপন করতে যুক্তি, বিশ্লেষণ, উপমা ও প্রয়োজনে বাস্তব উদাহরণ ব্যবহার করা হয়। মূল উক্তিতে যেখানে কবি বা লেখক তার বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ ও প্রতীকী রূপে উপস্থাপন করেন, ভাব-সম্প্রসারণে সেই ইঙ্গিতগুলিকে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়।

ব্যবহারিক উপযোগিতা:
শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, বিশ্লেষণক্ষমতা ও যুক্তি উপস্থাপনের দক্ষতা বিকাশে ভাব-সম্প্রসারণ একটি কার্যকর অনুশীলন। এটি পাঠ্য বিষয়ে গভীর অনুধাবন গড়ে তোলে এবং লেখার ভাবসম্পন্নতা ও সৌন্দর্য বৃদ্ধি করে।

দশের লাঠি একের বোঝা

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সকলে মিলেমিশে কাজ করার মধ্যে যেমন আনন্দ আছে, তেমনি সবাই মিলে যে কোনো কঠিন কাজও সহজে সমাধা করা যায়। একজনের জন্যে যা বোঝাস্বরূপ দশজনের জন্যে তা একটি লাঠির মতোই হালকা। তাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্যেই সফলতার চাবিকাঠি নিহিত। (এই ভাবসম্প্রসারণটি ৮০ নম্বর ভাবসম্প্রসারণের অনুরূপ।) জীবনে সমবেত প্রচেষ্টার বিশেষ তাৎপর্য আছে। সকলে মিলে যেকোনাে কাজই সহজে সমাধা করা যায়।

মানুষের একার তেমন কোনাে শক্তি নেই, সবার মিলিত শক্তির কোনাে তুলনা নেই। একা যেখানে কোনাে কাজের উপযুক্ত বলে গণ্য হয় না, সেখানে অনেকে একত্রিত হয়ে একটা বৃহৎ শক্তিতে রূপ লাভ করে। সমবায়ের মধ্যে যথার্থ শক্তি নিহিত। অন্যদিকে একার পক্ষে যে কাজ করা কঠিন তা বহুজনে ভাগ করে করলে খুব সহজে সমাধা হয়ে যায়। মানুষের সামাজিক জীবন সে উদ্দেশ্যেই গড়ে উঠেছে। পারস্পরিক সহযােগিতার মাধ্যমে জীবন হয়ে ওঠে সুখময়। যৌথ জীবনের এই বৈশিষ্ট্য থেকেই মানুষ একতাবদ্ধ জীবনযাপনে নিয়ােজিত হয়েছে।

মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ বিশ্ব এত বেশি উন্নত এবং সভ্যতার অগ্রগতিও এত বেশি সাধিত হয়েছে। মানুষের জ্ঞানবিজ্ঞান আবিষ্কারের উৎকর্ষের পেছনে বহু মানুষের অবদান কাজ করছে। তাই একার মধ্যে মানুষ কোনাে কল্যাণ খুঁজে পায় না। বরং একা যে কাজটি পারে না, দশজনের হাতে পড়ে তা খুব সহজে শেষ হয়ে যায়। আবার দশ জনের কাজ যদি একজনের ওপর পড়ে, তবে তা সম্পাদন করা মােটেই সত্ব হয় না। লাঠি যখন একজনের হাতে ব্যবহৃত হয় তা হালকা তুচ্ছ বলে মনে হয়। কিন্তু দশজনের লাঠি একজনের হাতে দিলে তা তখন বােঝা হয়ে ওঠে।

তেমিন দশজনের কাজ একজনের জন্য বােঝা। আবার একজনের বােঝা দশজনের জন্য সাধারণ ব্যাপার। এই বৈশিষ্ট্যের জন্য সমবায় পদ্ধতি প্রচলিত হয়েছে। এর ফলে জীবনের যৌথ উদ্যোগের নানা নমুনা প্রত্যক্ষ করা যাচ্ছে। সমবেত উদ্যোগই জীবনকে সুখের আকর করতে পারে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। একতাই শক্তি কথাটি জীবনে প্রয়ােগ করা উচিত।

Exit mobile version