Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

তোলপাড় গল্প বিশ্লেষণ

class 6 bangla 1st paper prose c তোলপাড় গল্প বিশ্লেষণ

তোলপাড় গল্প বিশ্লেষণ – আলোচ্য বিষয়। তোলপাড় [ Tolpar ] এই ক্লাসটি ৬ষ্ঠ শ্রেণীর বাংলা [ Class 6 Bangla ] চারুপাঠ [ Charupath ] এর বিখ্যাত গদ্য “তোলপাড়” এর পাঠ। তোলপাড় [ Tolpar ] গল্পটি বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমান [ Shawkat Osman ] এর মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প। এখানে লেখক মুক্তিযুদ্ধের শুরুতে ২৫ মার্চের কালরাতের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। পাকিস্তানি এ অভিযানের নাম ছিল ‘অপারেশন সার্চলাইট [ Operation Searchlight ] ’। এই অপারেশনের মাধ্যমে তারা ঘুমন্ত নিরীহ বাঙালিদের হত্যা করার খেলায় মেতে ওঠে।

 

 

তোলপাড় গল্প বিশ্লেষণ

 

বুদ্ধিজীবী, গণ্যমান্য ব্যক্তি, ছাত্র, দিনমজুর, নারী, পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, শিশুসহ সবাইকে হত্যা করা শুরু করে। বাড়িঘর, অফিস-আদালত সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে দেয়। মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে শহর থেকে গ্রামের দিকে ছুটতে থাকে। গ্রামের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে। রোদ, বৃষ্টি, ঝড়, কাদা—সবকিছুকে উপেক্ষা করে মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে হেঁটেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। দীর্ঘ হাঁটার ক্লান্তি মানুষকে অসহায় করে তোলে। এর মধ্যে ক্ষুধা-তৃষ্ণায় কাতর হয়ে পড়ে সবাই। পাকিস্তানি সেনারা বাঙালির ওপর নিষ্ঠুর হায়েনার মতো আচরণ করেছে।

তারা নির্বিচারে মানুষ হত্যা ও অমানবিক নির্যাতন করে পশুত্বের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত মানবতার কাছে তাদের হার মানতে হয়েছে। পরিশেষে বলা যায়, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের হাত থেকে ছোট-বড়, বৃদ্ধ-শিশু কেউ রক্ষা পায়নি। তাদের অত্যাচার, অবিচার ছিল মানবজাতির জন্য চরম লজ্জার।

 

 

শওকত ওসমান (২ জানুয়ারি ১৯১৭–মে ১৪, ১৯৯৮) বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। জন্মসূত্রে তাঁর নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন। তিনি মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসাবে সমধিক পরিচিত ছিলেন।

”ক্রীতদাসের হাসি” তাঁর প্রসিদ্ধ উপন্যাস। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৬৬ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৭ সালে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭), ১৯৮৩ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি শীর্ষপর্যায়ী পুরস্কার ও পদকে ভূষিত হন।

 

 

তোলপাড় গল্প বিশ্লেষণ :

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুন:

 

Exit mobile version