Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

ণ ত্ব বিধান | শুদ্ধ বাংলা বানানের নিয়ম

ণ ত্ব বিধান ণ ত্ব বিধান | শুদ্ধ বাংলা বানানের নিয়ম

ণ ত্ব বিধান শেখাতে আলোচনা করা হয়েছে, “বাংলা ব্যাকরণ” এর “শুদ্ধ বাংলা বানানের নিয়ম” বিষয়ে। শুদ্ধ বাংলা বানানের নিয়ম এর অংশ হিসেবে “ণ-ত্ব বিধান”। তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে। ণ-ত্ব বিধান এর এই পর্বে আলোচনা করা হয়েছে “ণ ও ন বানানের নিয়ম” নিয়ম নিয়ে। এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, পলিটেকনিক ডিসিপ্লিনের, বাংলা (৬৫৭১১) কোর্সের অন্তর্গত।

যে কোর্সটি “ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং”, “ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং”, “ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং”, “ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং” সহ, পলিটেকনিক এর প্রায় প্রতিটি টেকনোলোজির পাঠ্যক্রমের অংশ। পলিটেকনিক এর সিলেবাস ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর (ক্লাস ১১-১২) সিলেবাস এর অনেক মিল থাকায় এই পাঠগুলো এইচএসসি শিক্ষার্থীদের একই ভাবে সহায়তা করবে। এই ক্লাসটি সহায়তা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে, যেমন বিসিএস প্রস্তুতি, ব্যাংক চাকরির প্রস্তুতি সহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে।

 

ণ ত্ব বিধান

বাংলা বানানে ‘দন্ত্য-ন’ ও ‘মূর্ধন্য-ণ’ ব্যবহারের নিয়মকে ‘ণত্ব বিধান’ বলে৷ বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ব্যবহারের প্রয়োজন নেই৷ সেজন্য বাংলা (দেশি), তদ্ভব, বিদেশি, বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না৷ কিন্তু বাংলায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়৷ তৎসম শব্দের বানানে ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান৷

 

 

ণ ব্যবহারের নিয়ম

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়৷ যেমন:

চাণক্য মাণিক্য গণ          বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা৷
কল্যাণ শোণিত মণি          স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা৷
আপণ লাবণ্য বাণী          নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ৷
চিক্কণ নিক্কণ তূণ          কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ৷

চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি৷

 

 

কোথায় কোথায় ণত্ব বিধান নিষেধ বা খাটে না

 

ণ ত্ব বিধান নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুন:

Exit mobile version