সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন

আজকের আলোচনার বিষয়ঃ সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন। যা বাংলা ব্যাকরণ ও নির্মিতি এর অন্তর্গত।

 

সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন

 

সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন

গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা :

১. সরল বাক্য

২. জটিল বাক্য

৩. যৌগিক বাক্য

১. সরল বাক্য :

যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটিই সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন :
খোকন বই পড়ছে। আমি বহু কষ্টে সাঁতার শিখেছি। জগতে অসম্ভব বলে কিছু নেই ।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

২. জটিল বাক্য :

যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন :

যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।

কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।

তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি।

 

সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন

 

৩. যৌগিক বাক্য :

দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে যৌগিক বাক্য বলে। যেমন :
ছেলেটি গরিব কিন্তু মেধাবী। দুঃখ এবং বিপদ এক সাথে আসে। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না।

জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত।

জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ, একটি অপরটির ওপর নির্ভরশীল।

 

সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন

 

যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র। ও, এবং, আর, অথচ, কিংবা, বরং ইত্যাদি অব্যয়যোগে যৌগিক বাক্যের অন্তর্গত খণ্ডবাক্যগুলো যুক্ত হয়। যেমন :

জটিল : যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ।

যৌগিক : লোকটি ধনী কিন্তু কৃপণ ৷

জটিল : যদিও তাঁর টাকা আছে, তবু তিনি দান করেন না।

যৌগিক : তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না।

জটিল : যখন বিপদ আসে, তখন দুঃখও আসে।

যৌগিক : বিপদ এবং দুঃখ একই সাথে আসে।

আরও দেখুনঃ

Leave a Comment