Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের আবেদন জানিয়ে আবেদনপত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের আবেদন জানিয়ে আবেদনপত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা ,আবেদন পত্র লেখার নিয়ম আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে। ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা কিংবা ইংরেজি যে ভাষাতেই হোক না কেন তা সঠিকভাবে জানা প্রয়োজন।

 

 

একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে।

 

 

আবেদন পত্র বা দরখাস্ত একটি formal বা আনুষ্ঠানিক পত্র। এজন্য এটি লেখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয়। কেননা সুনির্দির্ষ্ট নিয়মাবলী অনুসরণ না করলে , অনেকাংশেই আবেদন করা এই পত্রটি অকার্যকর বা বাতিল হিসেবে গণ্য হয়ে যাতে পারে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের আবেদন জানিয়ে আবেদনপত্র

তারিখ : ১৩ আগস্ট, ২০০০

বরাবর

অধ্যক্ষ,

…. সরকারি কলেজ,

যশোর।

বিষয় : ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের অনুমতি প্রার্থনা।

জনাব,

বিনীত নিবেদন এই যে, এই মাত্র টেলিগ্রাম পেয়ে জানতে পারলাম যে, গ্রামের বাড়িতে আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মায়ের সু-চিকিৎসার ব্যাপারে বাড়িতে যাওয়া জরুরি হয়ে পড়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে আগামীকাল থেকে অন্তত সাত দিনের ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের অনুমতি দিয়ে বাধিত করবেন।

বিনীত

অফিস সহকারী

আরও দেখুন:

Exit mobile version