Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

চাষার দুক্ষু প্রবন্ধ বিশ্লেষণ || রোকেয়া সাখাওয়াত হোসেন

hsc alim class 11 12 bangla e0 16 চাষার দুক্ষু প্রবন্ধ বিশ্লেষণ || রোকেয়া সাখাওয়াত হোসেন

চাষার দুক্ষু প্রবন্ধ এইচএসসি বাংলা, আলিম ক্লাস বাংলা প্রথম পত্রের, সাহিত্যপাঠ বই এর অংশ।

 

চাষার দুক্ষু প্রবন্ধ

 

অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় :

সভ্যতার বস্তুগত দিক সম্পর্কে ধারণা লাভ করবে।

মুষ্টিমেয় ধনী ব্যক্তির উন্নতিই যে দেশ ও জাতির উন্নতি নয়, সে সম্পর্কে ধারণা লাভ করবে।

জাতির মেরুদণ্ড চাষার সাথে অন্যান্য পেশাজীবী শ্রেণির আয় বৈষম্য সম্পর্কে জানতে পারবে।

বর্তমানে বাংলার কৃষকদের অবর্ণনীয় শ্রম এবং তাদের নিদারুণ দারিদ্র্য সম্পর্কে ধারণা লাভ করবে।

পূর্বে দেশবাসীর বস্ত্র সমস্যা সমাধানে কৃষকরমণীদের অবদান সম্পর্কে জানতে পারবে।

সভ্যতার নামে পরানুকরণ ও বিলাসিতায় দরিদ্র কৃষকের ক্ষতিকর পরিণতি সম্পর্কে জানতে পারবে।

আমাদের পরিত্যাগ করা স্বদেশী পণ্য লুফে নিয়ে ইউরোপীয়দের প্রচুর মুনাফা অর্জন সম্পর্কে জানতে পারবে।

সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পগুলো ক্রমশ বিলুপ্ত হওয়ার কারণ সম্পর্কে জানতে পারবে।

দেশের চাষিদের অবস্থার পরিবর্তনে স্বদেশী পণ্য উৎপাদন ও ব্যবহার সম্পর্কে জানতে পারবে।

পাঠশালা আর ঘরে ঘরে চরকা ও টেকোর প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান লাভ করবে।

 

 

উৎস পরিচিতি :

রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘চাষার দুক্ষু’ শীর্ষক রচনাটি বাংলা একাডেমি প্রকাশিত “রোকেয়া রচনাবলি থেকে নেওয়া হয়েছে।

মূলবাণী/মর্মবাণী/উপজীব্য বিষয়: কৃষকের অর্থনৈতিক মুক্তি

 

শব্দার্থ ও টীকা

ছেইলা – ছেলে। সন্তান-সন্ততি অর্থে।

পৈছা – স্ত্রীলোকদের মণিবন্ধনের প্রাচীন অলঙ্কার।

দানা – খাদ্য অর্থে।

অভ্রভেদী – অভ্র অর্থ আকাশ।

ট্রামওয়ে – ট্রাম চলাচলের রাস্তা।

বায়স্কোপ – চলচ্চিত্র, ছায়াছবি, সিনেমা।

চাষাই সমাজের মেরুদন্ড – বাংলা কৃষিপ্রধান দেশ।

কৌপিন – ল্যাঙ্গট।

মহীতে – পৃথিবীতে।

টেকো – সুতা পাকাবার যন্ত্র।

এন্ডি – মোটা রেশমি কাপড়।

বেলোয়ারের চুড়ি – উৎকৃষ্ট স্বচ্ছ কাচে প্রস্তুত চুড়ি।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সারমর্ম

তাঁর শিক্ষা ও সামাজিক কর্মকাÐ থেকে শুরু করে লেখালেখির জগৎ উৎসর্গ করা হয়েছে পশ্চাৎপদ নারীসমাজের মুক্তি ও সমৃদ্ধির জন্য। কিন্তু চোষার দুক্ষু’ শীর্ষক প্রবন্ধটি তৎকালীন দারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার মর্মন্তুদ দলিল হয়ে আছে। ভারতবর্ষের সভ্যতা ও অগ্রগতির ফিরিস্তি তুলে ধরে তিনি দেখিয়েছেন, সেখানে কৃষকদের অবস্থা কত শোচনীয়।

কুটির শিল্পকে ধ্বংস করে দিয়ে আত্মনির্ভরশীল গ্রাম সমাজকে চরম সংকটের মধ্যে ফেলেছে ব্রিটিশ শাসকগোষ্ঠী। কৃষকদের এই মুমূর্ষু অবস্থা থেকে মুক্তির জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠানের উপর গুরুত্বারোপ করেছেন। আর গ্রামীণ কুটির শিল্পকে বাঁচিয়ে রাখারও পরামর্শ দিয়েছেন। এই প্রবন্ধে রোকেয়ার অসাধারণ পাণ্ডিত্য, যুক্তিশীলতা ও চিন্তার বিস্ময়কর অগ্রসরতার প্রতিফলন ঘটেছে।

 

 

 

চাষার দুক্ষু প্রবন্ধ বিশ্লেষণ ঃ

 

আরও দেখুন:

Exit mobile version