Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

গল্প লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় | গল্প লিখন | ভাষা ও শিক্ষা

গল্প লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় | গল্প লিখন | ভাষা ও শিক্ষা , গল্পে একটি কাহিনে বা ঘটনা থাকবে এটাই স্বাভাবিক। কাহিনিই গল্পের অবয়ব। এর উপস্থাপনা, ক্রমবিকাশ ও পূর্ণতা বা সমাপ্তির মধ্য দিয়ে একটি গল্পের পূর্ণাঙ্গ চেহারা পরিস্ফূট হয়, সেজন্য গল্পের সাধারণত তিনটি সুস্পষ্ট অংশ থাকে- ১. সূচনা, ২. বিস্তার, ৩. সমাপ্তি। সূচনা অংশ সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। সূচনায় গল্পের পঠভূমি তৈরি হয়ে কাহিনির ধারাবাহিকতাকে বিস্তারের অভিমুখী করে। মধ্যপর্যায়ে কাহিনি বিস্তৃত হয়ে ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোয়।

 

 

গল্প লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় | গল্প লিখন | ভাষা ও শিক্ষা

১। গল্প লেখার আগেই মনের ভিতর গল্প রচনা করতে হবে। যে-বিষয়ে গল্প রচিত হবে সে বিষয়ের ঘটনাটি স্মৃতিতে নিয়ে মোটামুটি একটি গল্পের রূপরেখা অঙ্কিত করে নিলে গল্প লেখা সহজ হয়।

২। গল্পের কাহিনি বা ঘটনাটিকে পূর্বাপর সাজিয়ে নিয়ে বর্ণনা করতে হবে অর্থাৎ কথার জাল বুনতে হবে। কথার সে জালে গল্পের চরিত্রগুলো যেমন সজীব হয়ে উঠবে পাঠকও তেমনি কথার মায়াজালে আটকে গিয়ে গল্পের রসাস্বাদনে মগ্ন থাকবে।

৩। যদি কোনো গল্পের শিরোনামে গল্পের সংকেত দেওয়া থাকে তবে সে অনুযায়ী অর্থাৎ গল্পের শিরোনামের সঙ্গে সঙ্গতি রক্ষা করে গল্পটি লিখতে হবে। অন্যথায় গল্পের একটি নাম বা শিরোনাম দিতে হবে। সাধারণত গল্পের কাহিনি বা চরিত্র অনুযায়ী গল্পের নামকরণ করতে হয়।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

৪। গল্পের শুরু থেকে পাঠকের মনে কৌতূহল জাগিয়ে তুলতে হয় এমনভাবে, যাতে গল্পের শেষ পর্যন্ত পাঠক সমান কৌতূহল নিয়ে গল্পটি পড়ে ।

৫। গল্পের ভাষা ও রচনাশৈলী সম্পর্কে আগেই বলা হয়েছে। শুদ্ধ ভাষা ও শুদ্ধ বানানের দিকে সজাগ ও সযত্ন দৃষ্টি থাকা প্রয়োজন।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version