খুদে বার্তা বা এসএমএস | ভাষা ও শিক্ষা

খুদে বার্তা বা এসএমএস | ভাষা ও শিক্ষা ,খুদে বার্তা সেবা বা শর্ট মেসেজ সার্ভিস (ইংরেজি: Short Message Service) বা সংক্ষেপে এস এম এস (SMS) হল তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম। সব মোবাইল ফোন কোম্পানি এবং বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি এই সুবিধা দিয়ে থাকে। এতে মোবাইলের কি প্যাডের মাধ্যমে শব্দ বা বাক্য লিখে মোবাইল অপারেটরের মাধ্যমে অন্য কোন মোবাইলে আন্ত অপারেটর বা আন্ত দেশীয় বার্তা পাঠানো হয়। এটির মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো স্থানের প্রাপকের কাছে যেকোনো বার্তা সহজেই মোবাইলে পাঠানো সম্ভব।

 

খুদে বার্তা বা এসএমএস | ভাষা ও শিক্ষা

 

খুদে বার্তা বা এসএমএস | ভাষা ও শিক্ষা

Short Message Service-এর সংক্ষিপ্ত রূপ হল- SMS, এর বাংলা পরিভাষা হলো খুদে বার্তা। তথ্য আদান- . প্রদানে এসএমএস (SMS) একটি জনপ্রিয় মাধ্যম। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে খুদে বার্তার জনপ্রিয়তা যেমন সবার শীর্ষে তেমনি এটি একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যমও বটে। ইচ্ছে করলে একইসঙ্গে একটি বার্তা অনেকের কাছে বা সমগ্র দেশ, এমনকি গোটা বিশ্বময় পৌঁছে দেয়া বা প্রচার করা সম্ভবপর। বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করার বদৌলতে সবাই এই খুদে বার্তা বা এসএমএস এর সঙ্গে পরিচিত।

খুদে বার্তা বা এসএমএস | ভাষা ও শিক্ষা

 

যাদের মোবাইল আছে তারা প্রতিদিনই কমবেশি দু-চারটে ক্ষুদে বার্তা বা এসএমথডস লিখে এবং আদান-প্রদান করে থাকে। বন্ধু-বান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন এমনকি অফিসের পিয়নটির কাছে কিংবা বাসায়, কোনো দোকানে বা শপিংমলে বা হোটেল- রেস্তোরায় বা পরিবারের কাছে, বলতে গেলে সবার কাছেই এই খুদে বার্তার কদর রয়েছে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

খুদে বার্তার প্রক্রিয়ায় সংক্ষিপ্ত আকারে টেক্সট লিখে একটি মোবাইল ফোন থেকে অন্য কোনো মোবাইল ব্যবহারকারীর নিকট পাঠানো হয়। সব মোবাইল ফোন কোম্পানি এই সুবিধা দিয়ে থাকে। এর জন্যে মোবাইল কোম্পানি কিছু চার্জ আরোপ করে থাকে।

বর্তমানে তথ্য-প্রযুক্তির উৎকর্ষের ফলে কম্পিউটার থেকে মোবাইল ফোনে খুদে বার্তা বা এসএমএস আদান-প্রদান করা যায়। ইন্টারনেটে অনেক ওয়েব সাইট রয়েছে যারা বিনামূল্যে তাদের ওয়েব সাইট থেকে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা প্রদান করে থাকে। মোবাইল কোম্পানিগুলোও মোবাইল ব্যবহারকারীদের প্রায় সময়ই ফ্রি এসএমএস করার সুবিধা দিয়ে থাকে ।

আরও দেখুন:

Leave a Comment