খুদে বার্তার সুবিধা | খুদে বার্তা | ভাষা ও শিক্ষা , খুদে বার্তা সেবা বা শর্ট মেসেজ সার্ভিস (ইংরেজি: Short Message Service) বা সংক্ষেপে এস এম এস (SMS) হল তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম। সব মোবাইল ফোন কোম্পানি এবং বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি এই সুবিধা দিয়ে থাকে। এতে মোবাইলের কি প্যাডের মাধ্যমে শব্দ বা বাক্য লিখে মোবাইল অপারেটরের মাধ্যমে অন্য কোন মোবাইলে আন্ত অপারেটর বা আন্ত দেশীয় বার্তা পাঠানো হয়। এটির মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো স্থানের প্রাপকের কাছে যেকোনো বার্তা সহজেই মোবাইলে পাঠানো সম্ভব।
ভয়েস বা কথা কে রেকর্ড করে তারপর তা এস এম এস সার্ভিস এর মাধ্যমে অন্য মোবাইলে পাঠানো হল ভয়েস এস এম এস। ভয়েস এস এম এস এর সুবিধা হল এর মাধ্যমে তাড়াতাড়ি যেকোনো কথা অন্য কাউকে রেকর্ড করে পাঠানো যায়। এতে পরিশ্রম করে কোন মেসেজ টাইপ করে পাঠাতে হয় না। মুখে বললেই সেটি রেকর্ড হয়ে প্রাপকের কাছে পৌঁছে যায়।
বহুকাল আগে থেকে মানুষ পরষ্পরের সাথে মনের ভাব আদান-প্রদান এর জন্য ব্যবহার করতেন সাংকেতিক ভাষার মাধ্যমে। পর্বর্তীতে মনের ভাব প্রকাশ করার জন্য প্রচলন হয় ভাষার। ভাষা হয়ে উঠে ধীরে ধীরে মানুষের ভাব প্রকাশের ক্ষেত্রে উত্তম একটি মাধ্যম।

মানুষ সামাজিক জীব। তাই সমাজবদ্ধ হয়ে থাকার জন্য তাকে পরষ্পরের সাথে মিশতে হয়, পরষ্পরের সাথে মতবিনিময় করতে হয়। পরষ্পরের সাথে আমাদের মনের ভাবের আদান প্রদান, অথবা ব্যক্তিগত জীবন কিংবা কর্মজীবনে ভাবেন আদান প্রদান বিনিময় করে থাকি খুদে বার্তা কিংবা ম্যাসেজের মাধ্যমে।
কিন্তু কাছে অবস্থান করা ব্যক্তির সাথে ভাবের আদান প্রদান ভাষার মাধ্যমে করা সম্ভব নয়। আর সেই থেকে মানুষ পরষ্পরের সাথে মনের ভাব আদান প্রদান করার জন্য বেছে নেয়, ম্যাসেজ কিংবা ক্ষুদে বার্তা। আর তখন থেকেই প্রচলন হয়েছে ক্ষুদে বার্তা কিংবা ম্যাসেজের।
খুদে বার্তার সুবিধা | খুদে বার্তা | ভাষা ও শিক্ষা
খুদে বার্তার হাজারো সুবিধার মধ্যে কয়েকটি সুবিধা নিম্নরূপ :
১। অতি দ্রুত তথ্য প্রেরণ করা যায়।
২। খুব দ্রুত সময়ের মধ্যে খুদে বার্তাটি পাঠ করে তৎক্ষণাৎই তার উত্তর প্রেরণ করা যায়।
৩। খুদে’ বার্তা পৌঁছতে সমস্যা হলে প্রোগ্রামই তা জানিয়ে দেয়। ৪। খুদে বা’র্তার খরচ খুবই কম।
৫। ইচ্ছে মতো যে কোনো সময়ে প্রেরণ করা যায়।
৬। ভবিষ্যতে দেখার জন্য ডকুমেন্ট বা মেসেজগুলোকে কোনো একটি ফোল্ডারে জমা করে রাখা যায়।
৭। যে কোনো সময় খুদে ‘বার্তার রিপ্লাই বা উত্তর করা যায়।
আরও দেখুন: