খুকী ও কাঠবিড়ালি কবিতা – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম রচিত খুকী ও কাঠবিড়ালি একটি জনপ্রিয় শিশুতোষ কবিতা, যা কোমল হৃদয় ও কল্পনাশীল শিশুমনের জগৎকে সুন্দরভাবে উপস্থাপন করে। এই কবিতায় কবি এক শিশুর সঙ্গে কাঠবিড়ালির মধুর কথোপকথনের মাধ্যমে প্রাকৃতিক জগতের প্রতি মায়া ও কৌতূহলের ছবি আঁকেন। কাঠবিড়ালির দৌড়ঝাঁপ, তার গাছ বেয়ে ওঠা এবং খুকীর খুশি মন—সব মিলিয়ে কবিতাটি পাঠকের মনে এক ধরনের সরল আনন্দ ও কল্পনার রঙ ছড়িয়ে দেয়। নজরুল তাঁর সহজ-সরল ভাষা, ছন্দ ও ছান্দসিক গুণের মাধ্যমে শিশুদের সাহিত্যপাঠে আগ্রহী করে তোলেন, যা খুকী ও কাঠবিড়ালি কবিতার এক বড় বৈশিষ্ট্য।

 

কাঠবিড়ালি কবিতা
কাঠবিড়ালি কবিতা

 

খুকী ও কাঠবিড়ালি কবিতা – কাজী নজরুল ইসলাম

 

কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও?
গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি নেবু? লাউ?
বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও?-

ডাইনি তুমি হোঁৎকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক!
বাতাবি-নেবু সকলগুলো
একলা খেলে ডুবিয়ে নুলো!
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও?
ছোঁচা তুমি! তোমার সঙ্গে আড়ি আমার! যাও!

কাঠবেড়ালি! বাঁদরীমুখী! মারবো ছুঁড়ে কিল?
দেখনি তবে? রাঙাদা’কে ডাকবো? দেবে ঢিল!
পেয়ারা দেবে? যা তুই ওঁচা!
তাইতো তার নাকটি বোঁচা!
হুতমো-চোখী! গাপুস গুপুস!
একলাই খাও হাপুস হুপুস!
পেটে তোমার পিলে হবে! কুড়ি-কুষ্টি মুখে!
হেই ভগবান! একটা পোকা যাস পেটে ওর ঢুকে!

ইস। খেয়ো না মস্তপানা ঐ সে পাকাটাও!
আমিও খবই পেয়ারা খাই যে! একটি আমায় দাও!
কাঠবেড়ালি! তুমি আমার ছোড়দি’ হবে? বৌদি হবে? হুঁ,
রাঙা দিদি? তবে একটা পেয়ারা দাও না! উঁঃ!

এ রাম! তুমি ন্যাংটা পুঁটো?
ফ্রকটা নেবে? জামা দু’টো?
আর খেয়ো না পেয়ারা তবে,
বাতাবি নেবুও ছাড়ুতে হবে!
দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট? অ-মা দেখে যাও!-
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!

 

খুকী ও কাঠবিড়ালি কবিতা নিয়ে বিস্তারিতঃ

নজরুলের খুকি ও কাঠবিড়ালী শীর্ষক এই কবিতার পেছনে রয়েছে এক মজার গল্প। নজরুল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তিনি যেখানেই যেতেন শিশুদের সঙ্গে তাঁর বন্ধু গড়ে উঠতো। ১৯২১ সালে তিনি কুমিল্লায় বেড়াতে গিয়েছিলেন। তিনি উঠেছিলেন ইন্দ্র কুমার সেনগুপ্তের বাড়িতে। অঞ্জলি নামের ইন্দ্রবাবুর একটি মেয়ে ছিল। নজরুলের বন্ধুদের তালিকায় এই মেয়েটিও ঢুকে গেল। নজরুল একদিন দেখলেন এই মেয়েটি একটি গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। নজরুল কাছে গিয়ে দেখলেন মেয়েটি একটি কাঠবিড়ালীর সঙ্গে কথা বলছে। তিনি অবুঝ মেয়েটির সারল্য দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি লিখলেন, খুকি ও কাঠবিড়ালী কবিতাটি।

নজরুলের ছোটদের কবিতাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পিলেপটকা, খাদু দাদু, লিচু চোর, মটকুল মাইতি, খুকি ও কাঠবিড়ালী প্রভৃতি। ছোটদের আবৃত্তি প্রতিযোগিতা হোক বা আবৃত্তির আসর নজরুলের লেখা লিচু চোর খুবই জনপ্রিয়।

 

খুকী ও কাঠবিড়ালি কবিতা আবৃত্তিঃ

 

Leave a Comment