Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

কৃষি শিক্ষার গুরুত্ব ব্যক্ত করে পত্রিকায় প্রকাশের জন্যে পত্র রচনা | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

কৃষি শিক্ষার গুরুত্ব ব্যক্ত করে পত্রিকায় প্রকাশের জন্যে পত্র রচনা | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা ,একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।

 

 

বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে।

 

 

আবেদন পত্র লেখার নিয়ম আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে। ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা কিংবা ইংরেজি যে ভাষাতেই হোক না কেন তা সঠিকভাবে জানা প্রয়োজন।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

দরখাস্ত লেখার বিভিন্ন প্রকার ফরমেট রয়েছে। কেউ অফিসের প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, কেউ বা আবার চাকরির দরখাস্ত লিখছেন, আবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল-কলেজের প্রধান বরাবরে দরখাস্ত লিখছেন। যদিও কাজের ধরন অনুয়ায়ী আবেদন ভিন্ন ভিন্ন হয় তবে আপনি যদি একটি আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্বে আনতে পারেন, তাহলে যেকোন প্রকারের দরখাস্ত লিখতে অপনার সমস্যা হবে না।একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।

কৃষি শিক্ষার গুরুত্ব ব্যক্ত করে পত্রিকায় প্রকাশের জন্যে পত্র রচনা

তারিখ : ২৫ মার্চ, ২০০০

সম্পাদক,

দৈনিক ইত্তেফাক

১ রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা-১২০৩।

কালকিনি, মাদারীপুর।

জনাব,

আপনার বহুল প্রচারিত পত্রিকার ‘চিঠিপত্র’ কলামে এই পত্রটি প্রকাশ করলে বাধিত হব। বর্তমান খাদ্যসঙ্কট মোকাবেলায় কৃষি-শিক্ষার গুরুত্ব অপরিসীম বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের শতকরা প্রায় আশিজন লোক কৃষিজীবী। দেশের অর্থনৈতিক বুনিয়াদ সম্পূর্ণ কৃষির ওপর নির্ভরশীল। অথচ বর্তমানে এদেশের কৃষির অবস্থা অত্যন্ত শোচনীয়। কৃষককুল নানা অভাব-অনটন ও রোগ- শোকে জর্জরিত। তারা আধুনিক যন্ত্রপাতি ও কৃষি-প্রণালি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। পুরাতন ভোঁতা-লাঙল এবং হাড্ডিসার- গরু এখনও তাদের কৃষির সম্বল। এর একমাত্র কারণ হচ্ছে- কৃষি-শিক্ষার অভাব।

পৃথিবীর অপরাপর রাষ্ট্রগুলো কৃষিক্ষেত্রে যেখানে উন্নতির চরম শিখরে পৌঁছেছে, সেখানে কৃষি শিক্ষার অভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি। তাই এদেশের জনগণের ত্বরিত ভাগ্যোন্নয়ন ঘটাতে হলে কৃষি-শিক্ষার ওপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে। কৃষি- শিক্ষাকে প্রত্যেক শ্রেণির পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলক করতে হবে। যে কৃষককুল গোটা দেশ ও জাতির মুখে অন্ন তুলে দিচ্ছে তাদের উন্নয়নের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বয়স্কদেরও বিজ্ঞানসম্মত কৃষি-শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।

বিনীত

কালকিনি, মাদারীপুর।

আরও দেখুন:

Exit mobile version