কাল্পনিক সংলাপ অচেনা আগন্তুক | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

কাল্পনিক সংলাপ অচেনা আগন্তুক | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা , শিক্ষার্থীর লেখ্য সংলাপ প্রধানত বিষয়ানুগ, তাতে কেবল প্রদত্ত বিষয়ের আলোচনা প্রাধান্য লাভ করে, নাটকের কাহিনীর অগ্রগতি ও চরিত্রের পরিণামমুখী বিকাশের অবকাশ নেই। এই জন্য সাধারণ সংলাপ চরিত্রানুগ হয় না। বরং বলা যায়, কোনো প্রাবন্ধিক-বিষয়কে সংলাপের ভিন্ন স্বাদে পরিবেশিত করা হয়। গল্প-উপন্যাসেও সংলাপ থাকে, তবে তা বর্ণনা অংশের অঙ্গীভূত হয়ে কাহিনী ও চরিত্রের অগ্রগতিতে সহায়তা করে।

 

কাল্পনিক সংলাপ অচেনা আগন্তুক | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

কাল্পনিক সংলাপ অচেনা আগন্তুক

[কলিংবেল শুনে দরজা খোলার পর দরজায় অচেনা আগন্তুক আমার মুখোমুখি]

আমি জি, কাকে চাচ্ছেন ?

আগন্তুক : এটা কি বাদল সাহেবের বাড়ি?

আমি : জি। আপনার নাম?

আগন্তুক : নিয়ামত আলী। তিনি কি বাসায় আছেন ?

আমি : আছেন। কিন্তু আপনি কী কাজে এসেছেন ?

আগন্তুক তিনি আমার অনেকদিনের পুরাতন বন্ধু।

আমি : আপনার নাম বললে বাবা আপনাকে চিনবেন?

আগন্তুক : অনেক দিন দেশের বাহিরে ছিলাম তো। গত সপ্তাহে দেশে ফিরেছি। তুমি গিয়ে বলো তোমার কানাডীয় বন্ধু এসেছেন।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আগন্তুক : আমি কি একটু ভেতরে এসে বসতে পারি?

আমি : জি হ্যাঁ আসুন। আব্বুকে ডেকে দিচ্ছি।

আগন্তুক : এক গ্লাস সাদা পানি দিয়ো মা।

আমি : জি অচ্ছা।

আগন্তুক : [নিয়ামত আলী সোফায় বসবে।]

আমি : [কিছুক্ষণ পর গ্লাসভর্তি পানি হাতে ফিরে এসে] এই নিন লেবুর শরবত। আপনার কিছু সময়

অপেক্ষা : করতে হবে। আব্বু বাহিরে হাঁটতে গিয়েছেন। আগন্তুক : তুমি কি তাকে একটু ফোনে জানাবে যে আমি এসেছি।

 

কাল্পনিক সংলাপ অচেনা আগন্তুক | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

 

আমি : আমি জানিয়েছি।

আগন্তুক : ও, ধন্যবাদ। আমি অপেক্ষা করছি।

আমি : জি আপনি বসুন ৷

আগন্তুক : [আগন্তুক টেবিলের উপর রাখা খবরের কাগজ পড়ছে।

আরও দেখুন:

Leave a Comment