কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা , বাইবেলের বেশ কয়েকটি পরিচ্ছেদ চিঠিতে লেখা। অযক্তিগত, কূটনৈতিক বা বাণিজ্যিক- সবরকম চিঠিই পরবর্তীকালে ঐতিহাসিকগণ প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করেন। কখনোবা চিঠি এতো শৈল্পিক রূপ পায় যে তা সাহিত্যের একটি বর্গ হয়ে ওঠে, যেমন বাইজেন্টাইনে এপিস্টোলোগ্রাফি বা সাহিত্যের পত্র উপন্যাস।
কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি
কলেজ ছাত্রাবাস, টাঙ্গাইল ১০ এপ্রিল, ২০০০
প্রিয় ‘ক’,
শুভেচ্ছা রইল। অনেকদিন পর তোমার হাতের চিঠিটি পেয়ে মন খুশিতে ভরে উঠল। সমস্ত ব্যস্ততা ফেলে আজই তোমাকে লিখতে বসে গেলাম। আজ দুদিন ধরে আমাদের কলেজে চলছে বিজ্ঞান মেলা। মেলার উপকমিটিতে আমি সদস্য ছিলাম। ব্যবস্থাপনার প্রায় সব ভারই আমার ওপর। এ নিয়ে কত কর্মব্যস্ততা আমাদের, কত উত্তেজনা, কত আনন্দ তা ভাষায় প্রকাশ করতে পারব না।
গত বছরের তুলনায় এ বছর মেলা অনেক বেশি জমেছে। এ উপলক্ষে কলেজ ভবনটিকে নানাভাবে নানান ঢঙে সাজানো হয়েছিল। প্রবেশ দ্বারটিকেও মনোরোমভাবে সজ্জিত করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলছিল। নির্দিষ্ট দিনে বিভিন্ন কলেজের প্রতিযোগীগণ তাদের তৈরি প্রদর্শনী নিয়ে নিজ নিজ স্টলে বসে পড়ে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩২টি। কলেজের শ্রেণিকক্ষ, হলরুম, ছাত্রাবাস সবকটিকেই বিজ্ঞান প্রদর্শনী-কক্ষ হিসেবে ব্যবহার করতে হয়েছে। এবারের মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন সব বিজ্ঞান প্রজেক্ট এনেছিল যে তুমি দেখলে ভাবতে সবাই বুঝি এক একজন খুদে বিজ্ঞানী।

বিশেষভাবে ‘বৈদ্যুতিক সংযোগহীন গ্রামীণ ফ্রিজ’; ‘গ্যাস- বাতি’, ‘সৌরচুল্লি’ প্রজেক্টগুলো ছাত্র-শিক্ষকের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। গ্যাস-বাতিটি তৈরি করেছিলাম আমি। সমাপনী দিনে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং আমাদেরকে নানাভাবে উৎসাহ দেন। তবে সৌভাগ্যের বিষয় হলো আমাদের কলেজই প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মেলা শেষে কলেজ অধ্যক্ষ বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বক্তব্য রাখেন। বক্তৃতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। আমার তৈরি প্রদর্শনীর জন্য আমি পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা এবং একটি সার্টিফিকেট পাই। আমার জীবনের স্মৃতি-বিস্মৃতির দোলায় বিজ্ঞান মেলার এই দুটি দিন উজ্জ্বল হয়ে থাকবে অনেকদিন। আজ আর নয়, তুমি ভালো থেকো। বিদায়।
ইতি প্রীতিমুগ্ধ