আজকে আমরা কয়েকটি নিমন্ত্রণ পত্ৰের নমুনা আলোচনা করবো। যা বাংলা ব্যাকরণ ও নির্মিতি এর পত্র রচনা অংশের অন্তর্গত।
কয়েকটি নিমন্ত্রণ পত্ৰের নমুনা
নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণপত্র যাই বলি না কেন এটা সামাজিকতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা । মানুষ যেহেতু সমাজবদ্ধ প্রাণী , তাই সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা উচিত |

ক. তোমার স্কুলে ‘নজরুল জয়ন্তী’ উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা কর।
সুধী
আগামী ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৮/২৫শে মে, ২০২২, বুধবার বিকাল চারটায় বিদ্রোহী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জয়ন্তী উপলক্ষে ক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করবেন প্রধান শিক্ষক সরোজ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি।
তারিখ : ০৩.০৫.২0০২
বিনীত,
ইমরান আহম্মেদ
আহ্বায়ক
নজরুল জয়ন্তী উদযাপন পরিষদ
ক উচ্চ বিদ্যালয়, খুলনা ।
অনুষ্ঠানসূচি
০৪. ০৫ : অতিথিবৃন্দের আসন গ্রহণ
০৪. ২০ : পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ
০৪.৩০ : বিশেষ আলোচনা
০৫.০০: সভাপতির ভাষণ
০৫. ৩০ : সাংস্কৃতিক অনুষ্ঠান ।
খ. ধর, তোমার পাড়ায় “আঞ্চলিক মৈত্রী সংঘ” নামে একটি ক্লাব আছে। ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র রচনা কর।
প্রিয় সুধী
শুভ ‘নববর্ষ’ উদযাপন উপলক্ষে আগামী ১লা বৈশাখ, ১৪২৯/ ১৪ই এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার সকাল ০৭টায় আঞ্চলিক মৈত্রী সংঘের পক্ষ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত ।
তারিখ : ২৩.০২.২০০২
বিনীত,
অরিন্দম খালেক
সাংস্কৃতিক সম্পাদক
আঞ্চলিক মৈত্রী সংঘ, সিলেট।
অনুষ্ঠানসূচি
০৬.৩০ : মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি
০৭.৩০ : সংঘ-প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু; এলাকা পরিভ্রমণ
০৯.০০ : সংঘের মিলনায়তনে প্রীতিভোজ
১০.০০ : মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
১২.০০ : সমাপ্তি।
আরও দেখুনঃ