Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

কয়েকটি অসম্পূর্ণ ধাতু | ক্রিয়া বিভক্তি | ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি | ভাষা ও শিক্ষা

কয়েকটি অসম্পূর্ণ ধাতু – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “ক্রিয়া বিভক্তি” বিষয়ের “ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি” সেকশনের একটি পাঠ। বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না। সাধারণত সহকারী ক্রিয়া গঠনে এদের কয়েকটি রূপ পাওয়া যায় মাত্র। যেমন— ১। V আ-আইল > এল। আইলেন > এলেন। আইলে > এলে। আইলি > এলি। আইলাম > এলাম। আয় (অনুজ্ঞা) । ২। আছ– (বর্তমান কালে) আছে, আছেন, আছ, আছিস্, আছি। (অতীত কালে) ছিল, ছিলেন, ছিলে, ছিলি, ছিলাম। ৩। নহ্ ধাতু – (বর্তমান কালে) : নয়, নহে, নহেন > নন, নহ, নও, নহস্, নহিস্, নস্, নহি, নই । ৪। বট্ ধাতু – (বর্তমান কালে) : বটে, বটেন, বট, বটিস্, বটি।

কয়েকটি অসম্পূর্ণ ধাতু | ক্রিয়া বিভক্তি | ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি | ভাষা ও শিক্ষা

 

কয়েকটি অসম্পূর্ণ ধাতু

৫। থাক্ (রহ্) ধাতু . (বর্তমান কালে) : থাকে, থাকেন, রহেন, থাক, (রও), থাকিস্, (রস্, রোস্, রহিস্), থাকি (রই), থাকে (রয়) ইত্যাদি। অতীত কাল : রহিত (রইত), রহিতেন (রইতেন), রহিতাম (রইতাম, রইতুম) ইত্যাদি। ভবিষ্যৎ কালে : রহিবে, (রইবে, রবে), রহিবেন (রইবেন), রহিবি (রইবি), রহিব (রইবো), রহিস্ (রোস্, রোসো) বাক্য গঠন : ‘কোথাকার জাদুকর এলি এখানে!” ‘আজি ঘরে একলাটি পারবো না রইতে।’ রোসো, তোমাকে মজা দেখাচ্ছি। ‘হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।’ ‘একা দেখি কুলবধূ কে বট আপনি?” ‘আইল রাক্ষসকুল প্রভঞ্জন বেগে।’ কেমন আছিস? কোথায় ছিলি? সে ব্যক্তিটি তুমি নও ।

 

ক্রিয়া বিভক্তি

ধাতু বা ক্রিয়ামূলের উদাহরণে আমরা দেখেছি যে, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় : ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া-বিভক্তি। যেমন— ‘করে’ একটি ক্রিয়াপদ। এর দুটো অংশ রয়েছে— কর্ + এ ধাতু বিভক্তি = করে। [‘কর্’ ধাতুর সঙ্গে ‘-এ’ বিভক্তি যুক্ত হয়ে ‘করে’ ক্রিয়াপদটি গঠিত হয়েছে সুতরাং, ধাতুর সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠন করে ঐ সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টিকে ক্রিয়া-বিভক্তি বলা হয় । অর্থাৎ, যা ধাতুর উত্তর যুক্ত হলে ‘ক্রিয়াপদ’ হয়, তাকে বলে ক্রিয়া-বিভক্তি। যেমন : আমি যাই (যা + ই) – ‘যা’ ধাতুর সঙ্গে ‘ই’ বিভক্তি যুক্ত হয়েছে। আপনারা যাবেন (যা + বেন) ‘যা’ ধাতুর সঙ্গে ‘বেন’ বিভক্তি যুক্ত হয়েছে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Exit mobile version