Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

এলাকার ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের কাছে চিঠি | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

এলাকার ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের কাছে চিঠি | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা , দরখাস্ত লেখার বিভিন্ন প্রকার ফরমেট রয়েছে। কেউ অফিসের প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, কেউ বা আবার চাকরির দরখাস্ত লিখছেন, আবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল-কলেজের প্রধান বরাবরে দরখাস্ত লিখছেন। যদিও কাজের ধরন অনুয়ায়ী আবেদন ভিন্ন ভিন্ন হয় তবে আপনি যদি একটি আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্বে আনতে পারেন, তাহলে যেকোন প্রকারের দরখাস্ত লিখতে অপনার সমস্যা হবে না।একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।

 

 

একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।  বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আবেদন পত্র লেখার নিয়ম আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে। ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা কিংবা ইংরেজি যে ভাষাতেই হোক না কেন তা সঠিকভাবে জানা প্রয়োজন।

 

 

এলাকার ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের কাছে চিঠি

তারিখ : ২৮ সেপ্টেম্বর, ২০০০

সম্পাদক,

দৈনিক দিনকাল,

২২ তোপখানা রোড, ঢাকা।

ঘূর্ণিদুর্গতদের জন্যে সাহায্য চাই

জনাব,

আপনার বহুল প্রচারিত পত্রিকার ‘চিঠিপত্র’ বিভাগে প্রকাশের জন্য ‘ঘূর্ণিদুর্গতদের জন্য সাহায্য চাই’ শিরোনামে একটি চিঠি এই সঙ্গে পাঠাচ্ছি। জনস্বার্থে চিঠিটি প্রকাশের ব্যবস্থা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাই। ধন্যবাদ সহ—গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় অকস্মাৎ এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ের ছোবলে কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার ১০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। মাত্র ২০ মিনিট স্থায়ী এ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এ এলাকার মারাত্মক ক্ষতি সাধিত হয়।

এ ঘূর্ণিঝড়ে কমপক্ষে পঞ্চাশ জনের মত প্রাণ হারিয়েছে, আহত হয়েছে সহস্রাধিক। অনেক লোকের ঘরের চালা উড়ে যায়। তারা আজ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষুধার তাড়নায় শিশুদের আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। স্বচক্ষে না দেখলে এ দুঃখ-দুর্দশা অনুধাবন করা যাবে না। অনতিবিলম্বে দুর্গতদের জন্যে খাদ্য, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয়ভাবে যে সাহায্য-সহযোগিতা পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।

এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিভিন্ন সাহায্যদাতা সংস্থা ও সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

বিনীত নিবেদক

দেবিদ্বার, কুমিল্লা।

খ’, দেবিদ্বার, কুমিল্লা ।

আরও দেখুন:

Exit mobile version