উক্তি কী ও কেন ? – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “বাক্যতত্ত্ব” বিষয়ের একটি পাঠ। আমরা অনেক কথা মুখে বলি বা লিখি প্রত্যক্ষ সংলাপের মতো— বক্তা যা বলছে তাই। যেমন- –এই শোনো। দৌড়ে বল্ল্টা কুড়িয়ে আনো তো! -কী আশ্চর্য! আপনি এতক্ষণ এখানে বসে আছেন! –অত হেসো না, শেষে একদিন কাঁদতে হবে। —ফার্স্ট ডিভিসন পেয়েছিস বলে এত লাফালাফি করছিস কেন? এই যে বক্তার কথা সোজাসুজি তুলে আনা— একে । আমাদের যত নাটক আছে, সবই প্রায় এই প্রত্যক্ষ উক্তি সাজিয়ে লেখা। চরিত্রগুলো নিজে দেবে বলে প্রত্যক্ষ উক্তি । আম বলছে— নাট্যকার সে কথাগুলোকে সাজিয়ে দেন।
উক্তি কী ও কেন | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা
গল্প উপন্যাসেও লেখক অনেক সময় চরিত্রে প্রত্যক্ষ সংলাপ তুলে দেন (রচনা করেন), তার আগে-পরে কিছু বর্ণনা জুড়ে দিয়ে, যেমন— শান্তনু কলমটা টেবিলে রেখে বলল, “আরে আয় আয়, বোস্ তোরা। হঠাৎ কোত্থেকে?’ “দাদা, অরিন্দম আর সুদীপ্তা পাশের দুটো চেয়ারে বসল। সুদীপ্তা বলল, তোমার লেখার মধ্যে এসে একটু বিরক্ত করলাম।’ শান্তনু মশা উড়িয়ে দেবার মতো হাতের ভঙ্গি করে বলল, – “আরে না না। আমার আবার লেখা । বোস্ তো! চা বলি একটু, কেমন? ওরে সনাতন’- অরিন্দম বাধা দিয়ে বলল, “থাক থাক শান্তনুদা, আমরা চা খেয়েই বেরিয়েছি। আসলে তোমার সঙ্গে নিরিবিলিতে একটু কথা বলতে চাই।’
বলে সুদীপ্তার মুখের দিকে তাকাল । এখানে সংলাপ ও বর্ণনা দুটো অংশই আছে। কিন্তু যা পরোক্ষ বা অপ্রত্যক্ষ উক্তি তা যে-কোনো বর্ণনা নয়, যদিও তা বর্ণনার অংশ। পরোক্ষ উক্তি হল সেই বর্ণনা, যাতে সংলাপকে বর্ণনায় রূপান্তরিত করা হয়েছে, বর্ণনার শৈলী ও উপায় ব্যবহার করে। যেমন— শান্তনু কলমটা টেবিলে রেখে ঈষৎ বিস্মিতভাবে ‘আয় আয়’ বলে আগন্তুকদের আহ্বান করল এবং হঠাৎ তারা কোত্থেকে আসছে তা জিজ্ঞেস করল।… সুদীপ্তা কিছুটা অপরাধী স্বরে দাদাকে সম্বোধন করে বলল যে, তার লেখার মধ্যে এসে হয়তো তাকে বিরক্ত করেছে।
শান্তনু মশা উড়িয়ে দেবার মতো হাতের ভঙ্গি করে সে কথা প্রবলভাবে অস্বীকার করল এবং বলল যে তার লেখা তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপর চা আনতে বলবে কি না জিজ্ঞেস করে সনাতনকে ডাক দিল।… এখানে লক্ষ করলে দেখা যাবে যে, কোনো সংলাপকেই আর ‘প্রত্যক্ষ’ চেহারায় রাখা হয় নি। বরং সংলাপে কী বলা হয়েছে তার বর্ণনা দেওয়া হচ্ছে। সংলাপের এই বর্ণনা বা প্রতিবেদন (রিপোর্ট) হল পরোক্ষ উক্তি। ড. মুহম্মদ এনামুল হকের মতে, ‘প্রত্যক্ষ উক্তির দ্বারা বাক্য রচনাই বাংলা ভাষার সাধারণ রীতি। বাংলায় পরোক্ষ উক্তির উদাহরণ বিরল ।
আরও দেখুন :