ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগের যাত্রা শুরু-র খবর দিয়ে শুরু করছি বাংলা গুরুকুল এর সম্প্রতি বাংলা খাতের নিউজ আপডেট । আমরা বাংলা খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক হতে পারেনি, ভাবতে হবে ‘আধুনিক বইমেলা’র কথা , অনুবাদ সাহিত্যের নতুন দিক উন্মোচন, ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগের যাত্রা শুরু, বইমেলায় নতুন বই ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেলেন মশিউল আলম, আমিনুল ইসলাম ও স্বকৃত নোমান
ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগের যাত্রা শুরু
Table of Contents
ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগের যাত্রা শুরু । সারা সপ্তাহের খবর
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক হতে পারেনি:
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ২৩ বছর পূর্ণ হলো এ বছর। রাজধানীর সেগুনবাগিচায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের মাতৃভাষা নিয়ে গবেষণার জন্য। তবে যাত্রার শুরু থেকে মসৃণভাবে এগোয়নি প্রতিষ্ঠানটির কাজ।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে নির্মাণপর্বের শুরুতেই পাঁচ বছর পুরোপুরি বন্ধ থেকেছে ইনস্টিটিউটের কাজ। এখন গবেষণা, গ্রন্থ প্রকাশ, জাদুঘর তৈরিসহ নানামুখী কাজে ব্যস্ত হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। তবে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে যে মান অর্জন ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সম্পর্ক গড়ে ওঠা প্রত্যাশিত ছিল, প্রতিষ্ঠানটি তা পূরণ করতে পারেনি।
ভাবতে হবে ‘আধুনিক বইমেলা’র কথা:
৮৯ বছরের রিয়াজউদ্দিন আহমেদের হুইলচেয়ার চালাতে সাহায্য করছিলেন অন্য একজন। তাঁর পরিবারের সদস্যরা জানান, নিজে দেখে স্পর্শ করে বই কিনবেন বলে জেদ করে মেলায় এসেছেন। মেলা থেকে বই কেনার অনুভব যে ভিন্ন, তা স্বীকার করবেন গতকাল রোববার মেলায় উপস্থিত পাঠকেরা।
অন্যপ্রকাশের উল্টো পাশে প্রায় ৩০ নারী মাথায় ফুল দিয়ে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান গেয়ে মোড়ক উন্মোচন করলেন এক বইয়ের। অন্যপ্রকাশে তখন পাঠক খুঁজলেন মাজহারুল ইসলামের মৃতের পাসপোর্ট বইটি। এই প্রকাশনায় গতকাল ছিল লেখকের জন্য পাঠকের লম্বা লাইন। তখন কথাপ্রকাশে চলছে গুরুগম্ভীর আলোচনা।
অনুবাদ সাহিত্যের নতুন দিক উন্মোচন:
অনুবাদ সাহিত্যে গত কয়েক বছরে নতুন দিক উন্মোচিত হয়েছে। প্রতিষ্ঠিত ও নামকরা অনুবাদ সাহিত্যিকদের পাশাপাশি তরুণ প্রজন্মের অনেকেই উঠে এসেছেন যারা এই ধারার সাহিত্যে নতুন দিক উন্মোচিত করেছেন। আগে যেখানে সাধারণত বেস্টসেলার বা ক্ল্যাসিক ধরনের বইগুলোর অনুবাদই বেশি হতো সেখানে এই তরুণ অনুবাদ সাহিত্যিকরা চীন, জাপান, কোরিয়া, লাতিন আমেরিকাসহ বিভিন্ন ভাষার অনুবাদ করে সাড়া ফেলেছেন এবং দেশে অনুবাদ সাহিত্যের আরেকটি নতুন দিক উন্মোচন করেছে।
অনুবাদ সাহিত্যে কয়েকজন তরুণ অনুবাদকের মধ্যে কৌশিক জামান, ওয়াসি আহমেদ, সালমান হক, লুৎফুল কায়সার, অসীম পিয়াস, মো. ফুয়াদ আল ফিদা, ইশরাক অর্নব, তানজীম রহমান, প্রান্ত ঘোষ দস্তিদার প্রমুখ।
ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগের যাত্রা শুরু:
ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ (ইউল্যাব)–এ ‘বাংলা ও সাহিত্য’ বিভাগের যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিভাগটির উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর শুরুতে বিভাগের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘আমরা জ্ঞানকে হারিয়ে ফেলেছি। কারণ, এটা জ্ঞানের যুগ নয়, এটা অর্থের যুগ। একসময় ধর্মের যুগ ছিল; বিজ্ঞান, শিল্প-সাহিত্য ও দর্শনের যুগ ছিল। কিন্তু আজকের পৃথিবী সবচেয়ে বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে।’
বইমেলায় নতুন বই ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে একেএম শামসুদ্দিনের মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’। বইটি প্রকাশ করেছে সৃজন প্রকাশনী। বইমেলায় ৩৮০-৩৮১ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
এ বইতে মুক্তিযুদ্ধের অনেক অজানা ঘটনা উঠে এসেছে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে এসব অনিয়মের কারণে জাতি কী সমস্যার সম্মুখীন হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে কীভাবে গ্রহণ করবে সে বিষয়গুলোও।
বইটি পড়ে যদি একজনেরও মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ জন্মে আমি মনে করব— আমার পরিশ্রম সার্থক হয়েছে।

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেলেন মশিউল আলম, আমিনুল ইসলাম ও স্বকৃত নোমান:
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম, কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান। গতকাল শনিবার রাজধানীর পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যের সহযাত্রী’ স্লোগান নিয়ে ২০১১ সাল থেকে প্রতিবছর মননশীল ও সৃজনশীল—দুটি বিভাগে ‘সাহিত্য পুরস্কার’ দিচ্ছে আইএফআইসি ব্যাংক। এর ধারাবাহিকতায় ২০২০ সালের জন্য সৃজনশীল বিভাগে ‘দুধ’ শিরোনামের বইয়ের জন্য সাংবাদিক ও লেখক মশিউল আলম পুরস্কার পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
আরও দেখুনঃ