আর্সেনিক পরীক্ষা করে দেখার জন্যে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদনপত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

আর্সেনিক পরীক্ষা করে দেখার জন্যে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদনপত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা , একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।

 

আর্সেনিক পরীক্ষা করে দেখার জন্যে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদনপত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে। আবেদন পত্র লেখার নিয়ম আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে।

 

আর্সেনিক পরীক্ষা করে দেখার জন্যে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদনপত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা কিংবা ইংরেজি যে ভাষাতেই হোক না কেন তা সঠিকভাবে জানা প্রয়োজন।

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আর্সেনিক পরীক্ষা করে দেখার জন্যে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদনপত্র

তারিখ : ১১ জুলাই, ২০০০

বরাবর

জেলা স্বাস্থ্য কর্মকর্তা,

স্বাস্থ্য দপ্তর, মাদারীপুর। বিষয় : পানীয় জলে আর্সেনিক দূষণ পরীক্ষার জন্যে আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, পত্র-পত্রিকা ও রেডিও-টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া গেছে। ইতোমধ্যে আমাদের জেলার কোথাও কোথাও আর্সেনিক আক্রান্ত রোগের প্রকোপ বেড়েছে। ফলে গ্রামবাসী আর্সেনিক আতঙ্কে ভুগছে। এই প্রেক্ষাপটে আমাদের আকুল আবেদন, অনুগ্রহপূর্বক এই এলাকার পানীয় জলে আর্সেনিকের দূষণ ঘটেছে কিনা তা পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর আতঙ্ক ও উৎকণ্ঠার অবসান ঘটান।

নিবেদক

গ্রামবাসীর পক্ষে ‘খ’,

কালকিনি, মাদারীপুর।

আরও দেখুন:

Leave a Comment