Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

আজ আমার মনে ত না মানেরে – জসীম উদ্‌দীন

আজ আমার মনে ত না মানেরে কবিতাটি গীতিকবি জসীম উদ্‌দীন এর রচিত একটি কবিতা। জসীম উদ্‌দীন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের।

কবি জসীম উদ্‌দীন

আজ আমার মনে ত না মানেরে – জসীম উদ্‌দীন

আজ আমার মনে ত না মানেরে

সোনার চান,
বাতাসে পাতিয়া বুকরে
শুনি আকাশের গান।
আজ নদীতে উঠিয়া ঢেউ আমার কূলে আইসা লাগে,
রাতের তারার সাথে ঘরের প্রদীপ জাগেরে।
চান্দের উপর বসাইয়ারে যেবা গড়ছে চান্দের বাসা,
আজ দীঘিতে শাপলা ফুটে তারির লয়ে আশারে।
উড়িয়া যায় হংসরে পঙ্খী, যায়রে বহুত দূর,
আজ তরলা বাঁশের বাঁশী টানে সেই সুররে।
আজ কাঙ্খের কলসী ধইরারে কান্দে যমুনার জল,
শিমূলের তুলা লয়ে বাতাস পাগলরে।

কবি জসীম উদ্‌দীন

 

আরও দেখুন:

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
Exit mobile version