Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

আজব খেলা – সুকুমার রায়

সোনার মেঘে আল্‌তা ঢেলে সিঁদুর মেখে গায়

সকাল সাঝেঁ সূর্যি মামা নিত্যি আসে যায়।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভ’রে ভ’রে
আপন ছবি আপনি মুছে আকে নতুন করে।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জ্বেলে
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে।
আবার আঁকে আবার মোছে দিনের পরে দিন
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন।
ফরায় না কি সোনার খেলা ? রঙের নাহি পার?
কেউ কি জানে কাহার সাথে এমন খেলা তার?
সেই খেলা, যে ধারার বুকে আলোর গানে গানে
উঠ্‌ছে জেগে – সেই কথা কি সূর্যি মামা জানে?

 

Exit mobile version