Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

আগাথা ক্রিস্টির রচনা সমগ্র সূচি

আগাথা ক্রিস্টির রচনা সমগ্র: আগাথা ক্রিস্টি বা ডেম আগাথা ম্যারি ক্লারিসা ক্রিস্টি, লেডি মালোওয়ান, ডিবিই (১৫ই সেপ্টেম্বর ১৮৯০ – ১২ই জানুয়ারি ১৯৭৬) একজন ইংরেজ লেখিকা ছিলেন। তিনি ৬৬টি গোয়েন্দা উপন্যাস ও ১৪টি ছোটগল্প সংকলন-সহ মোট ৮০টি বই লেখেন। তার রচিত বইগুলোর মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল-এর (Miss Marple) কাহিনিগুলো অন্যতম। তাকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। তার ডাকনাম “দ্য কুইন অফ ক্রাইম” (অপরাধ উপন্যাসের রাণী বা রহস্য সাম্রাজ্ঞী)। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ নাটক দ্য মাউসট্র্যাপ রচনা করেছেন। নাটকটি ১৯৫২ থেকে ২০২০ সাল পর্যন্ত ওয়েস্ট এন্ড থিয়েটারে মঞ্চস্থ হয়েছে। এছাড়া তিনি ম্যারি ওয়েস্টম্যাকট ছদ্মনামে ছয়টি উপন্যাস রচনা করেছেন।

আগাথা ক্রিস্টি

সাহিত্যে অবদানের জন্য ১৯৭১ সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের ডেম কমান্ডার খেতাবে ভূষিত করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যেকোন ধরনের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক, যে ক্ষেত্রে উইলিয়াম শেকসপিয়ারই কেবল তার সমকক্ষ।[১] তার রচিত বইয়ের প্রায় দুইশত কোটি কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যার চেয়ে কেবলমাত্র বাইবেলই অধিকসংখ্যক বিক্রি হয়েছে। ক্রিস্টির বই সর্বমোট ৫৬টি ভাষায় অনূদিত হয়েছে। ইউনেস্কোর বিবৃতি অনুসারে তিনি একমাত্র লেখক যার রচনা সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনূদিত হয়েছে, ওয়াল্ট ডিজনি কর্পোরেশনের সম্মিলিত কাজই কেবল এ রেকর্ড ছাড়িয়েছে।

আগাথা ক্রিস্টির প্রারম্ভিক জীবন:

আগাথা ম্যারি ক্লারিসা মিলার ১৮৯০ সালের ১৫ই সেপ্টেম্বর ডেভনের টর্কের এক ধনাঢ্য উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্রেডরিক আলভা (“ফ্রেড”) মিলার[৩] এবং মাতা ক্লারিসা মার্গারেট (“ক্লারা”) মিলার (বিবাহপূর্ব বোমার)। আগাথা তিন ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।

তার মাতা ক্লারা ১৮৫৪ সালে ডাবলিনে জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্রেডরিক বোমার ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন এবং তার মাতা ম্যারি অ্যান বোমার (বিবাহপূর্ব ওয়েস্ট)। বোমার ১৮৬৩ সালে জার্সিতে মৃত্যুবরণ করেন। তিনি ক্লারা ও তার ভাইদের জন্য অপ্রতুল সম্পদ রেখে যান যা তার বিধবা স্ত্রী ম্যারির পক্ষে কষ্টকর ছিল।

বোমারের মৃত্যুর দুই সপ্তাহ পর ম্যারির বোন মার্গারেট ওয়েস্ট বিপত্নীক শুকনো পণ্যের বণিক নাথানিয়েল ফ্রেরি মিলারকে বিয়ে করেন। মিলার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। ম্যারিকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে তারা নয় বছর বয়সী ক্লারাকে দত্তক নেন। তারা চেশায়ারের টিম্পার্লিতে বসবাস শুরু করেন। মার্গারেট ও নাথানিয়েলের কোন সন্তান ছিল না, তবে নাথানিয়েলের পূর্বের বিবাহ হতে ফ্রেড মিলার নামে সতের বয়সী এক পুত্র ছিল। ফ্রেড নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।

 

সৃষ্টিকর্ম

মিস মার্পল ধারাবাহিক

এই ধারাবাহিকে মোট ১২ টি উপন্যাস ও ২০ টি ছোটগল্প আছে।

উপন্যাস

ছোটগল্প:

১. দ্য থার্টিন প্রবলেমস (১৯৩২) :

১৩টি ছোটগল্পের সংকলন। আমেরিকাতে “দ্য টুয়েসডে নাইট ক্লাব” নামে প্রকাশিত হয়। এই বইটিতে নিচের ১ থেকে ১৩ নং গল্পগুলো স্থান পায়:

২. মিস মার্পল ফাইনাল কেসেস (১৯৭৯) :

৮টি (বর্তমান সংস্করনে ৯টি) ছোটগল্পের সংকলন, এর মাঝে ৬টি (বর্তমান সংস্করনে ৭টি) মিস মার্পলের। পরবর্তী সংস্করনে আলেক্সান্ডার আফগান “গ্রিনশ’স ফলি” গল্পটি যোগ করেন। এই বইটিতে নিচের ১৪ থেকে ২০ নং গল্পগুলো এবং দ্য ড্রেসমেকারস ডল ও ইন এ গ্লাস ডার্কলি – নামের দুটি গল্প স্থান পায়। উল্লেখ্য এ গল্পদুটি মিস মার্পল ধারাবাহিকের নয়।

৩. মিস মার্পল কমপ্লিট শর্ট স্টোরিস (১৯৮৫) :

মিস মার্পলের সবগুলো (মোট ২০টি) ছোটগল্প নিয়ে এ সংকলনটি প্রকাশিত হয়।

 

আগাথা ক্রিস্টি
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

মিস মার্পল ধারাবাহিকের গল্পগুলো পর্যায়ক্রমে:

 

 

এরকুল পোয়ারো ধারাবাহিক

উপন্যাস

নাটক

গল্প

  1. পোয়ারো ইনভেস্টিগেটর (১৯২৪)
  2. মার্ডার ইন দ্য মিউস (১৯৩৭) ডেড ম্যান’স মিরর নামে আমেরিকাতে প্রকাশিত।
  3. দ্য রেগাটা মিস্ট্রি অ্যান্ড আদার স্টোরিস (১৯৩৯)
  4. দ্য লেবারস অফ হারকিউলিস (১৯৪৭)
  5. দ্য আন্ডার ডগ অ্যান্ড আদার স্টোরিস (১৯৫১)
  6. দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রিসমাস পুডিং (১৯৬০)
  7. ডাবল সিন অ্যান্ড আদার স্টোরিস (১৯৬১)
  8. পোয়ারো’স আর্লি কেসেস (১৯৭৪)
  9. প্রবলেম অ্যাট পলেনসা বে অ্যান্ড আদার স্টোরিস (১৯৯১)
  10. দ্য হার্লিকুইন টি সেট (১৯৯৭)
  11. হোয়াইল দ্য লাইট লাস্টস অ্যান্ড আদার স্টোরিস (১৯৯৭)

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

অ্যারিডিন অলিভার ধারাবাহিক

এই ধারাবাহিকে মোট ৭টি বই বের হয়েছে, তার মধ্যে একটি বাদে বাকিসবগুলোতে অলিভার, এরকুল পোয়ারোর সহায়ক চরিত্র হিসেবে এসেছে।

 

 

টমি ও টাপেন্স ধারাবাহিক

এই ধারাবাহিক মোট ৪টি উপন্যাস এবং ১টি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে।

১. দ্য সিক্রেট অ্যাডভার্সারি (১৯২২)

২. পার্টনারস ইন ক্রাইম (১৯২৯); ১৫টি ছোটগল্পের সংকলন।

এ ফেইরি ইন দ্য ফ্ল্যাট
এ পট অফ টি
দ্য এফেয়ার অফ দ্য পিঙ্ক পার্ল
দ্য এ্যাডভেঞ্চার অফ দ্য সিনিস্টার স্ট্রেঞ্জার
ফাইন্সিং দ্য কিং/দ্য জেন্টেলম্যান ড্রেসড ইন নিউজপেপার
দ্য কেস অফ দ্য মিসিং লেডি
ব্লাইন্ডম্যান’স বাফ
দ্য ম্যান ইন দ্য মিস্ট
দ্য ক্রাকলার
দ্য সানিংডেল মিস্টিরি
স্য হাউজ অফ লার্কিং ডেথ
দ্য আনব্রেকেবল অ্যালিবাই
দ্য ক্লারগিম্যান’স ডটার/দ্য রেড হাউস
দ্য অ্যাম্বাসাডার’স বুটস
দ্য ম্যান হু ওয়াজ নং ১৬

৩. এন অর এম? (১৯৪১)

৪. বাই দ্য পিকিং অফ মাই থাম্বস (১৯৬৮)

৫. পোস্টার্ন অব ফেট (১৯৭৩)

 

 

সুপারিটেন্ডেন্ট ব্যাটল ধারাবাহিক

এই ধারাবাহিকে মোট পাঁচটি উপন্যাস বের হয়েছে।

 

 

কর্নেল রেস ধারাবাহিক

এই ধারাবাহিকের মোট চারটি বই বের হয়েছে, এর মধ্যে দুটি স্বতন্ত্র এবং দুটি এরকুল পোয়ারো ধারাবাহিকের “ক্রসওভার” (অন্য ধারাবাহিক থেকে অতিক্রম করে আসা) কাহিনী।

 

 

পার্কার পাইন ধারাবাহিক

এই ধারাবাহিকে মোট ১৪টি গল্প বের হয়েছে। প্রথম ১২টি নিয়ে “পার্কার পাইন ইনভেস্টিগেটর” (১৯৩৪) বই বের হয়। পরের ২টি গল্প “দ্য রেগাটা মিস্টিরি” (১৯৩৯) নামক বইয়ে অন্তর্ভুক্ত হয়। আগাথা ক্রিস্টি এই চরিত্র নিয়ে কোন উপন্যাস লেখেননি।

 

 

হার্লি কুইন ধারাবাহিক

এই ধারাবাহিকে মোট ১৪টি গল্প বের হয়েছে। প্রথম ১২টি নিয়ে “দ্য মিস্টিরিয়াস মি. কুইন” (১৯৩০) বই বের হয়। পরের ২টি গল্প “প্রবলেম এট পলেনসা বে অ্যান্ড আদার স্টোরিস” (১৯৩৫) নামক বইয়ে অন্তর্ভুক্ত হয়। আগাথা ক্রিস্টি এই চরিত্র নিয়ে কোন উপন্যাস লেখেননি। এই গল্পগুলোর সহায়ক চরিত্র এমিসারি মি. সাটেলটাউইট (emissary Mr. Satterthwaite), ছোটগল্প ডেড ম্যান’স মিরর (১৯৩৭) এবং উপন্যাস থ্রি এক্ট ট্রাজেডি (১৯৩৫)তে উপস্থিত ছিলেন।

 

 

অন্যান্য উপন্যাস

 

 

আগাথা ক্রিস্টি নিম্নোক্ত উপন্যাসগুলো মেরি ওয়েস্টমাকট ছদ্মনামে লেখেন (ইংরেজি: Mary Westmacott)

 

 

গল্প সংকলন

  1. দ্য হাউন্ড অফ ডেথ (১৯৩৩)
  2. দ্য লিসটারডেল (১৯৩৪)
  3. দ্য ক্রাইম ইন কেবিন ৬৬ (১৯৪৩)
  4. দ্য মাউসট্রাপ অ্যান্ড আদার স্টোরিস (১৯৫০)
  5. ডাবল সিন অ্যান্ড আদার স্টোরিস (১৯৬১)
  6. ১৩ ফর লাক! এ সিলেকসন অফ মিস্ট্রি ফর ইয়ং অ্যাডাল্ট (১৯৬৬)
  7. সারপ্রাইজ! সারপ্রাইজ! (১৯৬৫)
  8. দ্য গোল্ডেন বল অ্যান্ড আদার স্টোরিস (১৯৭১)
  9. দ্য বিগ ফোর দ ডিকটেটিভ ক্লাব; শুধুমাত্র ইংল্যান্ডে প্রকাশিত।
  10. থ্রি ব্লাইন্ড মাইস অ্যান্ড আদার স্টোরিস (১৯৫০) শুধুমাত্র আমেরিকায় প্রকাশিত।
  11. দ্য উইটনেস ফর দ্য প্রসিকিউসন অ্যান্ড আদার স্টোরিস (১৯৪৮) শুধুমাত্র আমেরিকায় প্রকাশিত।

 

 

ভারতীয় চলচ্চিত্রে:

আগাথা ক্রিস্টির গল্পের অনুপ্রেরণায় বাংলা ভাষায় এবং ভারতীয় সিনেমা জগতে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য বাংলা ছবি হলো চুপি চুপি আসে, শুভ মহরৎ। হিন্দিতে ‘গুমনাম’, ধন্ধ ইত্যাদি।

 

Exit mobile version