অর্ধ স্বরধ্বনি নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি ভাষা ও শিক্ষা সিরিজের, ধ্বনিতত্ত্ব বিভাগ এর “ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব” এর একটি পাঠ।
অর্ধ স্বরধ্বনি
বাংলা ভাষায় চারটি অর্ধস্বরধ্বনি (semi-vowel) রয়েছে। যেমন– বই, ঢেউ, যায় এবং যাও-এর ই, উ, য় (=স্) এবং ত্। উচ্চারণ প্রক্রিয়ার দিক থেকে অর্ধস্বরধ্বনি পূর্ণস্বরের মতো স্পষ্ট উচ্চারতি নয়, যেন অসম্পূর্ণ স্বরের মতো। যেমন : ‘বই’ শব্দের ‘ই’, ‘ঢেউ’ শব্দের ‘উ’, ‘যায়’ শব্দের ‘য়’, ‘যাও’ শব্দের ‘ও’।
এই উদাহরণগুলোতে বই-এর ব-এর অ পূর্ণ উচ্চারিত কিন্তু ‘ই’ পূর্ণ উচ্চারিত নয়। এর উচ্চারণ হলন্ত। ‘ঢেউ’-এর ‘এ’ পূর্ণ উচ্চারিত, ‘উ’ হলন্ত ‘যায়’-এর ‘আ’ পূর্ণ উচ্চারিত, ‘য়’ হলন্ত। ‘যাও’-এর ‘আ’ পূর্ণ উচ্চারিত, ‘ও’ হলন্ত। অর্ধ-স্বরধ্বনির সংজ্ঞার্থ এভাবে দেওয়া যেতে পারে— যে স্বরধ্বনি নিজে পূর্ণ সিলেবল গঠন করতে পারে না, কিন্তু সিলেবল গঠনে সহায়তা করে তাকে অর্ধ-স্বরধ্বনি বলে।
অর্ধস্বরধ্বনিগুলো পূর্ণস্বর অর্থাৎ ই, উ, এ, ও-র সঙ্গেও মিল আছে। অর্থাৎ ই[সম্মুখ, প্রসৃত, উচ্চ], ট্ [পশ্চাৎ, বতুল, উচ্চ], এ [সম্মুখ, প্রসৃত, উচ্চমধ্য] এবং ও [পশ্চাৎ, বর্তুল, উচ্চমধ্য] স্বর। নিম্নমধ্য এবং নিম্ন স্বরগুলোর অ্যা, অ, আ কোনো অর্ধস্বর নেই।
আরও দেখুন: