অর্ধ তৎসম শব্দ – বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায়নের গুরুত্বপুর্ন অংশ। আজকে আমরা অর্ধ তৎসম শব্দ – বাংলা ব্যাকরণ জানবো।
অর্ধ তৎসম শব্দ – বাংলা ব্যাকরণ
অর্ধ-তৎসম শব্দ [ Ordho totsomo shobdo ] বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায়নের গুরুত্বপুর্ন অংশ। অর্ধ তৎসম শব্দ [ Ordho totsomo shobdo ] বাংলা ভাষায় ব্যবহূত সংস্কৃত শব্দ। যে-সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ-তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না-জ্যোছনা, শ্রাদ্ধ-ছেরাদ্দ, গৃহিণী-গিন্নী, বৈষ্ণব-বোষ্টম, কুৎসিত-কুচ্ছিত। বাংলা ভাষায় অর্ধ তৎসম শব্দের প্রচুর ব্যবহার আছে। এই পোষ্টটি কয়েক রকম উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে।
এই পোষ্টটি এসএসসি স্তরের শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্ততি (SSC Bangla 2nd Paper), অর্থাৎ নবম শ্রেনীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্ততি (Class 9 Bangla 2nd Paper) এবং দশম শ্রেনীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্ততিতে (Class 10 Bangla 2nd Paper) সহায়তা করবে। পাশাপাশি এইচএসসি শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্ততি (HSC Bangla 2nd Paper), অর্থাৎ একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্ততি (Class 9 Bangla 2nd Paper) এবং দ্বদশ শ্রেনীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্ততিতে (Class 10 Bangla 2nd Paper) সহায়তা করবে। পাশাপাশি এই ক্লাসটি পলিটেকনিক (Polytechnic Bangla) এর বাংলা (৬৫৭১১) বিষয় এ শিক্ষার্থীদের সহায়তা করবে।
অর্ধতৎসম শব্দ : তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে। সংস্কৃতের উচ্চারণরীতি বাংলায় অনুসরণ করা হয় না। ফলে সাধারণ লোকজন সংস্কৃত শব্দের উচ্চারণে বহু রকম ভুল করে ফেলে এবং সে-সব ক্ষেত্রে সংস্কৃত শব্দ বিকৃত হয়ে যায়। বিকৃত তৎসম শব্দকেই অর্ধ-তৎসম বা ভগ্ন-তৎসম শব্দ বলে। যেমন :
এছাড়া রয়েছে আরও অনেক তথ্য, যা নিম্নে উল্লেখিত ভিডিওতে তুলে ধরা হয়েছে।
অর্ধ তৎসম শব্দ – বাংলা ব্যাকরণঃ
আরও দেখুন: