শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ – বাংলা ব্যাকরণ

শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ – বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায়নের গুরুত্বপুর্ন অংশ। আজকে আমরা অর্ধ তৎসম শব্দ – বাংলা ব্যাকরণ জানবো।

 

শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ

 

শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ বা বাংলা ভাষার শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণ অধ্যয়নের গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ জানতে গিয়ে জানবো- শব্দের উৎস মূলক শ্রেণীবিভাগ, শব্দের গঠন মূলক শ্রেণীবিভাগ ও শব্দের অর্থ মূলক শ্রেণীবিভাগ। অর্থগতভাবে শব্দসমূহকে ৩ ভাগে ভাগ করা যায় । যথা: (ক) যৌগিক শব্দ (খ) রূঢ় বা রূঢ়ি শব্দ (গ) যোগরূঢ় শব্দ। শব্দের অর্থ মূলক শ্রেণীবিভাগ বিষয়গুলো জানা খুবই মজার। আশা রাখি সবাই মজা পাবে।

এই পোষ্টটি এসএসসি স্তরের শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (SSC Bangla 2nd Paper), অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (Class 9 Bangla 2nd Paper) এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতিতে (Class 10 Bangla 2nd Paper) সহায়তা করবে। পাশাপাশি এইচএসসি শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (HSC Bangla 2nd Paper), অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতি (Class 9 Bangla 2nd Paper) এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র প্রস্তুতিতে (Class 10 Bangla 2nd Paper) সহায়তা করবে। পাশাপাশি এই পোষ্টটি পলিটেকনিক (Polytechnic Bangla) এর বাংলা (৬৫৭১১) বিষয় এ শিক্ষার্থীদের সহায়তা করবে।

 

শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ জানার আগে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ সম্পর্কে পরিস্কার ধারণা থাকা দরকার।

ব্যুৎপত্তিগত অর্থ: কোন শব্দ যে শব্দ বা শব্দমূল হতে গঠিত হয়েছে তার অর্থ দিয়ে শব্দটির যে অর্থ ধারণ করার কথা, তাকে শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বলে। অর্থাৎ, উৎপত্তিগত ভাবে শব্দটির যে অর্থ দাঁড়ায়, তাকেই ব্যুৎপত্তিগত অর্থ বলে। যেমন, ‘মধুর’ শব্দটি গঠিত হয়েছে ‘মধু+র’ অর্থাৎ ‘মধু’ শব্দ হতে। তাই ‘মধুর’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হওয়া উচিত মধু সংশ্লিষ্ট কোন অর্থ। আর ‘মধুর’ শব্দের অর্থ ‘মধুর মত মিষ্টি গুণযুক্ত’। অর্থাৎ, ‘মধুর’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বজায় থেকেছে।

আবার, ‘হস্তী’ শব্দটি গঠিত হয়েছে ‘হস্ত+ইন’ অর্থাৎ ‘হস্ত’ শব্দ হতে। তাই ‘হস্তী’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হওয়া উচিত হস্ত বা হাত সংশ্লিষ্ট। কিন্তু ‘হস্তী’ বলতে একটি বিশেষ পশুকে বোঝায়, যার আদপে কোন হাত-ই নেই। অর্থাৎ, শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বজায় থাকেনি।

ব্যবহারিক অর্থ: কোন শব্দ প্রকৃতঅর্থে যে অর্থে ব্যবহৃত হয়, বা যে অর্থ প্রকাশ করে, তাকে সেই শব্দের ব্যবহারিক অর্থ বলে। যেমন, উপরের উদাহরণগুলোতে, ‘মধুর’ শব্দটির ব্যবহারিক অর্থ ‘মধুর মত মিষ্টি গুণযুক্ত’, আর ‘হস্তী’র ব্যবহারিক অর্থ ‘একটি বিশেষ পশু’। এছাড়া রয়েছে আরও অনেক তথ্য, যা নিম্নে উল্লেখিত ভিডিওতে তুলে ধরা হয়েছে।

 

শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ – বাংলা ব্যাকরণ :

 

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

Leave a Comment