অভিজ্ঞতা অর্জন ও অভিজ্ঞতা বর্ণন | নির্মিতি | ভাষা ও শিক্ষা

অভিজ্ঞতা অর্জন ও অভিজ্ঞতা বর্ণন | নির্মিতি | ভাষা ও শিক্ষা , সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অজর্নই শিক্ষা। এক অর্থে শিক্ষার কাজই হলো অভিজ্ঞতা অর্জন। আমরা কী শিখতে পারলাম বা শেখার মধ্য দিয়ে কী অভিজ্ঞতা অর্জিত হল তার প্রতিফলন ঘটে অভিজ্ঞতা বর্ণনার মধ্য দিয়ে। সাধারণত পড়ালেখা আর দেখা-শোনায় যা অর্জিত হয় আমরা তাই বলি বা লিখি। অর্থাৎ অভিজ্ঞতা বর্ণনা করি। মানুষকে নিত্য-নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়। অভিজ্ঞতা ছাড়া মানুষ তার অবস্থার অগ্রগতি ঘটাতে পারে না।

অভিজ্ঞতা অর্জন ও অভিজ্ঞতা বর্ণন | নির্মিতি | ভাষা ও শিক্ষা

তাই মানুষকে শিখতে হয়। অভিজ্ঞতার মাধ্যমে সে আত্মমূল্যায়ন ও আত্মোপলব্ধি করতে শেখে। অভিজ্ঞতাভিত্তিক শিখনের অর্থ হচ্ছে প্রত্যক্ষণ ও অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান, মনোভঙ্গি অথবা কুশলতা অর্জন। বর্তমানের অভিজ্ঞতাগুলো অর্থবহ হয় অতীতের অভিজ্ঞতার আলোকে। পক্ষান্তরে অতীতের অভিজ্ঞতাগুলোর ওপরে নতুন আলোকপাত করে বর্তমানের অভিজ্ঞতা। বর্তমানের অভিজ্ঞতার মধ্যে নিহিত থাকে ভবিষ্যতের উত্তরোত্তর সমৃদ্ধির অনুপ্ত বীজ। অভিজ্ঞতা দু ধরনের হতে পারে : প্রত্যক্ষ ও পরোক্ষ।

 

অভিজ্ঞতা অর্জন ও অভিজ্ঞতা বর্ণন | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

দু রকমের অভিজ্ঞতা থেকেই শিক্ষা লাভ হতে পারে। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লাভ করা শিক্ষা শিক্ষার্থীর মনে গভীর ছাপ ফেলে, যা দ্বারা শিক্ষা দীর্ঘস্থায়ী হয়। এ ধরনের কোনো কোনো অভিজ্ঞতা কষ্টকর হতে পারে, বিপজ্জনকও হতে পারে। অন্যদিকে রয়েছে পরোক্ষ অভিজ্ঞতা, যেমন— বই পড়া, নাটক দেখা বা কথা শোনা ইত্যাদি। অভিজ্ঞতাভিত্তিক শিখন অর্জিত শিক্ষাকে দৃঢ়তর করে। এ-জন্যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্যে শিক্ষা সফরের আয়োজন করে থাকে।

 

অভিজ্ঞতা অর্জন ও অভিজ্ঞতা বর্ণন | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

নানা ঐতিহাসিক স্থান বা পর্যটনীয় কোনো স্থান বা দেশ ভ্রমণের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় তা আনুষ্ঠানিক শিক্ষায় সম্ভপর নয়। প্রতিদিনই আমাদের নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জিত হয়— কি কথা বলায়, চলায়, খেলাধুলায়, খাওয়া-দাওয়ায়- অভিজ্ঞতার যেন শেষ নেই। শৈশব-কৈশোরে ঘটে যাওয়া কোনো ঘটনার অভিজ্ঞতা, স্কুল বা কলেজ-জীবনের অভিজ্ঞতা, পরীক্ষায় পাশ-ফেলের অভিজ্ঞতা। অভিজ্ঞতা ঘটে ব্যক্তিজীবনে, পারিবারিক ও সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

‘৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, দেশ গড়ার অভিজ্ঞতা; বিভিন্ন সময়ে বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির অভিজ্ঞতা; মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অভিজ্ঞতা, যানজটের অভিজ্ঞতা, বৈদ্যুতিক লোডশেডিং এর অভিজ্ঞতা, কোনো গার্মেন্টস বা বস্তিতে আগুনে পুড়ে যাওয়ার অভিজ্ঞতা, ক্রিকেট কিংবা ফুটবল খেলার অভিজ্ঞতা, বইমেলা বা কোনো স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, রিক্সা কিংবা নৌকায় চড়ার অভিজ্ঞতা, রেলে কিংবা প্লেনে চড়ার অভিজ্ঞতা; সুন্দরবন কিংবা কক্সবাজার দেখার অভিজ্ঞতা। এরকম হাজারো অভিজ্ঞতা বর্ণনা করা যায়।

আরও দেখুন:

Leave a Comment