Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

অনুনাসিক স্বর

অনুনাসিক স্বর  নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি আমাদের “ভাষা ও শিক্ষা” সিরিজের, ধ্বনিতত্ত্ব বিভাগের, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব পাঠ্যগুলোর একটি।

অনুনাসিক স্বর

বাংলায় দু ধরনের স্বরধ্বনি ব্যবহৃত হয়— মৌখিক (oral) ও অনুনাসিক (nasalized) স্বরধ্বনি। মৌখিক স্বরধ্বনি সাতটিরই অনুনাসিক রূপ আছে। যেমন : অঁ, আ, ই, উ, এ, অ্যা, ওঁ। স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বেরিয়ে এলে যেরকম ধ্বনি হয় তাকে বলা হয় অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি। যেমন : অঁ— পঁয়ত্রিশ, আঁ— হাঁস, অ্যা— স্যাঁতসেঁতে । লক্ষ রাখতে হবে যে, মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হবে।

যেমন : কাদা (কাদা-পাঁক), কাঁদা (কান্না); পাক (রান্না), পাঁক (কাদা)। যেহেতু এই স্বরধ্বনিগুলো (অ, আ, ই, উ, এ, অ্যা, বাংলায় শব্দের অর্থপার্থক্য ঘটাতে সক্ষম তাই এগুলো বাংলার স্বরধ্বনিমূল (vowel phoneme) বা স্বরস্বনিম।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সূত্র:

 

আরও দেখুন:

Exit mobile version