অধম রতন পেলে কি হইবে ফল সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।
অধম রতন পেলে কি হইবে ফল সারাংশ সারমর্ম
অধম রতন পেলে কি হইবে ফল… রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।
-
অধম রতন পেলে কি হইবে ফল কবিতা
অধম রতন পেলে কি হইবে ফল? উপদেশে কখনও কি সাধু হয় খল?
ভালো মন্দ দোষগুণ আঁধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে
লবণ জলধি জল করিয়া ভক্ষণ জলধর করে দেখ সুধা বরিষণ ।
সুজনে সু-যশ গায় কু-যশ ঢাকিয়া কুজনে কুরব করে সু-রব নাশিয়া।
অধম রতন পেলে কি হইবে ফল সারমর্ম : অন্যের ভালো দিকগুলোর প্রতি আকৃষ্ট হওয়াই সৎ লোকের ধর্ম। আর মন্দ লোকের ধর্ম হল অন্যের খুঁত খুঁজে বের করে তা প্রচার করে বেড়ানো। বস্তুত জগতে ভালো ও মন্দ লোকের স্বভাব-বৈশিষ্ট্যই আলাদা।
সারসংক্ষেপ। প্রদত্ত অনুচ্ছেদে লেখকের ভাববস্তু যুক্তি, দৃষ্টান্ত, অলংকারাদির সাহায্যে বিস্তৃত আকারে প্রকাশিত থাকে। যেমন একটি গাছ শাখা-প্রশাখায়, পত্রে-পুষ্পে নিজেকে বিকশিত করে তুলে ধরে। সারসংক্ষেপ লিখনের সময় যুক্তি, দৃষ্টান্ত ও অলংকারাদির গৌণভাবকে বর্জন করে কেবল মূল ভাবটিকে গ্রহণ করতে হয়। সারসংক্ষেপের আয়তন ঠিক কতটা হবে তার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। সাধারণত মূলের এক-তৃতীয়াংশ হতে পারে। অনির্বচনীয়র যোগ হয়, তখন তাকেই আমরা বলি ‘রস’। অর্থাৎ, সে-জিনিসটাকে অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না।’—এভাবে কথার মধ্যে রস সংযোজনের ফলে মূল কথার আসল চেহারাই যায় পাল্টে, তখন তা থেকে মূলকথাকে ।
সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:
সারাংশ সারমর্ম বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।
শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।
আরও দেখুন: