শৃঙ্খলাবোধ প্রবন্ধ, শৃঙ্খলা ও প্রকৃতি প্রতিবেদন রচনা। Essay on Discipline সমাজ ও জাতীয় জীবনে শৃঙ্খলা

শৃঙ্খলাবোধ প্রবন্ধ, শৃঙ্খলা ও প্রকৃতি প্রতিবেদন [ Essay on Discipline ] অথবা, ছাত্রজীবনে শৃঙ্খলাবােধ অথবা, সমাজ ও জাতীয় জীবনে শৃঙ্খলা – নিয়ে একটি প্রতিবেদন রচনার নমুনা দেয়া হল।

শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনা । Essay on Discipline
শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনা । Essay on Discipline

শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনা

শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনার সূচনা :

‘Man is born free, but everywhere he is in chain’—মহান দার্শনিক রুশাের এ বক্তব্যের অর্থ হলাে, মানুষ মুক্তভাবে এ পৃথিবীতে জন্মগ্রহণ করলেও প্রতি পদেই সে শৃঙ্খলিত। এ পৃথিবীর সবকিছুই প্রকৃতির নিয়মে বাঁধা। প্রকৃতির নিয়মের সামান্যতম ব্যত্যয় ঘটলেই মানবজীবনে বিপর্যয় নেমে আসে। নিয়ম মেনেই প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। আসে দিন আসে রাত।

শৃঙ্খলাবােধের স্বরূপ :

শৃঙ্খলাবােধ বলতে সাধারণত জীবনযাপনে নিয়মনীতি, মূল্যবােধ ও আদর্শের প্রতি অনুগত থাকাকে বােঝায়। সমাজজীবনে কোনাে মানুষই আপন খেয়াল অনুযায়ী চলতে পারে না। নিয়ন্ত্রিত জীবনযাপনই তাকে লক্ষ্যে পৌছে দিতে পারে। প্রচলিত নিয়ম-কানুন ও রাষ্ট্রের প্রতি অনুগত থেকে জীবন পরিচালনাই হলাে শৃঙ্খলাবােধ।

শৃঙ্খলাবােধের গুরুত্ব :

মানবজীবনের জন্য শৃঙ্খলাবােধের গুরুত্ব অপরিসীম। শৃঙ্খলার কারণেই মানবজীবনে সুখ-শান্তি নেমে আসে। স্বেচ্ছাচারী ব্যক্তি কখনােই সুখী হতে পারে না। সে শুধু নিজেরই নয়, সমাজেরও শান্তি নষ্ট করে। শৃঙ্খলাহীন জীবন লক্ষ্যহীন নৌকার মতাে পানিতে ভেসে বেড়ায়। তার কোনাে ঠিকানা থাকে।মানুষ যদি নিজের ভেতর শৃঙ্খলা ধারণ করতে না পারে, তবে সমাজেও নৈরাজ্য ও বিশৃঙ্খলা নেমে আসে। তাই সুখী জীবনযাপনের জন্য শৃঙ্খলার কোনাে বিকল্প নেই।

শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনা । Essay on Discipline
শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনা । Essay on Discipline

শৃঙ্খলা চর্চার সময়:

শৈশব হলাে শৃঙ্খলা চর্চার উপযুক্ত সময়। নিয়ম মানেই শৃঙ্খলা। এটি রপ্ত করে চর্চার মাধ্যমে জীবনকে সুখী করা যায়। মানবজীবনে সফলতার চাবিকাঠি হলাে শৃঙ্খলা। শৃঙ্খলার ফলেই মানুষ সমাজের আচরণবিধি মেনে চলে এবং সফলভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়।

ছাত্রজীবনে শৃঙ্খলা :

ছাত্রজীবনে শৃঙ্খলা বিশেষ গুরুত্ব পালন করে। কারণ এ সময়েই ভবিষ্যৎ জীবনের বীজ রােপিত হয়। শৃঙ্খলাবােধ একজন ছাত্রকে দায়িত্বশীল করে তােলে। পড়াশােনার প্রতি তার মনােযােগ বৃদ্ধি করে। ভবিষ্যতে শৃঙ্খলাবােধই তাকে সুনাগরিক হতে সাহায্য করে।

মানবজীবনে শৃঙ্খলা :

সৃষ্টির সেরা জীব মানুষ। অন্যান্য প্রাণী থেকে মানুষ উন্নত, কারণ সে নিয়মবদ্ধ জীবনযাপন করে। জীবনকে সার্থক করতে শৃঙ্খলার কোনাে বিকল্প নেই। শৃঙ্খলাবদ্ধ মানুষ শুধু নিজের বা পরিবারের জন্য নয়, রাষ্ট্রের জন্যও সম্পদ। মানবজীবনে লক্ষ্যকে জয় করতে শৃঙ্খলার কোনাে বিকল্প নেই।

সমাজজীবনে শৃঙ্খলা :

আদিম যুগ থেকেই মানুষের সমাজে কিছু নিয়ম-শৃঙ্খলা মেনে চলা হয়। বর্তমান যুগেও নিয়ম-শৃঙ্খলা সমাজের জন্য অপরিহার্য। সত্যিকার অর্থে নিয়ম-শৃঙ্খলা ছাড়া কোনাে সমাজ চলতে পারে না। নিয়মবদ্ধভাবেই সমাজের সমস্ত আচার-অনুষ্ঠান পরিচালিত হয়। শৃঙ্খলাই সমাজকে সুন্দর ও সার্থক করে তােলে। অনিয়ম বা বিশৃঙ্খলা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। সমাজকে সুন্দর ও সার্থক করে গড়ে তােলার জন্য শৃঙ্খলার কোনাে বিকল্প নেই।

শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনা । Essay on Discipline
শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনা । Essay on Discipline

শৃঙ্খলা সৃষ্টির উপায় :

পরিবার শৃঙ্খলা সৃষ্টির প্রধান কেন্দ্র। একটি শিশু পরিবার থেকেই প্রথম শৃঙ্খলা শেখে। দ্বিতীয় পর্যায়ে শিশুর শিক্ষা শুরু হয় বিদ্যালয়ে। শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান শিশুর শৃঙ্খলাবােধকে জাগিয়ে তােলে। উত্তরােত্তর এ শৃঙ্খলাবােধের মধ্য দিয়েই শিশু একদিন উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে ওঠে।

শৃঙ্খলার প্রয়ােজনীয়তা :

মানুষের জীবনের সকল ক্ষেত্রেই শৃঙ্খলার প্রয়ােজনীয়তা অপরিসীম। শৃঙ্খলা মেনে চললে জীবনের সর্বক্ষেত্রে মানুষকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। তার জীবনে নেমে আসে পরাজয়ের গ্লানি। খুব সমৃদ্ধ কোনাে সমাজ বা প্রতিষ্ঠানও শৃঙ্খলার অভাবে ধ্বংস হয়ে যেতে পারে। অতএব শৃঙ্খলার প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।

বিশৃঙ্খলার পরিণতি :

বিশৃঙ্খলার পরিণতি ভয়াবহ। বিশৃঙ্খলতা শুধু ধ্বংসই ডেকে আনে। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যতই দক্ষ হােক না কেন, তাকে শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। একমুহূর্তের বিশৃঙ্খলা তাকে এবং তার সহযােগীদের মারাত্মক অবস্থায় নিয়ে যেতে পারে। খেলার মাঠে কোনাে খেলােয়াড় যদি বিশৃঙ্খল আচরণ করে, তবে তার দল নিশ্চিত অর্থে পরাজয়ের সম্মুখীন হয়। বিশৃঙ্খলা এভাবেই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

উপসংহার :

একজন মানুষ, একটি সমাজ, একটি জাতি তখনই সভ্য হয়ে ওঠে, যখন তার মধ্যে শৃঙ্খলাবােধ থাকে। পৃথিবীর ইতিহাস পর্যালােচনা করে দেখা যায়, একটি সভ্যতা তথা জাতি তখনই ধ্বংস হয়েছে, যখন তার মধ্যে শৃঙ্খলাবােধের অভাব দেখা গিয়েছে। শৃঙ্খলাহীন মানুষের যেমন কোনাে মর্যাদা নেই, তেমনি শৃঙ্খলাহীন জাতিরও কোনাে সম্মান নেই। এ কারণেই সমাজজীবনে শৃঙ্খলা এত অত্যাবশ্যকীয়।

আরও পড়ুনঃ

Leave a Comment